HSC Admission 2022: একাদশ শ্রেণীতে ৩য় দফার ভর্তি রেজাল্ট
HSC Admission Result 2022 (xiclassadmission.gov.bd): ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কলেজের একাদশ শ্রেণীতে ৩য় পর্যায়ের ভর্তি আবেদন ১৫-১৬ জানুয়ারি পর্যন্ত।
একাদশ শ্রেণির ২য় দফার মাইগ্রেশন ও ৩য় দফার ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে। মোবাইল এসএমএস ও অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি ফলাফল দেখা যাবে।
লক্ষ্য করুন: একাদশ শ্রেণির ৪র্থ দফার আবেদন করার সুযোগ পাচ্ছেন ভর্তি আবেদনে বাদপড়া শিক্ষাথীরা। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
HSC College Admission Result 2022-2023 (xiclassadmission.gov.bd): একাদশ শ্রেণীতে ৩য় দফার ভর্তি রেজাল্ট
এক নজরে...
দেশের সকল সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ও সমমান প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন বরাবরের মত অনলাইনে গ্রহণ করা হচ্ছে।
১ম পর্যায়ের একাদশের ভর্তি আবেদন ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়েছিলো। ১ম পর্যায়ের আবেদনকারীদের ভর্তি রেজাল্ট ৩১ ডিসেম্বর রাত ৮ টার সময় প্রকাশ করা হয়েছে।
কলেজের একাদশের ২য় দফার ভর্তি আবেদন ৯ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত গ্রহণ করা হয়েছে। ২য় দফার আবেদনের ভর্তি রেজাল্ট ও ১ম দফার মাইগ্রেশনের রেজাল্ট ১২ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রাত ৮ টার সময় প্রকাশ করা হয়েছে।
৩য় দফার অনলাইন আবেদন গ্রহণ ১৫-১৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ৩য় দফার আবেদন ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি প্রকাশ করা হবে। একই সাথে ২য় মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে।
তৃতীয় দফার ভর্তি রেজাল্টে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করতে হবে ১৯-২০ জানুয়ারির মধ্যে। ৩২৮/= টাকা ফি দিয়ে শিক্ষার্থীদের নিজেই এই নিশ্চায়ন করতে হবে।
এসএসসি সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ গ্রেড পয়েন্ট ও নম্বরের ভিত্তিতে, সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
একজন শিক্ষার্থী ভর্তির আবেদনের সময় সর্বনিম্ন ৫টি আর সর্বোচ্চ ১০টি কলেজ নির্বাচন করতে পেরেছে। কলেজের আসন সংখ্যা ও ভর্তিচ্ছু শিক্ষার্থীর জিপিএ ও নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।
নিচের অনুচ্ছেদ থেকে একাদশের অনলাইন আবেদন গ্রহণ, ফলাফল প্রকাশের সময়সূচি সম্পর্কে জানুন ভর্তি নীতিমালা থেকে।
HSC Admission Website: একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ও রেজাল্ট দেখার ঠিকানা
দেশের সকল সরকারি-বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হচ্ছে। অনলাইন ছাড়া অন্য কোথাও ভর্তির জন্য আবেদন করা যাবে না।
একাদশের ভর্তির জন্য আবেদন গ্রহণ, কলেজের পছন্দক্রম নির্ধারণ, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও কলেজ নিশ্চায়ন অনলাইনে করতে হবে।
একাদশের ভর্তি ওয়েবসাইটের ঠিকানা: xiclassadmission.gov.bd
উপরোক্ত ঠিকানা থেকে কলেজের একাদশ শ্রেণীর ভর্তির যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে।
HSC Admission Result 2022: কলেজের এইচএসসি একাদশের ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট
