জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
লক্ষ্য করুন: এরই মধ্যে স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রতিবেদন থেকে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এর সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা
করোনার নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রণ সংক্রমণ বেড়ে যাওয়ায়, আবারো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে স্কুল-কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়।
২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত দেশের স্কুল-কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের প্রজ্ঞাপনে, বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।
মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের নির্দেশনা মেনে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি (শুক্রবার) জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যায়ের সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এসব পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে, এসব তথ্য জানানো হয়।
এবিষয়ে বিস্তারিত জানুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশ থেকে।
আরো জানুন:
ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি: জাতীয় বিশ্ববিদ্যালয়
স্কুল কলেজ বন্ধের নোটিশ: ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে, ইউজিসির চিঠি
কোভিড-১৯ বিস্তার রোধকল্পে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সহ জনসাধারনকে যে সব বিধি-নিষেধ মানতে হবে
মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সমপর্যায়ের প্রতিষ্ঠান বন্ধ সহ আরো কিছু বিধি-নিষেধ আরো করা হয়েছে।
বিধি-নিষেধগুলো হলো-
সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে।
সরকারি/বেসরকারি অফিস, শিল্প-কারখানাগুলোতে কর্মকর্তা বা কর্মচারীদের টিকা সনদ গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দায়িত্ব বহন করবেন।
বাজার, শপিং মল, মসজিদ, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশনসহ সব ধরনের জনসমাবেশে মাস্ক ব্যবহারসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
এবিষয়ে বিস্তারিত জানুন নিচের প্রজ্ঞাপন থেকে।
সতর্কতা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠানের বিষয়ের তথ্য জানতে, বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রতিনিয়ত চোখ রাখুন। দিনে অন্তত একবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে আপডেট তথ্য জানুন।
আরো দেখুন:
কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ২৫/০১/২০২২ খ্রি. তারিখ ১১:৫২।