College Admission 2024: কলেজ ভর্তি ফলাফল ২৩ জুন

College XI Admission 2024: এইচএসসি একাদশ শ্রেনীর কলেজ ভর্তির ১ম পর্যায়ের ভর্তি আবেদন গ্রহণ করা হয়েছে ২৬ মে থেকে ১১ জুন জুন তারিখ পর্যন্ত।

১ম পর্যায়ের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে ২৩ জুন। ২৩ থেকে ২৯ জুন তারিখের মধ্যে অবশ্যই কলেজ নিশ্চয়ন করতে হবে। নিশ্চায়ন ফি ৩৩৫/= টাকা।

College XI Admission 2024: কলেজ একাদশের ভর্তি ফলাফল ২৩ জুন ২০২৪ তারিখে

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন, আবেদন যাচাই-বাছাই, পছন্দক্রম পরিবর্তন ও নির্বাচিতদের ভর্তির ফল প্রকাশের সময়সূচি প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি ওয়েবসাইটে এইচএসসি একাদশ শ্রেণির কলেজ ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

ভর্তি নীতিমালায়, ভর্তির অনলাইন আবেদনের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দফার ভর্তি ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

কলেজ ভর্তির ১ম পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়েছে ২৬ মে থেকে ১১ জুন তারিখ পর্যন্ত। ভর্তি ফলাফল প্রকাশ করা হবে ২৩ জুন তারিখে।

প্রথম ধাপের আবেদনে কলেজ সিলেকশন প্রাপ্ত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ২৩ থেকে ২৯ জুন তারিখের মধ্যে।

নিচের অনুচ্ছেদে এইচএসসি ভর্তি আবেদন ও কলেজ ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন।

আরো জানুন:

একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফলাফল ২০২৪: রেজাল্ট দেখুন

একাদশ শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪: ভর্তি রেজাল্ট দেখুন

HSC Admission 2024: একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি ২০২৪

কলেজ ভর্তির ১ম দফার ভর্তি আবেদন ও ফলাফল প্রকাশের তারিখ

কলেজে ভর্তির জন্য অনলাইনে ১ম দফার আবেদন গ্রহণ চলেছে ২৬/০৫/২০২৪ থেকে ১১/০৬/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত।

একাদশ ভর্তির ১ম পর্যায়ের ভর্তি রেজাল্ট ২৩ জুন খ্রি. তারিখ রাত ৮টার সময় প্রকাশ করা হবে। মোবাইল এসএমএস ও অনলাইনে ভর্তি ফল দেখা যাবে।

অনলাইন আবেদন ও ভর্তি ফল দেখার ঠিকানা: https://global.xiclassadmission.gov.bd/home/public/dashboard

১ম দফার প্রকাশিত ভর্তি রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এইচএসসি ভর্তির কলেজ নিশ্চায়নের তারিখ

নিচের সময়সূচি অনুযায়ী এইচএসসির ১ম দফার ভর্তির কলেজ নিশ্চয়ন করা যাবে।

১ম ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ২৩ থেকে ২৯ জুন ২০২৪ খ্রি. তারিখের মধ্যে।

৩৩৫/ টাকা ফি দিয়ে কলেজ নিশ্চায়ন করতে হবে। কলেজ নিশ্চায়ন না করলে নির্বাচন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আবারো ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।

নির্বাচিত সকল শিক্ষার্থীতে কলেজে গিয়ে ভর্তি হতে হবে ১৫ থেকে ২৫ জুলাই তারিখের মধ্যে। নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৩০ জুলাই তারিখ থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

কলেজের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া ও এর নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ২০/০৬/২০২৪ খ্রি. তারিখ ১২:৩২ অপরাহ্ন।

“College Admission 2024: কলেজ ভর্তি ফলাফল ২৩ জুন”-এ 24-টি মন্তব্য

  1. ভাইয়া আমি ২০২০ সালে SSC পাশ করে ২০২০ সালে কলেজে ভর্তি হয়েছি। মানে আমি ২০২২সালের HSC পরিক্ষার্থী। এখন জি. পি. এ. উন্নয়নের জন্য ২০২১ সালে এসএসসি মান উন্নয়ন পরীক্ষা দিয়েছি এখন আমি ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারব কি? জানাবেন plz

    জবাব
  2. আস্সালামুআলাইকুম,,ভাইয়া আমার তৃতীয় পর্যায়ে আবেদন করা হয় নি,,আমার গ্রেড ৪.৪৪,, এখন কি চতুর্থ পর্যায়ের আবেদন আসার possibility ace কি,,,প্লিজ জানাবেন,,,

    জবাব
  3. স্যার একাদশ শেণীর ভর্তির তারিখ নতুন করে দেওয়া হয়েছে কি? যদি নতুন করে দেয়া হয়ে তাকে তাহলে যানাবেন প্লিজ। যদি সিট খালি তাকলে জানাবেন।

    জবাব
    • ২ ও ৩ মার্চ চতুর্থ দফায় নির্বাচিতরা কলেজে ভর্তি হতে পারবেন। আর নতুন করে ভর্তি আবেদন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও ভর্তি ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

  4. আসসালামু আলাইকুম ভাইয়া। আমি কম্পিউটার এর দোকানে ৫ম দফায় আবেদন করতে গিয়েছিলাম। আমার আবেদন গ্রহণ করা হয় নি। আমি আগে ১০ টি কলেজে আবেদন করে ১ টি কলেজে ভর্তিও হয়েছি। কিন্তু সেই কলেজ আমার বাড়ি থেকে অনেক দূরে হওয়ায়, এখন আমি এই কলেজ থেকে বের হয়ে অন্য কলেজে ভর্তি হতে চাই। সেকেত্রে আমার কি করা উচিত। আমি এসএসসিতে 4.11 পেয়েছি

    জবাব
    • একবার ভর্তি হলে আর আবেদনের সুযোগ নেই। তবে বোর্ড থেকে পরবর্তীতে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন।

  5. ভাইয়া, আমি ২০১৮ সালে এসএসসি পাস করেছি এবং আমি একটি কলেজে ভর্তি হয়েছিলাম কিনতু কিছু সমস্যার কারনে পড়াশোনা চালিয়ে নিতে পারিনি। এখন আমি অন্য বোর্ডে কি পূনরায় ভর্তির জন্য আবেদন করতে পারব? দয়া করে জানাবেন।

    জবাব

মন্তব্য করুন