২০২৩ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিকের এই নিয়োগ সার্কুলার রাজশাহী, খুলনা ও মনমনসিংহ বিভাগের জন্য প্রযোজ্য হবে।
এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন গ্রহণ চলবে ৩০ মার্চ থেকে ১৪ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। আবেদন ফি ২২০/= টাকা।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [রাজশাহী খুলনা মনমনসিংহ বিভাগ]
দেশের আরো তিন বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২২ মার্চ ২০২৩ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে, প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় দফায় রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্বখাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম গ্রেডে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা হিসাবে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণিতে বা সমমান সিজিপিএ সহ স্নাতক পাস হতে হবে।
তিন বিভাগের প্রাথমিকের শিক্ষক নিয়োগ আবেদন শুরু হয়েছে ৩০ মার্চ তারিখ থেকে। আবেদন করা যাবে ১৪ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।
অনলাইনে আবেদনের ঠিকানা: http://dpe.teletalk.com.bd/
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রার্থীর বয়স
প্রাথমিক নিয়োগে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে থাকতে হবে।
তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছিলেন, তাঁরাও এবারের প্রাথমিক নিয়োগে আবেদন করতে পারবেন।
চাকুরীর আবেদনের বয়স বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন দেখুন।
চাকরির বয়স বৃদ্ধি সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন ২০২২
প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা (২২ ডিসেম্বর ২০২২ সংশোধিত)
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের যোগ্যতা [নারী/পুরুষ]
নারী-পূরুষ উভয়ের জন্য একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের স্নাতক বা স্নাতক (সম্মান) অথবা সমমানের ডিগ্রি। (8 স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮ সিজিপিএ)।
প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলার ২০২৩ [Primary Job Circular pdf 2023]
প্রাইমারি স্কুলের নিয়োগ সার্কুলারে আবেদনের নিয়ম ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। নিয়োগের আবেদনের করার আগে নিচের যুক্ত সার্কুলার ভালোভাবে পড়ে নিন।
২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরো জানতে লিখুন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ pdf [ রংপুর বরিশাল সিলেট]
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি)
তথ্যসূত্র-
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।