কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব বোনাসের চেক ছাড়
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার ঈদ উৎসব বোনাস এর চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার ঈদ উৎসব বোনাস এর চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উল আযহার ঈদ বোনাসের চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক নোটিশে উৎসব ভাতার চেক ছাড়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
২৯ জুন ২০২২ খ্রি. তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে ঈদ বোনাসের চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ ঈদ বোনাসের টাকা উত্তোলন করতে পারবেন ০৪/০৭/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
নিচের অনুচ্ছেদ থেকে ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ ও বোনাসের স্মারক নম্বর জানুন।
আরো জানুন:
DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)
কারিগরি ঈদ বোনাসের এমপিও শিট ও স্মারক নম্বর ২০২২
কারিগরি শিক্ষকদের ঈদ উৎসব ভাতার স্মারক নং- ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১২৯৭, ১২৯৮, ১২৯৯ ও ১৩০০ তারিখ ২৮-৬-২০২২।
নিচের লিংক থেকে ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ করুন।
http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/7683_File_Eidul_Azha_2022.html
২০২২ সালের কারিগরির ঈদ বোনাসের কোন তথ্য জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-জুন ২০২২)
তথ্যসূত্র-