Home » ডিপিই সংবাদ » Primary and Mass Education Ministry Notice (mopme.gov.bd)

Primary and Mass Education Ministry Notice (mopme.gov.bd)

Primary and Mass Education Ministry Notice Board

Primary and Mass Education Ministry notice, gazette, office order, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোটিশ দেখুন mopme.gov.bd ওয়েবসাইটে।

Ministry of Primary and Mass Education Notice, gazette, office order

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের প্রাথমিক শিক্ষার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। কয়েকটি দপ্তর ও অধিদপ্তর মিলে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট কার্যকলাপ পরিচালনা করে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, পদোন্নতি, বদলী সহ নানাবিধ কার্যাবলী সম্পাদন করে মন্ত্রণালয়টি।

মন্ত্রণালয় তার প্রতিদিনের গৃহিত সিদ্ধান্ত ও কার্যাবলীর তথ্য, মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশ করে। দেশ-বিদেশের যে কোন স্থান থেকে অনলাইনে প্রাথমিক শিক্ষার যাবতীয় তথ্য পাওয়া যায়।

এই প্রতিবেদনে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর ওয়েবসাইট হতে কীভাবে তথ্য পাওয়া যাবে, তার সচিত্র নির্দেশনা পাওয়া যাবে।

মন্ত্রণালয় ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে সম্প্রতি প্রকাশিত নোটিশ, অফিস অর্ডার, গেজেট ইত্যাদি দেখা ও সংরক্ষণের জন্য লেখাটি মনোযোগ সহকারে পড়ুন।

প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর দপ্তর ও অধিদপ্তর সমূহের নাম, পরিচিত ও ওয়েবসাইটের ঠিকানা জানুন।

Ministry of Primary and Mass Education: এক নজরে

মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ ও পাঁচটি দপ্তর-অধিদপ্তর পরিচালিত হয়। মূলত মাঠ পর্যায়ের যাবতীয় কার্যাবলী মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অধিদপ্তর সমূহ পরিচালনা করলেও, নীতি নির্ধারণ, অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা করে মন্ত্রণালয়টি।

নিচে মন্ত্রণালয়, অধিদপ্তর সমূহের নাম ও ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো-

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: https://mopme.gov.bd

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর: www.dpe.gov.bd

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ):  www.nape.gov.bd

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো: www.bnfe.gov.bd

শিশু কল্যাণ ট্রাস্ট: www.skt.gov.bd

বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবিক্ষণ ইউনিট: www.cpeimu.gov.bd

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রিত উপরোক্ত প্রতিষ্ঠান থেকে, প্রাথমিক ও গণশিক্ষার যাবতীয় তথ্য অনলাইনে পাওয়া যাবে।

মন্ত্রণালয় এর অফিসিয়াল ওয়েবসাইট হতে, প্রয়োজনীয় তথ্য ও নোটিশ দেখতে নিচের নির্দেশনা অনুসরণ করুন।

আরো পড়ুন: Primary Teacher News Update: DPE Notice Office Order Gazette

Primary and Mass Education Ministry Notice Board : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নোটিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত নোটিশ, অফিস আদেশ, প্রজ্ঞাপন ইত্যাদি অনলাইনে দেখতে এর ওয়েবসাইটে যেতে হবে।

ইন্টারনেট যুক্ত মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রোম হলে ভাল হয়। তবে যে কোন ব্রাউজার হলেও চলবে।

এবার ব্রাউজারের অ্যাড্রেসবারে, https://mopme.gov.bd ঠিকানা টাইপ করে তা ব্রাউজ করুন। কয়েক সেকেন্ডের মধ্যে হোমপেজ ওপেন হবে।

আপনি নিশ্চয় মন্ত্রণালয় এর ওয়েবসাইটের হোমপেজে অবস্থান করছেন। হোমপেজে নিচের ছবির মত নোটিশ বোর্ড লেখা অংশটি দেখুন। এটা হোমপেজের প্রথম দিকে পেয়ে যাবেন।
Primary Education Ministry BD Notice Board

আশা করি উপরের ছবির মত ওয়েবসাইটের নোটিশ বোর্ড খুঁজে পেয়েছেন। লক্ষ্য করুন, এখানে কতকগুলো সম্প্রতি প্রকাশিত নোটিশ শিরোনাম দেখা যাচ্ছে।

মন্ত্রণালয়ের সকল দাপ্তরিক সিদ্ধান্তের নোটিশ এখানে প্রকাশ করা হয়। সাধারণত ৫টির মত সাম্প্রতিক নোটিশ দেখা যায়।

