College Admission 2022: এইচএসসি ভর্তি রেজাল্ট ও নিশ্চায়ন

College Admission 2022: এইচএসসি ভর্তির ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হবে।

৩য় পর্যায়ের রেজাল্ট প্রকাশের পর, ১৯ থেকে ২০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে অবশ্যই কলেজ নিশ্চয়ন করতে হবে। নিশ্চায়ন ফি ৩২৮/= টাকা।

College Admission 2022-2023: এইচএসসি ভর্তি রেজাল্ট ও কলেজ নিশ্চায়ন সময়সূচি (তারিখ)

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি আবেদন, আবেদন যাচাই-বাছাই, পছন্দক্রম পরিবর্তন ও নির্বাচিতদের ভর্তির ফল প্রকাশের সময়সূচি প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি ওয়েবসাইটে ৭ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে এইচএসসি একাদশের কলেজ ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে।

ভর্তি নীতিমালায়, ভর্তির অনলাইন আবেদনের সুনির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেছে। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন দফার ভর্তি ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে।

এখন চলছে একাদশের সবশেষ তৃতীয় পর্যায়ের ভর্তি প্রক্রিয়ার কার্যক্রম। তৃতীয় পর্যায়ের ভর্তি ফলাফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি তারিখে। কলেজ নিশ্চায়ন করতে হবে ১৯-২০ জানুয়ারি তারিখের মধ্যে।

নিচের অনুচ্ছেদে একাদশ ভর্তি রেজাল্ট ও ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন।

আরো জানুন:

HSC Admission 2022: একাদশ শ্রেণিতে কলেজ ভর্তি রেজাল্ট ২০২২

কলেজ ভর্তির ৩য় দফার রেজাল্ট ও ২য় মাইগ্রেশন ফলাফল প্রকাশের সময়সূচি

কলেজে ভর্তির জন্য অনলাইনে ৩য় দফার আবেদন গ্রহণ চলছে ০১৫/০১/২০২৩ থেকে ১৬/০১/২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

একাদশ ভর্তির ৩য় পর্যায়ের ভর্তি রেজাল্ট ১৮ জানুয়ারি খ্রি. তারিখ বুধবার রাত ৮টার সময় প্রকাশ করা হবে। একই দিন ও তারিখে ২য় মাইগ্রেশনের কলেজ পরিবর্তনের ভর্তি রেজাল্ট প্রকাশ করা হবে।

৩য় দফার ভর্তি রেজাল্ট ও ২য় মাইগ্রেশনের ভর্তি ফলাফল দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

২০২২ সালের এইচএসসি ভর্তির কলেজ নিশ্চায়নের সময়সূচি

নিচের সময়সূচি অনুযায়ী এইচএসসির ৩য় দফার ভর্তির কলেজ নিশ্চয়ন করা যাবে।

৩য় ধাপের নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে ১৯-২০ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখের মধ্যে।

৩২৮/ টাকা ফি দিয়ে কলেজ নিশ্চায়ন করতে হবে। কলেজ নিশ্চায়ন না করলে নির্বাচন বাতিল হয়ে যাবে। পরবর্তীতে আবারো ফি দিয়ে ভর্তি আবেদন করতে হবে।

নির্বাচিত সকল শিক্ষার্থীতে কলেজে গিয়ে ভর্তি হতে হবে ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি তারিখের মধ্যে। নতুন ভর্তিকৃত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ০১/০২/২০২২ খ্রি. তারিখ থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।

একাদশ শ্রেণির ভর্তি নিশ্চায়ন ও বোর্ড রেজিস্ট্রেশন যাচাই পদ্ধতি

এইচএসসি-আলিম একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা 2022 (কলেজ-মাদ্রাসা)

কলেজের এইচএসসি একাদশের ভর্তির সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানুন নিচের ভর্তি বিজ্ঞপ্তি থেকে।

এইচএসসি একাদশ শ্রেণির ভর্তির সময়সূচি ২০২২সতর্কতা: একাদশের ভর্তির সময়সূচি সম্পর্কে উপরের ছবিতে যুক্ত তারিখ সমূহ ভালোভাবে লক্ষ্য করুন। প্রয়োজনে ভর্তির সময়সূচির কপি নিজ সংগ্রহে রাখুন।

কলেজের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া ও এর নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

BTEB Admission 2022 (HSC BM-Vocational, Diploma)

তথ্যসূত্র-

শিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ১৬/০১/২০২৩ খ্রি. তারিখ ১১:২৫ অপরাহ্ন।

22 Comments

  1. Sabbir Ahmed বলেছেন:

    ভাইয়া আমি ২০২০ সালে SSC পাশ করে ২০২০ সালে কলেজে ভর্তি হয়েছি। মানে আমি ২০২২সালের HSC পরিক্ষার্থী। এখন জি. পি. এ. উন্নয়নের জন্য ২০২১ সালে এসএসসি মান উন্নয়ন পরীক্ষা দিয়েছি এখন আমি ২০২২ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারব কি? জানাবেন plz

