Home » রেজাল্ট » Dhaka Board HSC Result 2023: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩

Dhaka Board HSC Result 2023: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩

Dhaka Board HSC Result 2023 (With Marksheet Number)

Dhaka Education Board HSC Result 2023: অনলাইন ও এসএমএস দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখুন নাম্বার (মার্কসীট) সহ।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ Result কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক HSC Result sheet download করা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩: Dhaka Board HSC Result 2023 (Marksheet Number)

ঢাকা শিক্ষা বোর্ড এর এইচএসসি রেজাল্ট প্রকাশমাত্রই মোবাইল এসএমএস ও অনলাইনে দেখা যাবে। নাম্বার সহ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার (এইচএসসি) রেজাল্ট জানতে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

এই প্রতিবেদনের নির্দেশনা অনুসরণ করলে ঢাকা বোর্ডের পাশাপাশি অন্য সব বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ঢাকা সহ সকল বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ বেলা ১১টার সময় প্রকাশ করা হবে।

আরো জানুন:

HSC-Alim 2023 Result: এইচএসসি-আলিম রেজাল্ট দেখার নিয়ম

মার্কশীট (নাম্বার) সহ এইচএসসি-আলিম রেজাল্ট ২০২৩ দেখুন (সকল বোর্ড)

এক নজরে ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ২০২৩

ঢকা বোর্ড সহ অন্য সব বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৩ খ্রি. তারিখে এইচএসসি পরীক্ষা (তত্ত্বীয়) শেষ হয়েছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যানের তথ্যমতে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ২৬ নভেম্বর তারিখে বেলা ১১টার সময় প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবারে পরীক্ষায় বসেছে ২ লক্ষ ৭৫ হাজার ৭৮৫ জন পরীক্ষার্থী। ২৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিচের অনুচ্ছেদে ঢাকা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য, এইচএসসি রেজাল্ট দেখার সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। নির্দেশীত পন্থা অবলম্বন করে, অনলাইনে অথবা মোবাইল এসএমএস-এ এইচএসসি রেজাল্ট দেখুন।

ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার ওয়েবসাইট ঠিকানা

দেশের সকল বোর্ডের পাবলিক পরীক্ষার ফলাফল দুইটি সরকারি ওয়েবসাইট থেকে সরবরাহ করা হয়। এসব রেজাল্টের তথ্য সংরক্ষণ ও সরবরাহ করে টেলিটক বাংলাদেশ লিমিটেড।

রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইটের ঠিকানা-

https://eboardresults.com

http://www.educationboardresults.gov.bd

eboardresults.com ওয়েবসাইট থেকে, শুধুমাত্র রোল নাম্বার দিয়েও এইচএসসি রেজাল্ট দেখা যাবে। আর এখানে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার একসাথে দিলে, পরীক্ষার্থীর প্রতি বিষয় ও পত্রে প্রাপ্ত নাম্বার মার্কশীট পাওয়া যাবে।

নিচের অনুচ্ছেদ থেকে eboardresults.com ওয়েবসাইট থেকে, ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানুন।

Dhaka Board HSC Result 2023 (Number Sheet Marks): eboardresults.com

ঢাকা বোর্ডের ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট জানতে, অনলাইনে নিচের ওয়েবসাইট ঠিকানায় যেতে হবে।

https://eboardresults.com/v2/home

উপরের ঠিকানাটি কপি করে আপনার ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। কিছু সময়ের মধ্যে নিচের ছবির মত বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হবে।

Dhaka Board HSC Result 2023 Search Form

এবার উপরের রেজাল্ট সার্চ ফরমে মত পাতায় পরীক্ষা ও পরীক্ষার্থীর তথ্য দিয়ে, সবশেষের Get Result বাটনে ক্লিক করলে এইচএসসি রেজাল্ট মুহূর্তেই দেখা যাবে।

এবার জেনে নিন কোথায়, কোন কোন তথ্য নির্বাচন ও লিখে দিতে হবে।

Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন: HSC/Alim/Equivalent অপশনটি নির্বাচন করুন।