তবে পূর্বে প্রকাশিত বা সকল নোটিশ একসাথে দেখতে, নোটিশ বোর্ডের ডানদিকে সকল লেখা লিংকটির উপর ক্লিক করুন। পরবর্তী পাতায় দিন ও তারিখের সময়ানুক্রমে সকল নোটিশ দেখা যাবে।

হোমপেজের নোটিশ দেখতে চাইলে, শিরোনামের উপর ক্লিক করুন। আর নোটিশ পাতার নোটিশ দেখতে, ডানের PDF লেখা আইকনে ক্লিক করুন। কিছু সময়ের মধ্যে ব্রাউজারে পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন।

Ministry of Primary and Mass Education Recent News

মন্ত্রণালয় প্রকাশিত সাম্প্রতিক খবরা-খবর পাওয়া যাবে, নোটিশ বোর্ডের ঠিক নিচে খবর লেখা অংশে। হোমপেজে উপরের ছবির মত অংশে  ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, একটি করে খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে।

কাঙ্খিত খবর শিরোনাম দেখামাত্রই এর লিংকে ক্লিক করুন। আর সকল খবর একসাথে দেখতে খবর অংশের ডানে সকল দেখা লিংকে ক্লিক করুন।

খবর পাতায় দিন-তারিখের ক্রমানুসারে সকল খবর এর শিরোনাম দেখা যাবে। প্রয়োজনীয় খবর দেখাতে, নোটিশ দেখার মত ডানের PDF আইকনে ক্লিক করুন।

আরো জানুন: NAPE DPEd Board Notice: নেপ ডিপিএড বোর্ড নোটিশ দেখুন

Primary and Mass Education Ministry gazette, office order

মন্ত্রণালয় এর প্রজ্ঞাপন, অফিস আদেশ, প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমন সহ বিবিধ তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটের মূল অংশে।

নোটিশ বোর্ডের ঠিক নিচে তথ্য ও সেবাসমূহ লেখা অংশ খুঁজে বের করুন।

এখানে কতকগুলো তথ্যের শিরোনাম লেখা লিংক পাওয়া যাবে। যেমন-

প্রজ্ঞাপন: এখানে মন্ত্রণালয় এর প্রকাশিত সকল প্রজ্ঞাপন বা গেজেট পাওয়া যাবে।

অফিস আদেশ: মন্ত্রণালয় এর সকল অফিস আদেশ এখানে পাওয়া যাবে।

প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণ: সংশ্লিষ্ট বিষয়ের তথ্য ও নোটিশ এখানে দেখা যাবে।

উপরে উল্লেখিত বিষয়ের তথ্য ও নোটিশ দেখতে শুধুমাত্র সংশ্লিষ্ট লিংকে ক্লিক করতে হবে। কিছু সময়ের মধ্যে সকল নোটিশ বা তথ্যের শিরোনাম দেখা যাবে। নোটিশ দেখার প্রক্রিয়া এখানেও অবলম্বন করতে হবে।

কোন নোটিশ বা ডকুমেন্ট ভবিষ্যৎ প্রয়োজনে কম্পিউটার হার্ড ড্রাইভে সংরক্ষণ করা যাবে। যখন ব্রাউজারে নোটিশটি ওপেন হবে, তখন উপরে ডান দিনে Download আইকনে ক্লিক করতে হবে।

বিঃ দ্রঃ- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সকল নোটিশ, খবর, প্রজ্ঞাপন, অফিস আদেশ ইত্যাদি ডকুমেন্টস পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। এগুলো দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা অ্যাপস প্রয়োজন হবে।

অনলাইনে এসব সফটওয়ার বিনামূল্যে পাওয়া যায়। তাই প্রয়োজনে হলে ডাউনলোড করে নিন।

mopme.gov.bd ওয়েবসাইট হতে, Primary and Mass Education Ministry Notice দেখতে অসুবিধা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে, সামাজিক গণমাধ্যমে শেয়ার করুন।

প্রাথমিক শিক্ষার খবর একসাথে জানুন-

DPE News: Primary Teacher Notice, Office Order, PSC Result

Shikkhok Batayon Registration & Login: শিক্ষক বাতায়ন নিবন্ধন

তথ্যসূত্র-

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

সবশেষ আপডেট: ১৪/০৮/২০২২ খ্রি. তারিখ ০৫:৫৪ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।