২০২৪ সালের কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে। আবেদন করা যাবে ২২ এপ্রিল থেকে ৩০ মে তারিখ পর্যন্ত।ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ জুলাই ২০২৪ তারিখে।
কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের যোগ্যতা, ভর্তি পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন ও পরীক্ষার সময়সূচী সম্পর্কে জানুন।
কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪: পরীক্ষা ২০ জুলাই তারিখে
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২২ এপ্রিল থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হচ্ছে। আবেদন করা যাবে ৩০ মে ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।
গুচ্ছ কৃষির ভর্তি আবেদন acas.edu.bd ওয়েবসাইটে করতে হবে। এবারের কৃষি গুচ্ছের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা (ট্রানজেকশনস চার্জ ব্যতীত)।
সমন্বিত কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০ জুলাই ২০২৪ শনিবার বেলা ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭১৮ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
আরো জানুন:
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন ২০২৪
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
যে কোন বোর্ড হতে ২০১৯/২০২০/ ২০২১ সালের এসএসসি/সমমান এবং ২০২২/২০২৩ সালের এইচএসসি/সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদন করতে পারবে।
তবে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থ বিজ্ঞান ও গণিত বিষয় সহ উত্তীর্ণ হয়েছে, কেবলমাত্র তারাই আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ব্যাতিত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।
জিসিই এবং A লেভেল পাসকৃত প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় অন্তত ৫টি বিষয়ে এবং A লেভেল পরীক্ষায় বিজ্ঞানের অন্তত ২টি বিষয়ে উত্তীর্ণ হতে হবে।
এখানেও উভয় পরীক্ষায় প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে। এক্ষেত্রে A ও B গ্রেডের জন্য যথাক্রমে ৫ ও ৪ জিপিএ গণনা করা হবে।
সমন্বিত গুচ্ছ ৮ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
২০২৪ সালের সমন্বিত গুচ্ছের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পর্যায়ের সিলেবাস অনুসরণে অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে মোট ১০০ নম্বরের প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
এইচএসসি/সমমান পর্যায়ের ইংরেজিতে ১০, প্রাণিবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের জন্য ১.০০ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা।
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নির্ধারিত কেন্দ্র
২০২৪ সালের সমন্বিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৮টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে।
নিচের কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ।
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (নতুন)।
সমন্বিত গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৪
কৃষি বিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী ৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ১৭ এপ্রিল তারিখে প্রকাশ করা হয়েছে।
ভর্তির যাবতীয় প্রক্রিয়া ভর্তি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। নিচের ভর্তি বিজ্ঞপ্তি হতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানুন।
২০২৪ সালের গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ (রুয়েট কুয়েট চুয়েট)
জাবি ভর্তি পরীক্ষার তারিখ ও প্রশ্নের নতুন মানবন্টন ২০২৪
তথ্যসূত্র-