BTEB Admission 2023: Polytechnic Diploma HSC BMT Vocational

BTEB Admission 2023 (Technical Education Board HSC BM Vocational Diploma): কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএমটি, ভোকেশনাল ডিপ্লোমা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কারিগরি ভর্তির ১ম পর্যায়ের অনলাইন আবেদন ৯-৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি রেজাল্ট ৭/৯/২০২৩ খ্রি. তারিখে।

BTEB HSC BM-Vocational Polytechnic Diploma Admission 2023-2024

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি সমমান বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ভোকেশনাল ও ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।

৮ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে, এইচএসসি সমমান বিএম-ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বরাবরের মত এবারেও, অনলাইনে কারিগরি বোর্ডের ভর্তি আবেদন গ্রহণ, প্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

অনলাইনে কারিগরির এইচএসসি (বিএম-ভোকেশনাল) ও ডিপ্লোমা কোর্স সমূহের ভর্তি আবেদন গ্রহণ শুরু হয় ৯ আগস্ট তারিখ হতে। আবেদন করা গেছে ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ১৬২/= টাকা।

কারিগরির অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ, ভর্তি রেজাল্ট প্রকাশ করার ঠিকানা: http://btebadmission.gov.bd/website/

আরো জানুন:

College Admission 2023: এইচএসসি ভর্তি রেজাল্ট ও নিশ্চয়ন সময়সূচি

কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি আবেদন রেজাল্ট ও ভর্তি নিশ্চায়ন সময়সূচি

কারিগরি বোর্ডের ডিপ্লোমা, বিএমটি এবং ভোকেশনাল ১ম পর্যায়ের ভর্তি আবেদন শুরু ৯ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ হতে।

কারিগরি ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ কার্যক্রম চলেছে ৩১ আগস্ট ২০২৩ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

১ম পর্যায়ের আবেদনকারীদের কারিগরির ভর্তি রেজাল্ট প্রকাশ করা হয়েছে ৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে। অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে ভর্তি রেজাল্ট দেখা যাচ্ছে।

১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ৭-১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও মেরিনে নিশ্চায়ন ফি ৩৯৫/= টাকা। টেক্সটাইল, এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিসারিজ ও লাইভস্টক কোর্সের নিশ্চায়ন ফি ২৩৮/= টাকা।

উপরোক্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি দিয়ে ভর্তি নিশ্চায়ন না করলে প্রতিষ্ঠান নির্বাচন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষার্থীরা চাইলে নতুন করে আবেদন ফি দিয়ে আবারো ভর্তি আবেদন করতে পারবে।

কারিগরি ভর্তির বিস্তারিত সময়সূচি দেখতে নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।

আরো পড়ুন:

কারিগরি (BTEB) ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি ২০২৩

HSC Admission 2023: কলেজে এইচএসসি ভর্তির আবেদন ২০২৩

এইচএসসি (বিএমটি ভোকেশনাল) পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কারিগরি বোর্ডের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তি প্রক্রিয়া চলছে।

সাথে ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে।

নিচের বিজ্ঞপ্তি থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কারিগরি ভর্তি আবেদন গ্রহণ, ভর্তি রেজাল্ট ও নিশ্চায়নের সময়সূচি দেখুন।

কারিগরি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪

কারিগরি বোর্ডের ২০২৩ সালের এইচএসসি (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা) কোর্সের ভর্তির আপডেট তথ্য পেলে, এই প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

কারিগরি ভর্তি আবেদন করতে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এইচএসসি-আলিম ভর্তি নীতিমালা প্রকাশ ২০২৩

BTEB Notice কারিগরি শিক্ষা বোর্ড নোটিশ (bteb.gov.bd)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ০৭/০৯/২০২৩ খ্রি. তারিখ ০৯:২৫ অপরাহ্ন।

“BTEB Admission 2023: Polytechnic Diploma HSC BMT Vocational”-এ 14-টি মন্তব্য

    • মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। এপ্রিল মাসে এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে। ধন্যবাদ।

  1. ভাই HSC Vocational এ একসাথে কয়টা কলেজ চয়েজ দেয়া যায়।
    আমি অনলাইনে আবেদন করেছি সেখানে শুধু কেন জানি ১টা কলেজ এই চয়েজ করা যাচ্ছে ।১টার বেশি যাচ্ছে না এটা কি এই রকমই নাকি শুধু আমার কোনো সমস্যা হ‌ইছে আবেদন করতে????
    প্লিজ বলবেন,!!!!

    জবাব
  2. ওয়েটিং এ রাখছে আমকে বুঝতেছি না কেনো
    আর আমি বুঝতেপারছি ১ম পর্যায় ২য় পর্যায় ৩য় পর্যায় টা কি !
    আমার অনেক ইচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে কমপ্লিট করব কিন্তু বুঝলাম না কি হলো এটা 😐😥

    জবাব

মন্তব্য করুন