Home » ভর্তি » নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (আবেদনের যোগ্যতা)

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (আবেদনের যোগ্যতা)

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নটরডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন ভর্তি আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন সম্পর্কে জানুন।

নটরডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫ (আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও মানবন্টন)

নটরডেম কলেজ, ঢাকা এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ২৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ভর্তির জন্য আবেদন করা যাবে।

নটরডেম কলেজের ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সূচি, শিক্ষার্থীদের আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন প্রকাশ করা হয়েছে।

দেশের বিখ্যাত এই কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হবে। অন্য সব কলেজের মত এখানে কেবলমাত্র এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি হওয়া যাবে না।

ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি পরীক্ষার নম্বর যুক্ত করে নটরডেম কলেজের ভর্তি মেধাতালিকার রেজাল্ট প্রকাশ করা হবে।

আরো জানুন:

কলেজের একাদশ শ্রেণির মেধা তালিকার ভর্তি ফলাফল জানার নিয়ম

ঢাকার নটরডেম কলেজে ভর্তি আবেদনের সময়সূচি (তারিখ)

নটরডেম কলেজ তার নিজস্ব ওয়েবসাইটে (ndc.edu.bd) অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের ২৫ মে দিবাগত রাত ১২টা ১ মিনিট হতে ৩০ মে বিকাল ৫টা পর্যন্ত ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে ভর্তির আবেদন গ্রহণ করা হবে।

আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে। ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে। ভর্তির আবেদন করার নিয়মাবলি কলেজের ভর্তি ওয়েবসাইট থেকে জানা যাবে।

অনলাইন ভর্তি আবেদন সহ ভর্তির সকল তথ্য পাওয়ার ঠিকানা: https://ndc.edu.bd

অনলাইন আবেদন ফি

নটরডেম কলেজে অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ ৪০০/= টাকা পরিশোধ করতে হবে। অনলাইনে বিকাশ মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

নটরডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি আবেদনের যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে হলে এসএসসিতে ন্যূনতম জিপিএ-৫ (উচ্চতর গণিত সহ) থাকতে হবে।

মানবিক বিভাগ: উভয় ভার্সনে (বাংলা ও ইংরেজী) ভর্তির ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জিপিএ-৩।

ব্যবসায় শিক্ষা বিভাগ: এই বিভাগে ভর্তিতে জিপিএ ৪ থাকতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসএসসি বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজী মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন না।

এছাড়া ও-লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের মানবন্টন

নটর ডেম কলেজে ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসএসসির সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান।

মানবিক বিভাগে পরীক্ষার বিষয়: বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়: বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

উল্লেখ্য, যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদেরকে বিজ্ঞান শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

আর আর যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদেরকে ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

নটরডেম কলেজের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি পড়ে অনলাইনে আবেদন করুন। শিক্ষার্থীদের সুবিধার্থে ভর্তি বিজ্ঞপ্তি অনুলিপি এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে সংযুক্ত করা হয়েছে।

নটর ডেম কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নটরডেম কলেজ একাদশ শ্রেণির ভর্তি সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি-আলিম একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা ২০২৪

HSC Admission 2024: একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন ২০২৪

তথ্যসূত্র-

নটরডেম কলেজ, ঢাকা

4 Comments

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।