Home » স্কুল পরিবর্তনের জন্য টিসি ফরম পূরণ আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল পরিবর্তনের জন্য টিসি ফরম পূরণ আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল পরিবর্তনের জন্য টিসি ফরম পূরণ আবেদন

স্কুল টিসি ফরম ২০২২: বোর্ড ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয়/বোর্ড পরিবর্তনের অনলাইন ফরম পূরণ আবেদন ৩০ সেপ্টেম্বর 2022 পর্যন্ত।

ঢাকা বোর্ড স্কুল পরিবর্তনের জন্য টিসি ফরম পূরণ আবেদন ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত

ঢাকা শিক্ষা বোর্ডের বোর্ডের এক বিজ্ঞপ্তিতে স্কুল পরিবর্তনের জন্য অনলাইন আবেদন ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।

ঢাকা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনসুর ভূঁঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিদ্যালয় পরিত্যাগের ছারপত্র ফরম পূরণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

২৪ মার্চ ২০২২ খ্রি. তারিখে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে, টিসির মাধ্যমে স্কুল পরিবর্তনের অনলাইন ফরমপূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। (নিচের অনুচ্ছেদে বিজ্ঞপ্তি দেখুন)।

আরো জানুন:

এসএসসি-এইচএসসি ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর

উপবৃত্তির জন্য আবেদন ২০২২: আবেদন ফরম পূরণ করার নিয়ম

অনলাইনে টিসি (ছাড়পত্র) আবেদন ফরম পূরণের নিয়ম (PDF)

মাধ্যমিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল পরিবর্তন বা টিসি ও বোর্ড পরিবর্তনের আবেদন গ্রহণ শুরু করছে ঢাকা বোর্ড।

যেসব শিক্ষার্থী পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেননি, তারা স্কুল পরিবর্তনের ছাড়পত্র বা টিসি গ্রহণের আবেদন করতে পারবেন।

২৪ মার্চ থেকে অনলাইনে টিসি আবেদন ফরম পূরণ শুরু হয়েছে। এই আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২২ খি. তারিখ পর্যন্ত।

দশম শ্রেণির শিক্ষার্থীদের  অনলাইনে টিসি আবেদন করতে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইট ঠিকানা: www.dhakaeducationboard.gov.bd

বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি (e-TC) বাটনে ক্লিক করে টিসি আবেদন ফরম পূরণ করতে হবে।

ইটিসি ফরমের সকল তথ্য পূরণ করে Submit your Application বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।

আবেদন সাবমিট হওয়ার পর শিক্ষার্থীর দেয়া মোবাইল নম্বরে একটি গোপনীয় কোডসহ (Security code) এসএমএস যাবে।

এই কোড (Security code) দিয়ে শিক্ষার্থী পরবর্তীতে তার আবেদনে প্রবেশ করতে পারবে। কোডটি ভালোভাবে সংরক্ষণ করতে হবে পরবর্তী প্রয়োজনের জন্য।

শিক্ষার্থী অনলাইনে আবেদন সাবমিট করার পর যে সোনালী সেবা স্লিপ পাবে সেটি প্রিন্ট নিতে হবে। পরবর্তীতে সোনালী ব্যাংকের যে কোন অনলাইন শাখা হতে সোনালী সেবার স্লিপের মাধ্যমে টিসি ফি বাবদ ৭০০ টাকা জমা দিতে হবে।

শিক্ষার্থী সঠিকভাবে আবেদন সাবমিট করলে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান একটি এসএমএস পাবে। তখন ওই শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ওইএমএসের (OEMS) মাধ্যমে লগইন করে ট্রান্সফার সার্টিফিকেট (Transfer Certificate) অপশনে ক্লিক করলে, টিসির আবেদন দেখতে পারবে। অতঃপর প্রতিষ্ঠান আবেদনটি অগ্রায়ণ (Forward) বা বাতিল (Reject) করবে।

প্রথম বিদ্যালয় আবেদনটি অগ্রায়ন (Forward) করার পর টিসির জন্য আবেদনকৃত বিদ্যালয় একই ভাবে ওইএমএসের (OEMS) মাধ্যমে লগইন করে ট্রান্সফার সার্টিফিকেট অপশনে ক্লিক করলে আবেদন দেখতে পারবে। অতঃপর ওই প্রতিষ্ঠানও আবেদনটি অগ্রায়ণ বা বাতিল করবে।

টিসির জন্য আবেদনকৃত বিদ্যালয় টিসি আবেদন অগ্রায়ণ করলে শিক্ষার্থী একটি এসএমএস পাবে। তখন সে সোনালী সেবার মাধ্যমে টিসি ফি জমা দিতে হবে। সোনালী সেবার স্লিপ বোর্ডে জমা দেওয়ার প্রয়োজন নেই। এটি শিক্ষার্থী সংরক্ষণ করবে।

টিসির জন্য অনলাইন আবেদন ফরমপূরণ বিষয়ের বিস্তারিত তথ্য জানুন নিচের যুক্ত ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি থেকে।

স্কুল টিসির জন্য অনলাইন আবেদন ফরমপূরণ নিয়ম

ঢাকা বোর্ডের ছাড়পত্রের মাধ্যমে বিদ্যালয়/বোর্ড পরিবর্তনের অনলাইন ফরম পূরণ আবেদন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

6 Comments

  1. মোঃআনোয়ার হোসাইন বলেছেন:

    বোর্ড পরিবর্তন ম্যানুয়ালি না অনলাইনে আবেদন করা লাগে জানতে চাই। কেউ কেউ বলেন ম্যানুয়ালি করতে হয়।

    1. অনলাইনে করতে হবে।

    2. Atiqur Rahman বলেছেন:

      Really our country has become a digital county.

  2. Atiqur Rahman বলেছেন:

    Really our country has become a digital county.

  3. Atiqur Rahman বলেছেন:

    আমার মেয়ে পড়ে এমন এক স্কুলে যে স্কুল থেকে এস এস সি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা সম্ভব নয় কাজেই অন্য স্কুল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে, এখন আমার মেয়ে স্কুল পরিবর্তন করবে,
    এখন আমার প্রশ্ন: টিসির জন্য অনলাইনে আবেদন করার সময় কোন স্কুলের নাম উল্লেখ করতে হবে, অধ্যয়নরত স্কুল নাকি যে স্কুল থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই স্কুল?

    1. সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিন।