College Admission 2023: কলেজ ভর্তি ফলাফল ২৩ সেপ্টেম্বর

College Admission 2023-2024 (কলেজ ভর্তি আবেদন ২০২৩)

College Admission 2023: এইচএসসি একাদশ শ্রেনীর কলেজ ভর্তির ৩য় পর্যায়ের ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে ২০-২১ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত।

৩য় পর্যায়ের রেজাল্ট প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই কলেজ নিশ্চয়ন করতে হবে। নিশ্চায়ন ফি ৩৩৫/= টাকা।

College Admission 2023: কলেজ ভর্তি ফলাফল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন, আবেদন যাচাই-বাছাই, পছন্দক্রম পরিবর্তন ও নির্বাচিতদের ভর্তির ফল প্রকাশের সময়সূচি প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি ওয়েবসাইটে ৫ আগস্ট ২০২৩ খ্রি. তারিখে এইচএসসি একাদশের কলেজ ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

ভর্তি নীতিমালায়, ভর্তির অনলাইন আবেদনের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দফার ভর্তি ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

কলেজ ভর্তির ৩য় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়েছে ২০ থেকে ২১ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত। ভর্তি ফলাফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর তারিখে।

সবশেষ তৃতীয় ধাপের আবেদনে কলেজ সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর তারিখের মধ্যে।

নিচের অনুচ্ছেদে এইচএসসি ভর্তি আবেদন ও কলেজ ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন।

আরো জানুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল ২০২৩: রেজাল্ট দেখুন

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩: ভর্তি রেজাল্ট প্রকাশ

HSC Admission 2023: একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ২০২৩

কলেজ ভর্তির ৩য় দফার ভর্তি আবেদন ও ফলাফল প্রকাশের তারিখ

কলেজে ভর্তির জন্য অনলাইনে ৩য় দফার আবেদন গ্রহণ চলেছে ২০/০৯/২০২৩ থেকে ২১/০৯/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

একাদশ ভর্তির ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট ২৩ সেপ্টেম্বর খ্রি. তারিখ রাত ৮টার সময় প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস ও অনলাইনে ভর্তি ফল দেখা যাবে।

অনলাইন আবেদন ও ভর্তি ফল দেখার ঠিকানা: http://xiclassadmission.gov.bd/

৩য় দফার প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এইচএসসি ভর্তির কলেজ নিশ্চায়নের তারিখ

নিচের সময়সূচি অনুযায়ী এইচএসসির ৩য় দফার ভর্তির কলেজ নিশ্চয়ন করা যাবে।

৩য় ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

৩৩৫/ টাকা ফি দিয়ে কলেজ নিশ্চায়ন করতে হবে। কলেজ নিশ্চায়ন না করলে নির্বাচন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আর ভর্তি আবেদন করা যাবে না। কারণ নতুন করে আর ভর্তি আবেদন গ্রহণ  করা হবে না।

নির্বাচিত সকল শিক্ষার্থীতে কলেজে গিয়ে ভর্তি হতে হবে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর তারিখের মধ্যে। নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৮ অক্টোবর খ্রি. তারিখ থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

এইচএসসি-আলিম একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা 2023 (কলেজ-মাদ্রাসা)

কলেজের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া ও এর নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

BTEB Admission 2023 (HSC BM-Vocational, Diploma)

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২৩/০৯/২০২৩ খ্রি. তারিখ ১২:০৫ অপরাহ্ন।

22 Comments

  1. ভাইয়া আমি ২০২০ সালে SSC পাশ করে ২০২০ সালে কলেজে ভর্তি হয়েছি। মানে আমি ২০২২সালের HSC পরিক্ষার্থী। এখন জি. পি. এ. উন্নয়নের জন্য ২০২১ সালে এসএসসি মান উন্নয়ন পরীক্ষা দিয়েছি এখন আমি ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারব কি? জানাবেন plz

    1. 6th barer moto online application korar Kono sujog dawa hobe kina plzz janaben
      Ami 2018 te ssc pas korar por akta college aa vorti hoyecilam kintu r porar sujog hoine akhon ami Abar notun Kore vorti hote chaice Amar ki notun Kore application kora lagbe naki ??

  2. আস্সালামুআলাইকুম,,ভাইয়া আমার তৃতীয় পর্যায়ে আবেদন করা হয় নি,,আমার গ্রেড ৪.৪৪,, এখন কি চতুর্থ পর্যায়ের আবেদন আসার possibility ace কি,,,প্লিজ জানাবেন,,,

  3. স্যার একাদশ শেণীর ভর্তির তারিখ নতুন করে দেওয়া হয়েছে কি? যদি নতুন করে দেয়া হয়ে তাকে তাহলে যানাবেন প্লিজ। যদি সিট খালি তাকলে জানাবেন।

    1. ২ ও ৩ মার্চ চতুর্থ দফায় নির্বাচিতরা কলেজে ভর্তি হতে পারবেন। আর নতুন করে ভর্তি আবেদন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও ভর্তি ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

  4. চতুর্থ ধাপে যারা ভর্তি হতে ব্যার্থ হয়েছে তারা কি আর কোনো সুযোগ পাবে?
    নাকি তাদের লেখাপড়া এখানেই শেষ।

    1. বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারা আপনাকে এবিষয়ে সঠিক তথ্য দিতে পারবে। ধন্যবাদ।

  5. আসসালামু আলাইকুম ভাইয়া। আমি কম্পিউটার এর দোকানে ৫ম দফায় আবেদন করতে গিয়েছিলাম। আমার আবেদন গ্রহণ করা হয় নি। আমি আগে ১০ টি কলেজে আবেদন করে ১ টি কলেজে ভর্তিও হয়েছি। কিন্তু সেই কলেজ আমার বাড়ি থেকে অনেক দূরে হওয়ায়, এখন আমি এই কলেজ থেকে বের হয়ে অন্য কলেজে ভর্তি হতে চাই। সেকেত্রে আমার কি করা উচিত। আমি এসএসসিতে 4.11 পেয়েছি

    1. একবার ভর্তি হলে আর আবেদনের সুযোগ নেই। তবে বোর্ড থেকে পরবর্তীতে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন।

  6. ভাইয়া, আমি ২০১৮ সালে এসএসসি পাস করেছি এবং আমি একটি কলেজে ভর্তি হয়েছিলাম কিনতু কিছু সমস্যার কারনে পড়াশোনা চালিয়ে নিতে পারিনি। এখন আমি অন্য বোর্ডে কি পূনরায় ভর্তির জন্য আবেদন করতে পারব? দয়া করে জানাবেন।

    1. ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এটা বলা যাবে। বিজ্ঞপ্তিতে কি কি শর্ত থাকবে তা ভর্তি নীতিমালায় উল্লেখ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।