এইচএসসি একাদশের ভর্তি রেজাল্টের সকল তথ্য শিক্ষা বোর্ডের xiclassadmission.gov.bd ভর্তি ওয়েবসাইট থেকে দেখা যাবে।
৩য় পর্যায়ের আবেদনের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ বুধবার রাত ৮:০০ টার সময়।
একই সময়ে একাদশের ২য় মাইগ্রেশন রেজাল্ট প্রকাশ করা হবে।
মোবাইল এসএমএস ও অনলাইনে একাদশের ভর্তি ফলাফল জানা যাবে। ভর্তির সময়ে দেওয়া মোবাইল ফোনে এসএমএস দিয়ে ভর্তি রেজাল্ট জানিয়ে দিবে বোর্ড কর্তৃপক্ষ।
এছাড়া একাদশ ভর্তি ওয়েবসাইট থেকে অনলাইনে একাদশের ভর্তি রেজাল্ট জানা যাবে। আবেদনকারী শিক্ষার্থীর পরীক্ষার সম্পর্কীত তথ্য দিয়ে ভর্তির রেজাল্ট অনলাইনে জানা যাবে।
১৮ জানুয়ারি প্রকাশিতব্য এইচএসসি-আলিম একাদশের ৩য় মেধাতালিকার ও ২য় মাইগ্রেশন ভর্তি রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি দেখুন।
HSC Admission 2022-2023: একাদশ শ্রেণীর কলেজ ভর্তি আবেদন ফরম পূরণের তারিখ
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন কেবলমাত্র অনলাইনে করা হচ্ছে।
১ম দফার ভর্তি আবেদন ৮ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন গ্রহণ শুরু করা হয়েছিলো। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণ করা হয়েছে।
১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে ৩১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ শনিবার রাত ৮টার সময়।
২য় দফার ভর্তি আবেদন ৯ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়েছে।
২য় দফার ভর্তি ফল প্রকাশ করা হয়েছে ১২ জানুয়ারি তারিখে। এদিন একই সময়ে ১ম দফার মাইগ্রেশন রেজাল্টও প্রকাশ করা হয়েছে।
২য় দফার ভর্তি নিশ্চায়নে সময় ছিলো ১৩-১৪ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে। ৩২৮ টাকা নিশ্চায়ন ফি দিতে হবে।
তৃতীয় দফার ভর্তির অনলঅইন আবেদন ১৫-১৬ জানুয়ারি তারিখের মধ্যে। আবেদনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি তারিখে।
এই দফার নিশ্চায়ন করতে হবে ১৯-২০ জানুয়ারি তারিখে। এখানে ভর্তির সকল প্রক্রিয়া শেষ হবে। এরপর ২২-২৬ জানুয়ারি তারিখের মধ্যে নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে।
নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি নীতিমালা থেকে সকল পর্যায়ের ভর্তি আবেদন, রেজাল্ট প্রকাশ ও কলেজ নিশ্চায়নের সময়সূচি জানুন।
দেশের সরকারি-বেসরকারি কলেজের অনলাইনে ভর্তি আবেদন একই সাথে, একই প্রক্রিয়ায় সম্পন্ন হবে। বরাবরের মত এবারেও ভর্তিতে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এসএসসি সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজে একাদশ শ্রেণিতে নির্বাচন করা হবে।
আরো জানুন:
একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদনের ফি
এবারের ভর্তি আবেদনের জন্য অনলাইন ফি হিসাবে ১৫০/= (এক শত পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে।
ভর্তিচ্ছু এইচএসসি একাদশের শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫ টি আর সর্বোচ্চ ১০ টি কলেজ পছন্দ করতে পারবে।
এসএসসি ফলাফলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে কলেজ ভর্তির মেধাতালিকা প্রস্তুত করা হবে।
এবারের একাদশের ভর্তি প্রক্রিয়া দ্রুততার সাথে শেষ করা হবে। সেশনজট কমাতে ১ ফেব্রুয়ারি ক্লাস শুরু করা হবে। ভর্তির বিষয়ে বিড়ম্বনা এড়াতে আগে থেকে ভর্তির প্রয়োজনীয় তথ্য জেনে রাখুন।
