Home » শিক্ষা সংবাদ » অনলাইনে চিকিৎসা অনুদান আবেদন করার নিয়ম (৬ষ্ঠ-স্নাতক)

অনলাইনে চিকিৎসা অনুদান আবেদন করার নিয়ম (৬ষ্ঠ-স্নাতক)

চিকিৎসা অনুদান প্রাপ্তির অনলাইন আবেদন (৬ষ্ঠ-স্নাতক)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রদান করা হচ্ছে।

যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রাপ্তির অনলাইন আবেদন করার নিয়ম জানুন।

চিকিৎসা সহায়তা অনুদান প্রাপ্তির অনলাইন আবেদন করার নিয়ম (৬ষ্ঠ-স্নাতক শ্রেণি)

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান প্রাপ্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে স্নাতক সমমান শ্রেণির শিক্ষার্থীদের এই অনুদান প্রদান করা হবে।

দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান হবে।

শিক্ষার্থীদের এই অনুদান পেতে অনলাইনে www.eservice.pmeat.gov.bd/medical ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে।

২০২৩-২০২৪ অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তের চিকিৎসা সহায়তা আবেদন করা যাবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান আবেদনের নোটিশ দেখুন।

চিকিৎসা অনুদান আবেদনের নোটিশ ২০২৪

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চিকিৎসা অনুদান কারা পাবেন

প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডের সকল কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে।

অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।

দুর্ঘটনার প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহতের সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ থাকতে হবে।

৬ষ্ঠ-স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা আবেদন করার নিয়ম

প্রথমে শিক্ষার্থীর প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফরম ডাউনলোড করুন। তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার চিকিৎসক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও চিকিৎসকের প্রত্যায়ন ফরম এখান থেকে ডাউনলোড করা যাবে।

প্রত্যায়ন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে, প্রতিষ্ঠান প্রধান ও নির্দেশীত চিকিৎসকের কাছ থেকে প্রত্যায়ন গ্রহণ করুন।

এরপর শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ও সুপারিশের কপির স্পষ্ট করে ছবি তুলুন অথবা স্কান করে কপি সংরক্ষণ করুন।

এবার ই-চিকিৎসা অনুদান সিস্টেমে (https://www.eservice.pmeat.gov.bd/medical) যদি একাউন্ট না থাকে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন করতে মোবাইল ভেরিফিকেশন করতে হবে। আবেদন করতে লগইন করুন। লগইন করা সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সংযুক্ত করে আবেদন করুন।

উল্লেখ্য, প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানদের ক্ষেত্রে পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র প্রয়োজন হবে।

দূর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান ৩ থেকে ৪ মাস পর অর্থ প্রেরণ করা হয়।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ই-চিকিৎসা অনুদান সিস্টেমে আবেদন ফরম পূরণ করতে সমস্যা হলে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

একাদশ শ্রেণির উপবৃত্তি আবেদন করতে তথ্য সংগ্রহের নির্দেশ

উপবৃত্তির আবেদন ফরম pdf download 2024 [৬ষ্ঠ ও একাদশ শ্রেণি]

উপবৃত্তির জন্য আবেদন ২০২৪: আবেদন ফরম পূরণ করার নিয়ম

তথ্যসূত্র-

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।