DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
Directorate of Technical Education (DTE) MPO Notice: কারিগরি শিক্ষা অধিদপ্তর হতে বেসরকারি কারিগরির এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড় করা হয়। অধিদপ্তরে প্রত্যাশিত বেতন-ভাতা হস্তান্তরের নোটিশ ও এমপিও শীট দেখার সহজ নিয়ম জানুন।
কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের চেক ছাড় ও এমপিও শিট প্রকাশের আপডেট খবর দেখুন সবার নিচের অনুচ্ছেদে।
DTE Teacher MPO Notice: কারিগরি শিক্ষকদের বেতন হস্তান্তর ও এমপিও শীট দেখার নিয়ম
এক নজরে...
দেশের সকল এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের, বেতন-ভাতা প্রদানের কাজ করে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
কারিগরি অধিদপ্তর থেকে, শিক্ষক-কর্মচারীদের নতুন এমপিওভুক্তি, উচ্চতর গ্রেড/স্কেল প্রদান সহ প্রতি মাসের বেতনের চেক ছাড় ও এমপিও শীট প্রকাশ করা হয়ে থাকে।
এমপিওভুক্ত কারিগরি প্রতিষ্ঠানের বেতনের চেক ছাড়ের নোটিশ ও এমপিও শিট, অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইট হতে সংগ্রহ করা যায়।
ইন্টারনেট সংযুক্ত মোবাইল/কম্পিউটার হতে খুব সহজে কারিগরির এমপিও সংক্রান্ত তথ্য জানা যায় এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করা যায়।
এই প্রতিবেদনে, কীভাবে কারিগরি এমপিও নোটিশ দেখা ও এমপিও শীটের কপি সংগ্রহ করা যাবে তার সচিত্র বর্ণনা করা হবে।
এছাড়া নিচের অনুচ্ছেদ থেকে, কারিগরি শিক্ষক-কর্মচারীদের বর্তমান মাসের এমপিও ও চেক ছাড়ের আপডেট তথ্য পাওয়া যাবে।
আরো পড়ুন:
Non-Govt. Teacher MPO: Monthly Pay Order News Update
কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম
প্রথমেই জেনে রাখুন, সাধারণত কারিগরির বেতনের চেক ছাড় করা হয় চলতি মাসের শেষ সপ্তাহে বা পরবর্তী মাসের প্রথম সপ্তাহের দিকে।
তাই কারিগরি অধিদপ্তরের বেতনের চেক ছাড়ের নোটিশ বা সংশ্লিষ্ট মাসের এমপিও শিট, উল্লেখিত সময়ের মধ্যে খোঁজার চেষ্টা করুন।
অধিদপ্তরের ওয়েবসাইটে সরকারী ছুটির দিন ব্যতীত মাসের প্রতিদিনই, এমপিও সংক্রান্ত বিবিধ কার্যাবলীর নোটিশ প্রকাশিত হতে দেখা যায়।
কারিগরির বেতনের চেক হস্তান্তর ও এমপিও শিট প্রকাশের তথ্য জানতে, প্রথমত নিচের সংযুক্ত ঠিকানাটি ব্রাউজ করতে হবে।
http://service.dte.gov.bd/notice_mpo_order/
উপরের ঠিকানা ক্লিক করে ব্রাউজ করুন। ব্রাউজারের নতুন ট্যাবে একটি পাতা ওপেন হবে।
আশা করি নিচের যুক্ত ছবির মত, DTE | MPO Order নামক পাতায় অবস্থান করছেন।
উপরের ছবির মত কারিগরি শিক্ষা অধিদপ্তরের Notice/Result পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে অধিদপ্তরের এমপিও সংক্রান্ত যাবতীয় নোটিশ ও তথ্য প্রকাশিত হয়।
এবার পাতাটি উপর-নিচ করে সম্প্রতি সময়ে প্রকাশিত নোটিশগুলো দেখুন। নোটিশের প্রথমে দিন-তারিখ সহ নোটিশের শিরোনাম এবং সবশেষে ডাউনলোড বাটন দেখা যাবে।
বেতনের চেক ছাড়ের নোটিশ দেখতে চাইলে, সংশ্লিষ্ট নোটিশের ডাউনলোড বাটনে ক্লিক করুন। নতুন পাতায় পিডিএফ ফরম্যাটে প্রকাশিত বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি দেখা যাবে।
আর এমপিও শিট সংগ্রহ করতে চাইলে, এমপিও শিট লেখা বিজ্ঞপ্তির ডানদিকের ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। নতুন পাতায় বিভিন্ন ব্যাংকের নাম লেখা এমপিও শিট সংগ্রহের লিংক পাওয়া যাবে।
এবার আপনার প্রতিষ্ঠান যে ব্যাংক হতে বেতন-ভাতা উত্তোলন করে, সে ব্যাংকের নামের লিংকে ক্লিক করুন। এখানে সংশ্লিষ্ট ব্যাংক হতে অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের এমপিও শীটের পিডিএফ কপি পাওয়া যাবে।
সকল এমপিও শীট হতে আপনার প্রতিষ্ঠানের এমপিও শীট খুঁজে বের করে দেখুন ও প্রয়োজনে তা সংগ্রহ করুন।
আরো জানুন:
এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি
কারিগরির এপ্রিল মাসের চেক ছাড়ের খবর
বিশেষ ঘোষণা: কারিগরি শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের চেক ছাড়ের আপডেট তথ্য জানতে, নিচের প্রতিবেদনটি পড়ুন।
এপ্রিল এমপিও ২০২৩: স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর
কারিগরি প্রতিষ্ঠানের এমপিও শীট ও বেতনের চেক ছাড়ের নোটিশ (DTE Teacher MPO Notice) দেখতে অসুবিধা হলে আমাদের জানান।
তথ্যটি অন্য শিক্ষক-কর্মচারীদের জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
নতুন এমপিও আবেদন করার আগে সতর্ক হোন
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৬/০৪/২০২৩ খ্রি. তারিখ ০৪:৪২ অপরাহ্ন।
Server slow so time baran
April 2022 এর sonali bank এর mpo sheet ডাউনলোড হচ্ছেনা
কারিগরির এপ্রিল মাসের এমপিও শিট সংগ্রহ করুন এখান থেকে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর একটি প্রতিষ্টান – ভোকেশনাল ও বিএম শাখার স্কুল এ্যান্ড কলেজে এমএলএসএস বা অফিস সহকারী পদের ডিউটি সময় কতটুকু? তথ্যটি জানা অতিব জরুরি দয়াকরে উঃ টা দিবেন প্লিজ।
অফিস চলাকালীন সময় বা প্রতিষ্ঠানের প্রয়োজনে দায়িত্ব পালন করতে হবে।