Home » জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ ১ এপ্রিল-১৫ মে ২০২২ পর্যন্ত

জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ ১ এপ্রিল-১৫ মে ২০২২ পর্যন্ত

জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ ২০২২

জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ ১ এপ্রিল থেকে ১৫ মে ২০২২ পর্যন্ত। মাধ্যমিক স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ইএসআইএফ পূরণের (এন্ট্রি) নিয়ম জানুন।

JSC eSIF Registration Notice 2022: ৮ম শ্রেণির জেএসসি রেজিস্ট্রেশন ইএসআইএফ ফরম পূরণ (এন্ট্রি) নিয়ম

২০২২ সালের ৮ম শ্রেণির জেএসসি পরীক্ষার্থীদের ইএসআইএফ ফরম পূরণের (এন্ট্রি) মাধ্যমে রেজিস্ট্রেশন (নিবন্ধন) বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণের নোটিশ ২৪ মার্চ ২০২২ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।

শিক্ষার্থী প্রতি ৭৪/= (চুয়াত্তর) টাকা পরিশোধ করে eSIF ফরম পূরণ করতে হবে, ১ এপ্রিল থেকে ১৫ মে ২০২২ খ্রি. তারিখের মধ্যে।

বোর্ডের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশে, eSIF ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে বলা হয়ে। (নিচের যুক্ত নোটিশে এবিষয়ে বিস্তারিত জানুন)।

আরো জানুন:

স্কুল পরিবর্তনের জন্য টিসি ফরম পূরণ আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

JSC Result With Marksheet: জেএসসি রেজাল্ট (মার্কশিট নাম্বার) দেখুন

জেএসসি পরীক্ষার্থীদের ইএসআইএফ ফরম অনলাইনে এন্ট্রির সময়সূচি

২০২২ সালের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার eSIF ফরম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন ১ এপ্রিল থেকে শুরু হবে।

১৫ মে ২০২২ খ্রি. তারিখের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে জেএসসি পরীক্ষার নিবন্ধন আবেদন করতে হবে।

শিক্ষার্থী প্রতি মোট ৭৪/= টাকা পরিশোধ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। (ফি পরিশোধ পদ্ধতি নিচের বিজ্ঞপ্তিতে দেখা যাবে)।

৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ (এন্ট্রি) নিয়ম

২০২২ সালের ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের জেএসসি নিবন্ধন ফরম পূরণের নিয়ম ও নির্দেশনা বোর্ডের বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থীদের নাম ও পিতা-মাতার নাম এন্ট্রির বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়ে রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশে। (নিচের বিজ্ঞপ্তি দেখুন)।

বোর্ডের OEMS/eSIF অপশনে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি পরিশোধের পদ্ধতির বিস্তারিত বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ফরপূরণ করতে ব্যর্থ হলে বা তথ্যে কোন প্রকার ভুলত্রুটি থাকলে, প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন বলে জানানো হয়েছে।

স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানুন ঢাকা বোর্ডে প্রকাশিত নিচের বিজ্ঞপ্তি থেকে।

জেএসসি রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ নোটিশ ২০২২

জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন eSIF ফরম পূরণ (এন্ট্রি) নিয়ম ২০২২

২০২২ সালে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের, জেএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

উপবৃত্তির জন্য আবেদন ২০২২: আবেদন ফরম পূরণ করার নিয়ম

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 Comments

  1. অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন এখনো করতে পারেনি এখন করার চান্স কোন প্রাণী আছে স্যারেরা 8000 টাকা চাচ্ছে এখন করবো তাই ছাড়া,এত টাকা দিয়ে করা তো সম্ভব না, তা কি করবো