HSC XI Class Admission Notice 2023: একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি নীতিমালা ২০২৩
২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে ৭ ডিসেম্বর একাদশের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।
একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ভর্তির যোগ্যতা, আবেদন ও ভর্তি রেজাল্ট প্রকাশের সময়সূচি প্রকাশ করা হয়েছে। এছাড়া মেধাতালিকা নির্ধারণের নিয়ম সহ ভর্তির বিস্তারিত তথ্য জানা যাবে এই কলেজ ভর্তি নীতিমালা থেকে।
নিচের অনুচ্ছেদে যুক্ত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা ভালোভাবে পড়ে ভর্তি প্রক্রিয়ায় অংশ নিন।
২০২২ সালের একাদশ শ্রেণির কলেজ ভর্তি নীতিমালা ও ভর্তির সকল বিষয় সম্পর্কে আপডেট তথ্য পেতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।
এসব বিষয়ে কোন প্রশ্ন থাকলে লিখে জানাতে পারেন। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
College Admission 2022: এইচএসসি ভর্তি রেজাল্ট, কলেজ নিশ্চয়ন
BTEB Admission 2022 (HSC BM-Vocational, Polytechnic Diploma)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৬/০১/২০২২ খ্রি. তারিখ ১১:১৫ পূর্বাহ্ন।
দিনাজপুর বোর্ডের মাত্র কয়েকটি কলেজের এক বিষয়ে যদি আমাদের জানায় দিতেন যে কোন কোন কলেজে প্রাপ্ত কত নাম্বার পেলে কোন কলেজে ভর্তি হতে পারবো যেমন দেবীগন্জ পঞ্চগড় চিলাহাটি তোমার বোদা এই যে কয়েকটি কলেজের নাম বলছি আমি এই কলেজগুলোতে প্রাপ্ত কত নাম্বার পেলে চান্স পেতে পারবে সেটা যদি একটু বিস্তারিত বলতেন
এটা তো আগে থেকে বলা সম্ভব নয়। আবেদনকারীর সংখ্যা ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে। ধন্যবাদ।
আমার sms ডিলেট হয়ে গেছে সিকিউরিটি কোড sms এতে কি।কোনো সমস্যা হবে
কলেজ নিশ্চায়ন করা হলে সমস্যা নেই।
আচ্ছা যদি করোনা ভেকসিন না দেই তাহলে কি? কলেজে ভর্তি হওয়া যাবে না।এই তত্ত্বটা কি সঠিক? দয়া করে জানাবেন প্লিজ।
এরকম তথ্য আমাদের কাছে নেই। তবে ভ্যাকসিন নিতে হবে নিজের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থে। ধন্যবাদ।
নাম্বারের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে?
হ্যা, নম্বরের ভিত্তিতে ভর্তি হবে। ভর্তির নীতিমালা পড়ুন।
Hmm hobe
Ami 1st phase a conform korecilam. Kintu college a vorti karonbosoto hote pari ni. Akon ki kora jai
শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন।
আমিএকন ২nd year e উটছি আমি কি ভর্তি ভাতিল করে একন 1st year e ভর্তি হতে পারবো ভাই দয়া করে বলেন আমার জীবন শেষের কাছে😥
ভর্তি বাতিল করে পুনঃভর্তি হওয়ার বিষয়ে আমাদের জানা নেই। তবে প্রথম দফার আবেদনের সময় শেষ হয়েছে। আপনি এ বিষয়ে যে কলেজে ভর্তি হতে চান সেখানে যোগাযোগ করতে পারেন।
স্যার আমার জিপিএ নাম্বার কম, আমি কি যে কোনো কলেজ এ চয়েজ দিতে পারবো?
আপনি সর্বনিম্ন ৫টি হতে সর্বোচ্চ ১০টি কলেজ চয়েজ দিতে পারবেন। ধন্যবাদ।
Obossoi.. Upozzillaa porjayer clg coise dao
এক বিষয়ে ফেল করলেও নাকি প্রমোশন দিবে? প্রধানমন্ত্রীর ভাষণে শোনলাম।
এমন তথ্য আমাদের কাছে নেই। ধন্যবাদ।
একাদশ শ্রেণীর আবশ্যক বিষয় কী কী?
মোট কয়টি বিষয় নিতে হবে?
