জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত (১৯-২০ নভেম্বর তারিখ)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বর ২০২৩ তারিখের পরীক্ষা স্থগিত ঘোষণা করে নোটিশ প্রকাশ করা হয়েছে। ১৮ নভেম্বর তারিখে প্রকাশিত এক নোটিশে পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সংশোধিত রুটিন পরে জানানো হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯ ও ২০ নভেম্বর ২০২৩ তারিখের স্থগিত পরীক্ষার নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৯/১১/২০২৩(রবিবার) এবং ২০/১১/২০২৩(সোমবার) তারিখের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

১৮ নভেম্বর তারিখে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটে (www.nu.ac.bd), পরীক্ষা স্থগিতের নোটিশ প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত নোটিশটিতে, পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ১৯/১১/২০২৩(রবিবার) এবং ২০/১১/২০২৩ (সোমবার) তারিখে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো।

স্থগিত এসব পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে।’

তবে পরীক্ষা স্থগিতের কারণ হিসাবে ‘অনিবার্য কারণ’ দেখানো হলেও, হরতালের জন্য পরীক্ষা স্থগিত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থগিত পরীক্ষার সংশোধিত নতুন রুটিন প্রকাশ করা হলে আমরা তা জানানো চেষ্টা করবো।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত আপডেট তথ্য পেতে টিচার নিউজ বিডি ওয়েবসাইটে যুক্ত থাকুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নোটিশ ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত বিষয়ে আরো জানতে লিখুন।

আরো  জানুন:

অনার্স ২য় বর্ষের পরীক্ষার রুটিন (পরীক্ষা ৩০ নভেম্বর ২০২৩)

জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ ট্রান্সফার হওয়ার নিয়ম [NU TC Rules]

তথ্যসূত্র-

জাতীয় বিশ্ববিদ্যালয়

Teacher News BD এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন