জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2023: গুচ্ছ পদ্ধতিতে ভর্তির নতুন নিয়ম
জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2023 (GST Admission Circular): গুচ্ছ পদ্ধতিতে ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে বেশ কিছু বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন সম্পর্কে নতুন আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2023: গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয় ভর্তির নতুন নিয়ম
এক নজরে...
দেশের ২২ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ও পরীক্ষা পৃথকভাবে না নিয়ে সমন্বিতভাবে গুচ্ছে গ্রহণ করা হবে।
এতে করে সারা দেশে ছড়িয়ে থাকা ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীরা, অনলাইনে আবেদনের মাধ্যমে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য পরীক্ষা দিতে পারবে।
এছাড়া একই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা দিয়ে শিক্ষার্থীরা মেধাতালিকা অনুসারে, নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তি হতে পারবে।
বরাবরের মত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নতুন কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
১৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখে গুচ্ছ ভর্তি সার্কুলার প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। ২০ মে থেকে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু হবে।
আরো জানুন:
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন ফি
২০২৩ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ফি ছিলো ১৫০০/= টাকা। সকল বিভাগের শিক্ষার্থীদের একই পরিমান টাকা ভর্তি পরীক্ষা ফি নির্ধারণ করা হয়। অনলাইনে এই ফি পরিশোধ করতে হয়েছে।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা
এবারের গুচ্ছে ভর্তিতে তিন বিভাগের পৃথক পৃথক ভর্তি যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ (চতুর্থ বিষয় ছাড়া) থাকতে হবে। তবে কোন পরীক্ষায় ৩.৫ এর নিচে জিপিএ থাকা যাবে না।
ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০ এর নিচের থাকা যাবে না।
মানবিক বিভাগে শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষাতে মোট জিপিএ ৬.০০ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর নিচে থাকা চলবে না।
জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2023: ভর্তি পরীক্ষার সময়সূচি (তারিখ)
মানবিক বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার গুচ্ছে পরীক্ষা শুরু হবে। সকল পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে।
২০ মে তারিখে মানবিক বিভাগের বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সি-ইউনিট বাণিজ্য বিভাগের পরীক্ষা গ্রহণ করা হবে ২৭ মে তারিখে।
সবশেষ এ-ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন ২০২৩ খ্রি. তারিখে। এ বিষয়ে বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।
জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন
২০২৩ সালে অনুষ্ঠিত গুচ্ছের ভর্তি পরীক্ষা, ২০২২ সালের উচ্চ মাধ্যমিকের সংক্ষিপ্ত সিলেবাসে অনুসরণে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞানের বিভাগের শিক্ষার্থীদের পদার্থ ও রসায়ন বাধ্যতামূলক উত্তর দিতে হবে। এছাড়া ঐচ্ছিক গণিত/জীববিজ্ঞান অথবা বাংলা/ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে হবে।
গণিত ও জীববিজ্ঞানের মধ্যে যে কোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে।
জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে, তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।
প্রশ্নের মানবন্টন হিসাবে পদার্থ বিজ্ঞানে ২৫, রসায়নে ২৫, গণিত/জীববিজ্ঞানে ২৫ এবং বাংলা/ইংরেজিতে ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায় শিক্ষা বিভাগের ক্ষেত্রে হিসাব বিজ্ঞানে ৩৫, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনায় ৩৫ বাংলায় ১৫ এবং ইংরেজিতে ১৫ নম্বর।
মানবিক বিভাগের জন্য বাংলায় ৩৫, ইংরেজিতে ৩৫ এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর ৩০ নম্বরের উত্তর করতে হবে।
পরীক্ষায় কৃতকার্য হতে ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩০ পেতে হবে। তবে এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।
GST Admission Circular 2023 [জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩]
গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার ১৭ এপ্রিল তারিখে প্রকাশ করা হয়েছে। ভর্তি সার্কুলারে ভর্তির যোগ্যতা, আবেদন ও পরীক্ষা তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। ভর্তি আবেদন করার আগে ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
2023 সালে অনুষ্ঠিতব্য জিএসটি গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে আরো জানার থাকলে আমাদের কাছে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩ (CU Admission)
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩ (রুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভর্তি তথ্য ২০২২-২০২৩
তথ্যসূত্র-