বাংলা, ইংরেজী ও আইসিটি আবশ্যিক। এরপর সংশ্লিষ্ট বিভাগের চার বিষয়। এর মধ্যে একটিকে চতুর্থ বিষয় হিসাবে নির্বাচন করতে হবে।
২৯ জানুয়ারী একাদশ শ্রেনীর অাবেদনকৃত ছাত্র ছাত্রীদের কলেজ নির্বাচনের ফলাফল কিভাবে জানা যাবে
মোবাইল এসএমএস ও ভর্তি ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ধন্যবাদ।
অনলাইন ফি কার বরাবর প্রদান করতে হবে
৮ জানুয়ারি ভৃতি আবেদন শুরু হলে ভর্তি ওয়েবসাইটে এবিষয়ে নির্দেশনা থাকবে। ধন্যবাদ।
২০১৪ সালে এস এস সি পরিক্ষায় পাস করা ছাত্র- ছাত্রীরা কি আবেদন করতে পারবে ?
ভর্তি নীতিমালা অনুসারে ২০১৯ সাল থেকে বর্তমানের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। নির্দেশিকা পড়ুন।
২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী কি এই বছর কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে????
২০২১৯ সাল ও পরের বছেরর পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীরা একাদশে ভর্তি হতে পারবে। ভর্তি নির্দেশিকা পড়ুন।
সার আমি কি ভর্তি হতে পারি একাদশ শ্রেণীতে 2022
ভর্তির যোগ্যতা থাকলে ভর্তি আবেদন করতে পারবেন। ভর্তি নির্দেশীকা পড়ুন।
সার নবম শ্রেনিতে ভর্তির আবেদন কিভাবে করব নগদে *১৬৭# ডায়াল করে
ভর্তি নির্দেশীকায় এ বিষয়ের নির্দেশনা আছে। ভর্তি নির্দেশিকা পড়ুন।
আসসালামু আলাইকুম স্যার আমি কি টঙ্গী সরকারি কলেজে এর ইন্টার এ মাসে তিন দিন ক্লাস করা সুযোগ আছে কি যদি থাকে আমার জন্য ব্যবস্থা করে দিবেন প্লিজ
আমি মানবিক বিষয়ে আবেদন করেছি। কিন্তু আমি বি.এম এ ভর্তি হতে চাই। সেই ক্ষেত্রে কি আবেদন বাতিল করে বি.এম এ আবেদন করতে পারব?? দয়া করে উওর টা তারাতাড়ি দিবেন কারণ আজকে শেষ দিন
এবিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোন তথ্য নেই। আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখুন। ধন্যবাদ।
স্যার ট্যাকনিক্যাল এন্ড বি এম কলেজে কি শাখা আছে
প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে দেখুন।
সার, আজ ১৮ তারিখ আমিকি ভর্তি হতে পারবো?
স্যার শিক্ষা বোর্ডে কি করে যোগা যোগ করব যদি কোনো লিংক দেন ভাল হত
সরাসরি বোর্ডে গিয়ে এ বিষয়ে তথ্য জানতে হবে।
2018 সালে SSC পাস করেছি জেনারেল থেকে এখন আমি কি 2022 সালে hsc তে ভর্তি হতে পারব।
এসএসসি ২০১৯ সাল থেকে পাশকৃত শিক্ষার্থীরা থেকে ভর্তি হতে পারবে। ২০১৮ সালের ভর্তির সুযোগ নেই। ভর্তি বিজ্ঞপ্তি পড়ে দেখুন।
আমার আবেদন পমপূর্ন হয়েছে তা আমি কেমনে দেখবো
প্রশ্নটি আরো স্পষ্ট করে করুন।
ভর্তির আবেদনে মোবাইল নং ভুল হলে কি কোন সংশোধনের নিয়ম আছে?থাকলে যদি বলতেন।
এইচএসসি বর্তি আবেদন ওয়েবসাইটে হেল্পলাইনের ফোনে অফিস সময়ে ফোন করে দেখতে পারেন। তারা এবিষয়ে কোন পরামর্শ দিতে পারে। আপনা আপনার বোর্ডের নম্বরে ফোন করবেন। ধন্যবাদ।
মাইগ্রেশন করার নিয়ম টা একটু বলে দিলে খুশি হবো
কলেজ নিশ্চয়নের পর মাইগ্রেশন অটো ভাবে হবে। প্রত্যেকবার এই অটো মাইগ্রেশন পূর্বের নির্ধারিত কলেজ নির্বাচনের অনুসারে উপরের দিকে পরিচালিত হবে।
Hello sir,Amar candidate Commerce sakhai ssc te 3.56 paye cilo.o Arts sakha te Hsc admission from puron koreca.1st College jata choice diyaca sakhane 2.22 te apply kora jascilo and last collage 1.0te.kintu kotha hosca or admission result kono College submit hoi nai ar karon ki?? Plz jodi boltean..
যে কলেজগুলোতে সে সিলেকশন দিয়েছিলো, সেখানে অন্য শিক্ষার্থীরা বেশী নম্বর পাওয়ার তারা নির্বাচিত হয়েছে। এবার অন্য কলেজ নির্বাচন করুন যেখানে শিক্ষার্থীর আগ্রহ কম। ধন্যবাদ।
29 tarike amar result alse rangpur govt. city college ta ami ekhon taragonj degree college vorti hobo ki korte hobe?
নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন দুটিই বাতিল হবে। আপনি আপনার কাঙ্খিত কলেজে পুনরায় আবেদন করে সিট নাও পেতে পারেন। তাই অভিজ্ঞ কারো সাথে পরামর্শ করে বিষয়টিতে সিদ্ধান্ত নিন।
পঞ্চম বারের মতো কি আবেদন দেওয়ার হবে না
পঞ্চম আবেদনের সুযোগ দেওয়া হবে বলে মনে হয় না। তবে আপনি বোর্ডের ভর্তি ওয়েবসাইট ও কোন একটি প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।
প্রথমবার আবেদনে যদি কলেজ না পাই তাহলে দ্বিতীয়বার কি আবার নতুন করে আবেদন করতে হবে। নাকি প্রথমবার যে আবেদন করেছি তাতেই হবে।
নতুন করে আবার কলেজ সিলেকশন দিতে হবে। এবার কলেজ সিলেকশন করতে আর আবেদ ফি দিতে হবে না। আপনি অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে পুনরায় কলেজ সিলেকশন করুন। ধন্যবাদ।
স্যার, কলেজে ভর্তির সময় আমাদের কি জন্মনিবন্ধন লাগবে???
লাগতে পারে। ইউনিক আইডির জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে। ধন্যবাদ।
ভর্তি রেজাল্টে যে কলেজ আসছে, সেটাতে ভর্তি না হয়ে যদি অন্য কলেজে ভর্তি হতে চাই তাহলে কী ২য় বার আবার আবেদন করতে হবে এবং ফি অ কী লাগবে?
নিশ্চায়ন করে ফেললে সে সুযোগ বোধ হয় নাই। আর নিশ্চায়ন না করে থাকলে দ্বিতীয়বার আবেদন করতে হবে। এবিষয়ে পরামর্শ নিতে একজন অভিজ্ঞ লোকের সাহায্য নিন। ধন্যবাদ।
আমরা অনেক শিক্ষার্থী এখনো কোনো কলেজে ভর্তি হতে পারি নাই,, ৪ র্থ বারে আবেদন এ কোনো কলেজ আসেনি,, তাই শেষ ভারের মতো এক বার আবেদন করার সুযোগ দিলে আমরা শিক্ষার্থীদের জন্য ভালো হতো, প্লিজ আরেক বারের মতো আবেদনের সুযোগ চায় প্লিজ,প্লিজ,প্লিজ।
আপনার আবেদন কর্তৃপক্ষ বিবেচনা করে দেখবেন আশা করি। ধন্যবাদ।
Vai jei sokol Students 1 subject a fail korse tader admission er bisoi bola hoise but ei bisoi kono likhito kagoj deya hoi nai ei bisoi jodi update janaten tahole valo hoto.
এবারে ভর্তিতে এমন সুযোগ আছে বলে মনে হয় না। পাশ করা শিক্ষার্থীরা কেবলমাত্র ভর্তি হতে পারবে। ধন্যবাদ।
ভর্তির রেজাল্টে যে কলেজ এসেছে তাতে ভুল করে মুক্তিযোদ্ধা কোটা চলে গিয়েছে এবং তাতে নির্বাচিতও হয়েছি।। কিন্তু কোন কোটা নেই।
এখন কি করা উচিত
এই কোটায় বৈধ কাগজপত্র না থাকলে ভর্তি হতে পারবেন না। বিষয়টি খুব জটিল। আপনি অভিজ্ঞ কারো সাহায্য নিন। অথবা ভর্তি ওয়েবসাইটের হেল্প লাইনে ফেন করে বিষয়টি জানান। ধন্যবাদ।
আমি কলেজ কনফার্ম করে ফেলেছি,,, কিন্তু আমি সেই কলেজে ভর্তি হতে চাই না,,, অন্য কলেজে ভর্তি হওয়া যাবে কি
খুব সম্ভবত কলেজ নিশ্চায়নের পর আর নতুন করে আবেদনের সুযোগ নেই। তবে অটোমাইগ্রেশনে একটা সুযোগ থাকতে পারে। ধন্যবাদ।
আমি পাঁচটি কলেজ নির্বাচন করেছিলাম,একটি কলেজ নিশ্চায়ন হয়েছে,পরে ২২৮ টাকা ফি জমা দিয়েছি,কিন্তু আমি এই কলেজে ভর্তি হব না,এখন মাইগ্রেশনের কোন উপাই আছে কি না?? বা নিশ্চায়ন বাতিল করা জাবে কি না
খুব সম্ভবত নিশ্চায়ন করলে আর ভর্তি আবেদনের সুযোগ নেই। তবে মাইগ্রেশন হলে উপরের দিকে যেতে পারে। আপনি এবিষয়ে একজন অভিজ্ঞ শিক্ষকের পরামর্শ নিন। ধন্যবাদ।
আমি ১ম ধাপেই একটা কলেজে সিলেকসন হইছি কিন্তু নিশ্চায়ন করি নি।আমি যদি ওই কলেজেই আমি ভর্তি হতে চাই তাহলে কি পুনরায় আবেদন করতে হবে।একটু তারাতারি রিপলে দিয়েন প্লিজ
নতুন করে আবারো আবেদন করতে হবে। তবে সেখানে সিট ফাঁকা না থাকলে সিলেকশন পাওয়ার সম্ভাবনা খুবই কম। এবিষয়ে আপনি অভিজ্ঞ কোন শিক্ষকের সাথে যোগাযোগ করুন। তাঁর কাছ থেকে পরামর্শ নিন।
মাইরগ্রেশন কয়বার হবে
প্লিজ তারাতারি বলেন
শেষ মাইগ্রেশন ১৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। আর কোন মাইগ্রেশন নেই। ধন্যবাদ।
Class monthly koydin
শিক্ষা প্রতিষ্ঠান খুললে এটা বলা যাবে। ধন্যবাদ।
আমি ১এবং২য় আবেদনে দুইটাতে একই কলেজে চান্স পেয়েছি কিন্তু কনর্ফাম করিনি।এখন কি কোনো উপায় আছে?
