NAPE DPEd Board Notice: নেপ ডিপিএড বোর্ড রেজাল্ট
NAPE DPEd Board Notice, PTI Result- নেপ ডিপিএড বোর্ড প্রশিক্ষণ ভর্তি নোটিশ, পিটিআই রেজাল্ট দেখুন www.nape.gov.bd ওয়েবসাইটে।
সদ্য সংবাদ: ২০২২ সালের ডিপিএড পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। ডিপিএড পরীক্ষার ফলাফল জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
NAPE (National Academy for Primary Education) DPEd Board Notice
নেপ (জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি) এর দাপ্তরিক ওয়েবসাইট হতে প্রতিষ্ঠানের সাম্প্রতিক নোটিশ, অফিস আদেশ ও রেজাল্ট সরাসরি অনলাইনে জানা যায়।
ডিপিএড, সি-ইন-এড প্রশিক্ষণে ভর্তি, নিবন্ধন ও রেজাল্ট সম্পর্কীত তথ্য জানতে প্রতিবেদনটি সহায়ক হতে পারে। তাই মনোযোগ সহকারে কয়েকবার পড়ে নিজেই কাঙ্খিত তথ্য জানার চেষ্টা করুন।
আরো দেখুন: DPE News: Primary Teacher Notice, Office Order, PSC Result
National Academy for Primary Education: সংক্ষিপ্ত পরিচিতি
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রতিষ্ঠিত হয়, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে প্রাথমিক শিক্ষকের গুণমান বৃদ্ধি করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে।
প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) প্রতিষ্ঠানটির দেখভাল করে।
নেপ এর দাপ্তরিক অবস্থান: কলেজ রোড, ইটাখোলা রোড, ময়মনসিংহ।
ওয়েবসাইট: www.nape.gov.bd
ইমেইল: dgnape@gmail.com (মহাপরিচালক)
ফোন: ০৯১৬৬৩০৫ (মহাপরিচালক-অফিস)
ফ্যাক্স: ০৯১৬৭১৩২
নেপ এর সকল কর্মকর্তার তালিকা, ফোন, ইমেইল আইডি দেখুন এখান থেকে।
অফিসে কর্মরত কর্মচারীর তালিকা ও ফোন নম্বর পাওয়া যাবে এখানে।
আরো পড়ুন: Primary and Mass Education Ministry Notice: mopme.gov.bd
NAPE DPEd Board Notice, PTI Result দেখার নির্দেশনা
নেপ এর অফিসিয়াল ওয়েবসাইট হতে সাম্প্রতিক তথ্য ও নোটিশ দেখতে, ব্রাউজারের অ্যাড্রেসবারে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের হোমপেজের ঠিকানা লিখুন।
হোমপেজের ঠিকানা: www.nape.gov.bd
এবার কি-বোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে নেপ এর হোমপেজ ব্রাউজ করুন। হোমপেজে পৌঁছালে নিচের ছবির মত নোটিশ বোর্ড প্রথমেই দেখা যাবে।
আশা করি নেপ-এর হোমপেজে উপরোক্ত ছবির মত নোটিশ বোর্ড খুঁজে পেয়েছেন। এখানে প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যক্রমের প্রতি মূহুর্তের তথ্য প্রকাশিত হয়।
নোটিশ বোর্ডের খবর অপশন থেকে আরো জানা যাবে, প্রতিষ্ঠানটির প্রকাশিত সকল খবরা-খবর।
ডিপিএড বোর্ড এর প্রশিক্ষণে ভর্তি, নিবন্ধন, পরীক্ষা ও রেজাল্ট সম্পর্কীত তথ্য এখানে পাওয়া যাবে। দেশের সকল PTI (Primary Teachers Training Institute) এর C-in-Ed (সি-ইন-এড) পরীক্ষার রেজাল্ট প্রকাশের তথ্য এখানে দেখা যাবে।
এছাড়াও, সংস্থাটির চলমান ও আগাম প্রশিক্ষণ তথ্য, প্রশাসনিক আদেশ, বিজ্ঞপ্তি সহ সকল দাপ্তরিক তথ্য পাওয়া যাবে।
প্রকাশিত নোটিশ ও খবর দেখতে শুধুমাত্র নোটিশ/খবর শিরোনামের উপর ক্লিক করতে হবে। কিছু সময়ের মধ্যে কাঙ্খিত নোটিশটি পরবর্তী পাতায় লোড হবে।
এখানকার প্রতিটি নোটিশ পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। তাই এটি দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার এর প্রয়োজন হবে।
অনেক সময় একই দিন তারিখে অনেক নোটিশ প্রকাশের কারণে এখানে আপনার নোটিশ নাও থাকতে পারে। পূর্বের প্রকাশিত নোটিশ দেখতে নোটিশ বোর্ড/খবর অপশনের ডানদিকে বৃত্ত চিহ্নিত সকল লেখা লিংকের উপর ক্লিক করুন।
পরবর্তী পাতায় দিন ও তারিখের সময়ানুক্রমে সব নোটিশ একসাথে দেখতে পাবেন। কাঙ্খিত নোটিশ দেখতে ও ভবিষ্যত প্রয়োজনে সংরক্ষণ করতে চাইলে ডানে PDF লেখা আইকনে ক্লিক করুন।
NAPE DPEd Board Student Result
নেপ ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে প্রাপ্ত লিংকের মাধ্যমে, প্রতিষ্ঠানের পুরো রেজাল্ট পাওয়া যাবে। তবে শিক্ষার্থীর ব্যক্তিগত মার্কশিট সহ রেজাল্ট পেতে, নিচের নির্দেশনা অনুসরণ করুন।
ডিপিএড বোর্ড প্রকাশিত রেজাল্ট পেতে, নিচে সংযুক্ত লিংকটি ব্রাউজারের অ্যাড্রেসবারে কপি করে পেস্ট করুন। এরপর তা ব্রাউজ করুন।
https://ptiadmission.info/student/result
আশা করি নিচের ছবির মত পাতাটি দেখতে পাচ্ছেন।
এবার উপরোক্ত রেজাল্ট সার্চ ফরমে প্রয়োজনীয় তথ্য দিন।
এখানে Board Roll লেখা ডান পাশের টেক্স বক্সে, ডিপিএড বোর্ড এর রোল নম্বর দিন। অবশ্যই ইংরেজী সংখ্যায় লিখবেন।
সবশেষে Submit বাটনে ক্লিক করে, কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছু সময়ের মধ্যে প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর সহ রেজাল্ট দেখা যাবে।
NAPE DPEd Board Notice, PTI Result সম্পর্কীত তথ্য পেতে অসুবিধা হলে আমাদের জানান।
আর লেখাটি অন্যকে জানাতে সামাজিক গণমাধ্যমে শেয়ার করে সকলকে জানাতে পারেন।
আরো জানুন:
Primary Teacher News Update: DPE Notice Office Order Gazette
Shikkhok Batayon Registration & Login: শিক্ষক বাতায়ন নিবন্ধন
তথ্যসূত্র-