DPE Notice 2022: BD Primary Teacher News Update, Recent Office Order Gazette. প্রাথমিক শিক্ষক ডিপিই নোটিশ অফিস আদেশ প্রজ্ঞাপন দেখুন।
DPE Notice 2022: BD Primary Teacher News Update Office Order Gazette
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রধানত তিন ধাপে বিন্যস্ত। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা- এই তিন ধাপের শিক্ষা কার্যক্রমের মধ্যে প্রাথমিক শিক্ষা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জাতি গঠনে প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট শিক্ষকগণের অবদান অনস্বীকার্য।
প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকার সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। যদিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সকল প্রতিষ্ঠান এখনো জাতীয়করণ করা সম্ভব হয় নি।
তবে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেও, এখানে অনেক সমস্যা বর্তমান। শিক্ষকের দক্ষতা ও জীবনমানের দিক থেকে প্রাথমিক শিক্ষকগণ অনেক পিছিয়ে। আর এই পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়নে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রাথমিক শিক্ষকগণের উন্নয়ন ও প্রশাসনিক নির্দেশনার তথ্য প্রতিনিয়ত প্রকাশ করে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্ত দপ্তরসমূহের ওয়েবসাইট।
এখানে মন্ত্রণালয় ও অধীনস্ত অধিদপ্তর থেকে কীভাবে শিক্ষকগণ সহজে তথ্য লাভ করতে পারেন, তার বিস্তারিত নির্দেশনা দিতে চেষ্টা করবো।
আরো জানুন: প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি)
Primary and Mass Education Ministry: এক নজরে
‘মান সম্মত প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও জীবনব্যাপী শিক্ষা’- এই রুপকল্পকে (Vision) সামনে রেখে এগিয়ে চলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই রূপকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে, প্রাথমিক শিক্ষা সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের কাজ করে যাচ্ছে মন্ত্রণালয়টি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর দায়িত্বপ্রাপ্তরা হলেন-
প্রতিমন্ত্রী: মোঃ জাকির হোসেন (দায়িত্ব- ০৭ জানুযারি ২০১৯ হতে বর্তমান পর্যন্ত)।
সিনিয়র সচিব: মোঃ আমিনুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এর অবস্থান–
ভবন নম্বর: ০৬, ৭ম তলা, কক্ষ নম্বর: -৬০৯, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০।
যোগাযোগের ফোন নম্বর-
প্রশাসন, অতিরিক্ত সচিব (প্রশাসন)
ফোন: +৮৮০-২-৯৫৪৬০৩৮
ইমেইল: adlscyad@mopme.gov.bd
আইসিটি ডিপার্টমেন্ট, সিস্টেম এনালিস্ট
ফোন: +৮৮০-২-৯৫১৪৪৯০
ইমেইল: sa@mopme.gov.bd
দাপ্তরিক ওয়েবসাইটের ঠিকানা-
https://mopme.gov.bd
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর অধীনস্ত অধিদপ্তর ও এর ওয়েবসাইটের ঠিকানা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর : www.dpe.gov.bd
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী : www.nape.gov.bd
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো: www.bnfe.gov.bd
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরীবিক্ষণ ইউনিট: www.cpeimu.gov.bd
শিশু কল্যাণ ট্রাস্ট: www.skt.gov.bd
উপরোক্ত দপ্তর সমূহ থেকে প্রাথমিক শিক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়। দৈনন্দিন কার্যক্রমের তথ্য, প্রতিটি দপ্তরের ওয়েবসাইটের নোটিশবোর্ডে প্রকাশিত হয়।
এখন আমরা জানবো, কীভাবে দপ্তরসমূহের ওয়েবসাইট হতে প্রাথমিক শিক্ষা ও সংশ্লিষ্ট শিক্ষকগণের প্রয়োজনীয় তথ্য দেখা যায়।
আরো পড়ুন:
Primary and Mass Education Ministry Notice (mopme.gov.bd)
DPE News: Latest DPE Primary Teacher Notice, Office Order, PSC Result
Primary and Mass Education Ministry BD News Update
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সাম্প্রতিক সংবাদ জানতে এর ওয়েবসাইটের হোমপেজে যেতে হবে।
হোমপেজের ঠিকানা: https://mopme.gov.bd
ঠিকানাটি মোবাইল/কম্পিউটারের ব্রাউজার অ্যাড্রেসবারে লিখে হোমপেজে যান। নিচের ছবির মত নোটিশবোর্ড প্রথমেই দেখতে পাবেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর হোমপেজে উপরে সংযুক্ত ছবির মত সেকশন হলো নোটিশ বোর্ড। এখানে প্রতিদিনের কার্যক্রমের নোটিশ প্রকাশিত হয়। সাধারণ নোটিশ বোর্ডে সম্প্রতি প্রকাশিত ৫টির মত নোটিশ দেখা যায়।
পরের নোটিশ দেখতে রাল বৃত্ত চিহ্নিত সকল লেখা লিংকে ক্লিক করলে দিনও সময়ের ক্রমানুসারে প্রকাশিত সকল নোটিশ দেখা যাবে।
নোটিশ দেখতে শিরোনামের লিংকের উপর ক্লিক করুন। পরবর্তী পাতায় পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশটি দেখা যাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এর সাম্প্রতিক খবর জানা যাবে নোটিশ বোর্ডের নিচে খবর লেখা অংশে। দেখুন, এখানে কতকগুলো খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে।
কাঙ্খিত খবর জানতে, খবরের শিরোনামের লিংকে ক্লিক করুন। পুরানো খবর জানতে, ডানে সকল লেখা লিংকে ক্লিক করুন। এখানে সাম্প্রতিক খবর সমূহ দেখা যাবে।
আরো জানুন: প্রাথমিক ক্লাস রুটিন ২০২২ (১ম থেকে ৫ম শ্রেণির ডিপিই নতুন ক্লাস রুটিন)
DPE Primary Teacher News Update: Recent Notice, Office Order, Gazette
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর দাপ্তরিক ওয়েবসাইট হতে সাম্প্রতিক নোটিশ, অফিস আদেশ, গেজেট সহ সকল তথ্য জানতে অধিদপ্তর এর হোমপেজে যান।
হোমপেজের ঠিকানা: www.dpe.gov.bd
আশা করি আপনারা হোমপেজে অবস্থান করছেন। এবার নিচের ছবির মত নোটিশ বোর্ড লক্ষ্য করুন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটের হোমপেজে, উপরোক্ত ছবির মত নোটিশ বোর্ড অংশে সাম্প্রতিক তথ্য ও সংবাদ দেখা যাবে। এখানেও আপনারা নোটিশ বোর্ডে ৫টির মত নোটিশ দেখতে পাবেন। বিগত সময়ের প্রকাশিত নোটিশ দেখতে নিচের ডানে সকল লেখা লিংকে ক্লিক করুন।
আবার অধিদপ্তর এর খবরা-খবর জানতে নিচের খবর লেখা অংশের দিকে লক্ষ্য করুন। এখানেও কতকগুলো খবর নিচ থেকে উপরের দিকে ক্রল করছে। কাঙ্খিত খবর দেখা মাত্র খবর শিরোনামের উপর ক্লিক করুন। আর আগের প্রকাশিত সকল খবর জানতে ডানে সকল লেখা লিংকে ক্লিক করুন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর প্রকাশিত নোটিশ সমূহ পিডিএফ ফরম্যাটে প্রকাশিত হয়। নোটিশ দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা অ্যাপস এর প্রয়োজন হবে। এ সফটওয়ার গুলো অনলাইনে বিনামূল্যে পাওয়া যায়। তাই নোটিশ দেখতে সফটওয়ার গুলো সংগ্রহ করুন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে তথ্য ও সংবাদ জানতে কোন অসুবিধা হলে আমাদের জানান।
লেখাটি অন্যকে জানাতে চাইলে সামাজিক গণমাধ্যমে শেয়ার করতে পারেন।
আরো দেখুন:
NAPE DPEd Board Notice: নেপ ডিপিএড বোর্ড নোটিশ
Shikkhok Batayon Registration & Login: শিক্ষক বাতায়ন নিবন্ধন
প্রয়োজনীয় ওয়েবসাইট-
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
সবশেষ আপডেট: ২৭/০৭/২০২২ খ্রি. তারিখ ০৮:৪৮ অপরাহ্ন।