    1. বিষয়টি বেশ জটিল। আপনি আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  2. Md.Nur alom বলেছেন:

    এইচএসসি বিএম থেকে এ বছর পরীক্ষা দিয়েছি এই পরীক্ষার রেজাল্ট কবে

    1. এইচএসসি পরীক্ষার সাথে বিএম, ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়।

    2. Lamia বলেছেন:

      6th barer moto online application korar Kono sujog dawa hobe kina plzz janaben
      Ami 2018 te ssc pas korar por akta college aa vorti hoyecilam kintu r porar sujog hoine akhon ami Abar notun Kore vorti hote chaice Amar ki notun Kore application kora lagbe naki ??

    3. বোধ হয় আর সুযোগ নেই। তবুও অপেক্ষা করে দেখতে পারেন। এছাড়া বোর্ডে যোগাযোগ করে দেখতে পারেন।

  3. SAIFUL ISLAM বলেছেন:

    আস্সালামুআলাইকুম,,ভাইয়া আমার তৃতীয় পর্যায়ে আবেদন করা হয় নি,,আমার গ্রেড ৪.৪৪,, এখন কি চতুর্থ পর্যায়ের আবেদন আসার possibility ace কি,,,প্লিজ জানাবেন,,,

    1. যদি বোর্ডগুলো এবিষয়ে নতুন কোন সিদ্ধান্ত নেয় তাহলে জানানোর চেষ্টা করবো। ধন্যবাদ।

  4. promi das বলেছেন:

    স্যার একাদশ শেণীর ভর্তির তারিখ নতুন করে দেওয়া হয়েছে কি? যদি নতুন করে দেয়া হয়ে তাকে তাহলে যানাবেন প্লিজ। যদি সিট খালি তাকলে জানাবেন।

    1. ২ ও ৩ মার্চ চতুর্থ দফায় নির্বাচিতরা কলেজে ভর্তি হতে পারবেন। আর নতুন করে ভর্তি আবেদন শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও ভর্তি ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।

  5. Jaber Ahmed বলেছেন:

    চতুর্থ ধাপে যারা ভর্তি হতে ব্যার্থ হয়েছে তারা কি আর কোনো সুযোগ পাবে?
    নাকি তাদের লেখাপড়া এখানেই শেষ।

    1. বোর্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারা আপনাকে এবিষয়ে সঠিক তথ্য দিতে পারবে। ধন্যবাদ।

  6. Sany Akther Eva বলেছেন:

    আসসালামু আলাইকুম ভাইয়া। আমি কম্পিউটার এর দোকানে ৫ম দফায় আবেদন করতে গিয়েছিলাম। আমার আবেদন গ্রহণ করা হয় নি। আমি আগে ১০ টি কলেজে আবেদন করে ১ টি কলেজে ভর্তিও হয়েছি। কিন্তু সেই কলেজ আমার বাড়ি থেকে অনেক দূরে হওয়ায়, এখন আমি এই কলেজ থেকে বের হয়ে অন্য কলেজে ভর্তি হতে চাই। সেকেত্রে আমার কি করা উচিত। আমি এসএসসিতে 4.11 পেয়েছি

    1. একবার ভর্তি হলে আর আবেদনের সুযোগ নেই। তবে বোর্ড থেকে পরবর্তীতে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন।

  7. Sowkot বলেছেন:

    Assalamualaikum. 1st phase a conform korecilam. Kintu karonbosoto akono vorti hote pari ni. Akon ki korbo?

    1. শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  8. Abul Bashar বলেছেন:

    2021-2022 সিজনে আবেদন করা আছে ভর্তি হয়নি রেজিস্ট্রেশন হব

  9. Abul Bashar বলেছেন:

    2021-2022 সিজনে আবেদন করা আছে ভর্তি হয়নি রেজিস্ট্রেশন হবে

    1. ভর্তি না হল রেজিস্ট্রেশন হবে কি করে। আপনি একটি কলেজে যোগাযোগ করে দেখুন।

  10. Nayeem Arman বলেছেন:

    ভাইয়া, আমি ২০১৮ সালে এসএসসি পাস করেছি এবং আমি একটি কলেজে ভর্তি হয়েছিলাম কিনতু কিছু সমস্যার কারনে পড়াশোনা চালিয়ে নিতে পারিনি। এখন আমি অন্য বোর্ডে কি পূনরায় ভর্তির জন্য আবেদন করতে পারব? দয়া করে জানাবেন।

    1. ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে এটা বলা যাবে। বিজ্ঞপ্তিতে কি কি শর্ত থাকবে তা ভর্তি নীতিমালায় উল্লেখ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

twenty + one =