কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব বোনাসের চেক ছাড়
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল ফিতরের বোনাস এর চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরির ঈদ উৎসব ভাতার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১৮ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উল ফিতরের ঈদ উৎসব বোনাস এর চেক ছাড়
এক নজরে...
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল ফিতরের ঈদ বোনাসের চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক নোটিশে উৎসব ভাতার চেক ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে ঈদ বোনাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে। সাথে এমপিও শিট প্রকাশ করা হয়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন ১৮/০৪/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদ থেকে ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ ও বোনাসের স্মারক নম্বর জানুন।
আরো জানুন:
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়
কারিগরি ঈদ বোনাসের এমপিও শিট ও স্মারক নম্বর ২০২২
কারিগরি শিক্ষকদের ঈদ উৎসব ভাতার স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৫৩৬,৫৩৭,৫৩৮,৫৩৯ তারিখ ১৩/০৪/২০২৩।
নিচের লিংক থেকে ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ করুন।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/9805_File_mpo_sheet.html
২০২৩ সালের কারিগরির ঈদ বোনাসের কোন তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমপিও শিক্ষক-কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতার চেক ছাড়
Eid Bonus MPO: স্কুল-কলেজ শিক্ষকদের ঈদ বোনাসের চেক হস্তান্তর
তথ্যসূত্র-