BTEB Admission 2022 (Polytechnic Diploma HSC BMT Vocational)
BTEB Admission 2022 (Technical Education Board HSC BM Vocational Diploma): কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বিএমটি, ভোকেশনাল ডিপ্লোমা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কারিগরি ভর্তির অনলাইন আবেদন ১৩-২৭ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। ভর্তি রেজাল্ট ১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে।
BTEB HSC BM-Vocational, Polytechnic Diploma Admission 2022-2023
এক নজরে...
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি সমমান বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ভোকেশনাল ও ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
১১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে, এইচএসসি সমমান বিএম-ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বরাবরের মত এবারেও, অনলাইনে কারিগরি বোর্ডের ভর্তি আবেদন গ্রহণ, প্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্বাচন ও ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।
অনলাইনে কারিগরির এইচএসসি (বিএম-ভোকেশনাল) ও ডিপ্লোমা কোর্স সমূহের ভর্তি আবেদন গ্রহণ শুরু হয় ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ হতে।
কারিগরির অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ, ভর্তি রেজাল্ট প্রকাশ করার ঠিকানা: http://btebadmission.gov.bd
আরো জানুন:
College Admission 2022: এইচএসসি ভর্তি রেজাল্ট ও নিশ্চয়ন সময়সূচি
কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি আবেদন, রেজাল্ট ও ভর্তি নিশ্চায়ন সময়সূচি
কারিগরি বোর্ডের ডিপ্লোমা, বিএমটি এবং ভোকেশনাল ভর্তি আবেদন শুরু হয়েছে ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ হতে।
কারিগরি ভর্তির অনলাইন আবেদন ফরম পূরণ চলমান থাকবে ২৭ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
১ম পর্যায়ের আবেদনকারীদের কারিগরির ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে। অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে ভর্তি রেজাল্ট দেখা যাবে।
১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন করতে হবে ২ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে।
উপরোক্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি দিয়ে ভর্তি নিশ্চায়ন না করলে প্রতিষ্ঠান নির্বাচন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে শিক্ষার্থীরা চাইলে নতুন করে আবেদন ফি দিয়ে আবারো ভর্তি আবেদন করা যাবে।
২য় পর্যায়ের আবেদন চলবে ৬ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
২য় পর্যায়ের আবেদনের রেজাল্ট ও ১ম মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে ১১ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে।
কারিগরি ভর্তির বিস্তারিত সময়সূচি দেখতে নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।
আরো পড়ুন:
HSC Admission 2022 (XI Class): একাদশ শ্রেণিতে কলেজ ভর্তির সময়সূচি
এইচএসসি (বিএমটি, ভোকেশনাল), পলিটেকনিক ডিপ্লোমা ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে কারিগরি বোর্ডের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, কৃষি, ফিসারিজ, ফরেস্ট্রি, লাইভস্টক শিক্ষাক্রমে ভর্তি প্রক্রিয়া চলছে।
সাথে ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট এ্যান্ড টেকনোলজি), এইচ.এস.সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সে ভর্তি আবেদন গ্রহণ করা হচ্ছে।
নিচের বিজ্ঞপ্তি থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন গ্রহণ গ্রহণ, ভর্তি রেজাল্ট ও নিশ্চায়নের সময়সূচি দেখুন।
আমরা কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা) কোর্সের ভর্তির আপডেট তথ্য পেলে, এই প্রতিবেদনে তা যুক্ত করবো।
আরো দেখুন:
কারিগরি (BTEB) ভর্তি নিশ্চায়ন ফি প্রদান পদ্ধতি
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৪/১২/২০২২ খ্রি. তারিখ ০৯:৫০ অপরাহ্ন।
শিফট কোড এ কি দিবো
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শিফট আছে কীনা, তার খোঁজ নিন।
ভাই নতুন করে অনলাইনে আবেদন করা যাবে।
সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানে?
ajk ki bteb admission result 2022 diye dise??
কোন রেজাল্ট?
hsc pass korar por vorti hoar kono update asce ki?
মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। এপ্রিল মাসে এসব ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের কথা রয়েছে। ধন্যবাদ।
Akhon ki electrical vorti hoya jabe ki janaben
ভর্তির বিজ্ঞপ্তির সময়সূচি দেখুন।
ভাই HSC Vocational এ একসাথে কয়টা কলেজ চয়েজ দেয়া যায়।
আমি অনলাইনে আবেদন করেছি সেখানে শুধু কেন জানি ১টা কলেজ এই চয়েজ করা যাচ্ছে ।১টার বেশি যাচ্ছে না এটা কি এই রকমই নাকি শুধু আমার কোনো সমস্যা হইছে আবেদন করতে????
প্লিজ বলবেন,!!!!
কারিগরিতে ভর্তির আবেদনে কোনো ভুল হলে ঠিক করা যাবে কিনা? গেলে শেষ সময় কবে?
ওয়েটিং এ রাখছে আমকে বুঝতেছি না কেনো
আর আমি বুঝতেপারছি ১ম পর্যায় ২য় পর্যায় ৩য় পর্যায় টা কি !
আমার অনেক ইচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ে কমপ্লিট করব কিন্তু বুঝলাম না কি হলো এটা 😐😥