Board: পরীক্ষার্থীর নিজ বোর্ডের নাম নির্বাচন করুন। যেমন: Dhaka. পরীক্ষার্থী অন্য কোন বোর্ডের হলে সেই বোর্ড নির্বাচন করুন।

Year: পরীক্ষা যে সালের সে বছরটি নির্বাচন করুন। যেমন এবারের পরীক্ষা ২০২৩ সালের। তাই এখানে 2023 নির্বাচন করুন।

Result Type: পরীক্ষার্থীর ব্যক্তিগত রেজাল্ট দেখতে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে পরীক্ষার্থীর নিজ নিজ রেজাল্ট দেখতে অবশ্যই Individual টাইপ নির্বাচন করুন। এই অপশনটি নির্বাচন করা হলে নতুন কয়েকটি অপশন রেজাল্ট সার্চ পাতায় যুক্ত হবে।

Roll: এখানে পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজী অক্ষরে লিখতে হবে।

Registration: এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে।

Security Key (4 digits): এখানে দেখা ক্যাপচা সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করে ডানের টেক্সটবক্সে সঠিকভাবে লিখুন। এখানে ভুল হলে এরর দেখা দিবে। তাই সতর্ক থাকুন।

Get Result: সবশেষে এই বাটনে ক্লিক করলে, কিছু সময় পর পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট ও নাম্বার মার্কসীট সহ এইচএসসি সমমান রেজাল্ট দেখা যাবে।

সতর্কতা: রেজাল্ট প্রকাশের দিন সার্ভার ব্যস্ত থাকার কারণে, রেজাল্ট দেখতে সাময়িক অসুবিধা হতে পারে। তাই ধৈর্য না হারিয়ে বারবার চেষ্টা করুন।

Dhaka Board HSC Result 2023 By SMS: এসএমএস-এ ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট

মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে ঢাকা বোর্ডের এইচএসসি রেজাল্ট জানা যাবে। যারা অনলাইনে খুব বেশি দক্ষ নন, তারা খুব সহজে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট পেতে শিক্ষার্থীর যে তথ্যগুলোর প্রয়োজন হবে-

পরীক্ষার নাম, যেমন- HSC।

পরীক্ষার্থীর শিক্ষা বোর্ড এর নামের প্রথম তিন অক্ষর ইংরেজীতে, যেমন ঢাকা (DHAKA) বোর্ড হলে- DHA।

পরীক্ষার্থীর ইংরেজী সংখ্যায় রোল নম্বর, যেমন- 321245।

পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণের বছর ইংরেজী সংখ্যায়, যেমন- 2023।

পরীক্ষার্থীর সকল তথ্য সঠিক ফরম্যাটে লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। যে কোন মোবাইল অপারেটর থেকে এই এসএমএস পাঠানো যাবে।

ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৩ পেতে এসএমএস এর মেসেজ ফরম্যাট এর নমুনা দেখুন-

বিঃ দ্রঃ- এখানে ঢাকা বোর্ড এর একজন কল্পিত শিক্ষার্থীর নমুনা এসএমএস এর ফরম্যাট দেখানো হলো। এখানে পরীক্ষার্থীর নিজের রোল নাম্বার লিখতে হবে।

HSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222

এখানে <স্পেস> মানে ফাঁকা জায়গা যা দুটি শব্দ পাশাপাশি লিখতে মাঝখানে ব্যবহার করি।

সঠিক তথ্য দিয়ে সঠিক ফরম্যাটে এসএমএস পাঠানোর কিছুক্ষণের মধ্যে, ফিরতি এসএমএস এর মাধ্যমে কাঙ্খিত রেজাল্ট পাওয়া যাবে।

২০২৩ সালের প্রকাশিত ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট দেখতে অসুবিধা হলে, আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

শুধু রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখুন

HSC Result 2023 (All Board): অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

এইচএসসি রেজাল্ট ২০২৩: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন

তথ্যসূত্র-

Dhaka Education Board

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।