কলেজ নিশ্চায়ন না করলে, কলেজ সিলেকশন বাতিল হবে। এখন আর আবেদনের সুযোগ নেই। তবে মান্যুয়ালি ভর্তির যদি সুযোগ দেয় তাহলে সিট ফা৭কা থাকা কলেজে ভর্তির সুযোগ থাকতে পারে। ধন্যবাদ।
আমি প্রথম চয়েস এ একটি কলেজে চানস পাইছি এবং নিচিয়ন করেছি।কিনতু মাইগেশন এর মাধ্যমে অন্য কলেজ আচছে। কিন্তু আমি ওই কলেজে জেতে চাইনা।আমি যে কলেজে নিচিয়ন করছি সেই কলেজে থাকতে চাই। আমি কি ভত্তি হতে পারবো সেই কলেজে।
ফাইনালি যে কলেজে মাইগ্রেশনের হয়েছে, সে কলেজে ভর্তি হতে হবে। এর বিকল্প আছে বলে মনে হয়না। তার পরেও প্রতিষ্ঠান প্রধানের সাধে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ।
কলেজে ভর্তি আবেদন করা হলো
আমি ঠাকুরগাঁও সদর উপজেলা মধ্যে আখানগর বিএম এ ভর্তি আবেদন করা হলো
স্যার ম্যনুয়াল সিস্টেম কি দেয়া হবে
বোর্ড যদি নতুন করে ভর্তি সুযোগ দেয়, তাহলে বোর্ড বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি হতে পারবেন। ধন্যবাদ।
স্যার এইটা কি নিয়ম আবেদনের জন্য আমাদের কাছ থেকে ২৫০, টাকা নেয়া হয় আবার নিশ্চনের জন্য ৩০০ টাকা নেয়া হয়,,কেন, কলেজে ব্যাবসা শুরু করচে, এইটার কি কোনো বিচার পাব না, চাইলে আমি,,ঠিকানা লিকে দিতে পারি
এ বিষয়ে আপনার উপজেলার প্রশাসনের কাছি লিখিত অভিযোগ দিতে পারেন। ধন্যবাদ।
Sir আমি ৪র্থ দফায় আবেদন করতে পারিনি আমার মা অসুস্থ ছিলেন ওনাকে নিয়ে অনেক সমস্যা ছিলাম।
আমি কি এখন আর কোনো ভাবে ভর্তির সুযোগ পবনা।
আমি পড়াশোনা করতে চাই এখন কিভাবে ভর্তি হব ভেবে পাচ্ছি না।
বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।
আমি তৃতীয় দফায় আবেদন করছিলাম কিন্তু নিশ্চয়ন করে নি!এখনকি ম্যানুললি যে কলেজে নাম এসেছিল ঐ কলেজে ভর্তি হতে পারব?
ভর্তি নিশ্চায়ন না করলে কলেজ সিলেকশন বাতিল হবে। এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা বোর্ডের যোগাযোগ করুন।
কোনোভাবে কি আর ভর্তির সুযোগ নাই ভাই
বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখুন।
Amr akta question silo….ami college confirm korsilam….kintu vortir date silo 8 trik porjonto …ami 9 tarik gesilm ….tai vorti hote pari ni ..sir bollo j website bondho….akhn ami ki krbo? Amr ki 1 year loss jabe?naki r akta chance dibe vorti hote? Plzz bolenn…ami khub dispersion e asi
কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগ করে দেখুন।
2018 Shale ssc porikkhatri 2022 a open University chara r kono vhabe ki vorti hote parbe???plz ak2 janaben plz…
২০১৯ সালের আগের কোন এসএসসি সমমান পরীক্ষা পাশ করা শিক্ষার্থী, ২০২২ সালে এইচএসসিতে ভর্তি হতে পারবে না বলে বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। প্রয়োজনে বিজ্ঞপ্তি পড়ে দেখুন।
Sir 5 th admission এর সুযোগ দিন
এখনো এবিষয়ে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
আমি ২০১২ সালে এস এস সি দিয়েছি।কিন্তু বিশেষ কারণে আমি একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারে নি।এখন আমি একাদশ শ্রেণিতে ভর্তি হতে চাই। কিন্তু ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে না হওয়ার কারণে ভর্তি হতে পারছি না।এখন আমি কিভাবে ভর্তি হবো বা আমার পড়াশোনার উপায় কী?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে সাধারণ বোর্ডে আর ভর্তি হতে পারবে না।
আমি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছি এবং দাখিল পরিক্ষা দিয়েছি মাদ্রাসা থেকে এখন আমি কি ৫ম ধাপের আবেদন করে মাদ্রাসায় আলিম ১ম বর্ষে ভর্তি হতে পারি
না, দুই শিক্ষাপ্রতিষ্ঠানে একই সাথে ভর্তি হতে পারবেন না।
শরীয়পুর সরকারি কলেজে কত বছর গ্যাপে ফাস্ট ইয়ারে ভর্তি নেওয়া যায়
প্রশ্নটি বুঝতে পারিনি।
আমি SSC পাশ করেছি 2018 সালে আমি কি এখন শরীয়তপুর সরকারি কলেজে ভর্তি হতে পারব? ঐ কলেজে একবার ভর্তি হয়েছিলাম। কিন্তু রেজিস্ট্রেশন করতে পারিনি।
সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারা বিষয়টি সম্পর্কে সঠিক পরামর্শ দিতে পারবেন।
আচ্ছা এখন কি ভর্তি হওয়া যাবে
এটা আমরা বলতে পারছি না। আপনি বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।
এখন ভর্তির হওয়া যাবে ফাস্ট ইয়ার এ ? আমি ২০ সালে ssc দিসি
না, তবুও বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।
আসসালামু আলাইকুম
বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট পাওয়ার আগে কি ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে??
