Home » ডিপিই সংবাদ » প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন ও তারিখ ২০২৩

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন ও তারিখ ২০২৩

প্রাথমিক ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা ২০২৩

২০২৩ সালের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের শেষের দিকে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাইমারি স্কুলের বৃত্তির পরীক্ষার সিলেবাস প্রশ্নের কাঠামো বা মান বন্টন ও পরীক্ষা অনুষ্ঠানের তারিখ সম্পর্কে বিস্তারিত জানুন।

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস, প্রশ্নের মানবন্টন ও তারিখ ২০২৩

২০২৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত না হলেও, প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে প্রেরিত বিজ্ঞপ্তিতে, প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত বছরের মত এবারও বছরের শেষে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকের বৃত্তি পরীক্ষার প্রতিটি বিষয়ের প্রশ্নের মানবন্টন নির্ধারণ করা হয়েছে গত বছরের মত।

আরো জানুন:

প্রাথমিক বিদ্যালয়ের মূল্যায়ন নিয়ম নির্দেশিকা ২০২৩ (১ম-৫ম শ্রেণি)

প্রাথমিক ক্লাস রুটিন ২০২৩ (১ম-৫ম শ্রেণির নতুন ক্লাস রুটিন)

প্রাথমিক বিদ্যালয় থেকে ৬৫% কোটায় প্রধান শিক্ষক পদে পদোন্নতি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে

দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের ২০২৩ সালের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। গতবারের মত এবারও কেবলমাত্র উপজেলা সদরে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য ২০২২ সালের বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিলে। এদিন সকাল ১০টা হতে বেলা ১২টা পর্যন্ত ২ঘন্টা সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

২০২৩ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয় ও পরীক্ষার নম্বর

প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৪টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। বিষযগুলো হলে- বাংলা, ইংরেজী, গণিত ও বিজ্ঞান।

মোট চারটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের পরীক্ষা দুই ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রতিটি বিষয় থেকে ১৫ টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্নের প্রতিটির মান ১ নম্বর আর রচনামূলকে ১০ নম্বর থাকবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস ২০২৩: প্রশ্নের কাঠামো ও মান বন্টন

শিক্ষার্থীকে প্রশ্নপত্র সম্বলিত বুকলেট সরবরাহ করা হবে। বুকলেট এর নির্ধারিত জায়গায় টিক চিহ্ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে লিখে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। পৃথকভাবে উত্তরপত্র সরবরাহ করা হবে না।

বাংলা, প্রাথমিক গণিত, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান এই চারটি বিষয়ের প্রতিটির জন্য ২৫ নম্বর করে সর্বমোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতি বিষয়ে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে যার প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। প্রতি প্রশ্নের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিতে হবে।

সঠিক উত্তর নির্বাচনে একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া যাবেনা। একাধিক অপশনে টিক চিহ্ন দেওয়া হলে এ প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর প্রদান করা হবে না।

বাংলা বিষয়ে দুইটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। দুইটি অনুচ্ছেদ থেকে ৪টি করে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে এবং অপর ৭টি বহুনির্বাচনী প্রশ্ন সমগ্র পাঠ্যপুস্তক হতে থাকবে । একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০ ।

গণিত বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

ইংরেজি বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে হবে। যার মান ১০ নম্বর।

প্রাথমিক বিজ্ঞান বিষয়ে সমগ্র পাঠ্যপুস্তক হতে ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। দুটি রচনামূলক প্রশ্ন থাকবে। প্রতিটির মান ৫ নম্বর করে মোট ১০ নম্বর।

এ বিষয়ে প্রাথমিক অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৩ এর প্রশ্নের মান বন্টন

বাষিক পরীক্ষায় ফলাফল যেসব শিক্ষার্থী এগিয়ে থাকবে তাদের মধ্যে, ১০% থেকে ২৫% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে বৃত্তি পরীক্ষা নেয়া হবে। এই পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের প্রাথমিকের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার সিলেবাস সংক্রান্ত কোন তথ্য জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি)

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালা (২২ ডিসেম্বর ২০২২ সংশোধিত)

Primary and Mass Education Ministry Notice (mopme.gov.bd)

তথ্যসূত্র-

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

11 Comments

    1. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর চেয়ে বেশি তথ্য সরবরাহ করেনি। আমরা এই বিষয়ে নতুন তথ্য পেলে এই প্রতিবেদনে যুক্ত করবো।

  1. প্রাথমিক বৃত্তি পরিক্ষা ২০২৩ এর সিলেবাস আছে কি।।
    থাকলে, যদি দেন তাহলে অনেক উপকৃত হব।

    1. প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিষয় ও প্রশ্নের মানবন্টন প্রতিবেদনে উল্লেখ করা আছে। এটাই সিলেবাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।