চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২

সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২২ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে জারিকৃত এই প্রজ্ঞাপনে বয়স ৩৯ মাস বৃদ্ধি করা হয়।

সরকারি চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২

সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে ৩০/০৬/২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে, প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫-০৩-২০২০ তারিখে নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে, সরকারি চাকুরীতে বয়স ৩৯ মাস বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চে ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন।

বিসিএস ব্যতিত সকল সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩ বছর ৩ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে।

সরকারি চাকরির বয়স ৩ বছর ৩ মাস বাড়ছে (৩৯ মাস)

দেশের সকল মন্ত্রণালয়/বিভাগ ও এর অধীন অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং সংবিধিবদ্ধ/স্বায়ত্তশাসিত/জাতীয়কৃত প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরিতে বয়স বৃদ্ধি করা হয়েছে।

কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সে সকল দপ্তর/প্রতিষ্ঠান এর ৩০-০৬-২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে, উল্লিখিত পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন।

অর্থাৎ বিসিএস ব্যতিত সকল সরকারি চাকুরীতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৩৯ মাস বয়স বৃদ্ধি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রনালয় জারিকৃত চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিস্তারিত জানুন।

চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন ২০২২

২০২২ সালের ২২ সেপ্টেম্বর প্রকাশিত সরকারি চাকরির বয়স বৃদ্ধির জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন সম্পর্কে আরো জানতে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা (১১ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত প্রজ্ঞাপন)

তথ্যসূত্র-

জনপ্রশাসন মন্ত্রণালয়

“চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২”-এ 5-টি মন্তব্য

  1. অামার ১০/১২/২০২২ বয়স ৩০ হইছে,অামিকি এখন ৩০/৬/২০২৩ এপর্যন্ত বিসিএস ব্যাতিত সব সরকারি চাকরিতে অাবেদন করতে পারবো

    জবাব

মন্তব্য করুন