আবেদন করলে ও কি কোনো প্রবলেম হবে??
হ্যাঁ যাবে।
আমি সায়েন্স এ ভর্তির আবেদন করতে গিয়ে ৫টা কলেজ নির্বাচন করতে পারছি না , লিস্টে এ বিষয়ের ৫ কলেজ নাই এখন কি করবো ?
এটা হতে পারে না। আপনি হয়তো এমন কলেজ নির্বাচন করছেন যেখানের আপনার আবেদনের যোগ্যতা নেই।
যারা ১৫ ডিসেম্বরের আগে আবেদন করতে পারেনি তারা কি আর আবেদন করতে পারবে
২য় দফায় ভর্তি আবেদন করতে পারবেন।
আমি আবেদন করতে পারিনি কলেজে। তবে পলিটেকনিকেল এ আবেদন করেছি। আমি এক ফি দিয়ে ২টা আবেদন করতে পারব? আর ২য় ধাপের আবেদন কখন শুরু হবে?
পলিটেকনিক ও সাধারণ কলেজে আবেদন ফি পৃথকভাবে দিতে হবে। কলেজের দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে প্রথম পর্যায়ে ভর্তি রেজাল্টের পরে।
ইন্টার ভর্তি রেজাল্ট
১ম চয়েজের কলেজে আসছে।কিন্তু ওই কলেজে কোন কারনে ভরতি হবে না।এখন আবার আবেদন করলে ২য় কলেজ কে ১ম এ দিলে আসবে কি।বা এখন কি করা যায়।
নিশ্চায়ন না করলে বর্তমান কলেজ নির্বাচন বাতিল হয়ে যাবে। পুনরায় অনলাইনে আবেদন ফি দিয়ে আবেদন করতে হবে। তবে আপনার নতুন চয়েস কৃত কলেজ পাবেন-এমনটা নিশ্চিত করে বলা যাবে না।
১ম চয়েচের কলেজ আসছে।কিন্তু অটাতে add না হয়ে।আবার যদি ২য় চয়েচে রেখে আবেদন করা যায়।তাহলে কি আবার একই আসবে।
আমি দ্বিতীয় দফায় কলেজে ভর্তির আবেদন করেছি । কলেজ থেকে বলেছে আট তারিখে মোবাইলে এসএমএস আসবে । কিন্তু এখনও এসএমএস আসেনি ।
………………..………………………..
এখন কি করবো একটু বলবেন প্লীজ?
…..………………………………………
এসএমএস ছাড়া তো ভর্তি হতে পারব না।
কলেজের দ্বিতীয় দফার আবেদন ৯ তারিখ থেকে শুরু হয়েছে। পূর্বে আবেদন করলে তো ৮ তারিখের মধ্যে নিশ্চায়ন করার কথা।
বিজ্ঞান বিভাগ থেকে তৃতীয় মেরীটেও আমার চান্স হয় নাই আমার করণীয়। আমার রেজাল্ট ৪.৫৬
খুব সম্ভবত বেশী প্রতিযোগিতা হয় এমন কলেজ নির্বাচন করেছিলেন। বোর্ডের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করা ছাড়া অন্য কোন উপায় নাই।