HSC Result 2024 (All Education Board): ২০২৪ সালের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখার সহজ নিয়ম জানুন।
এইচএসসি রেজাল্ট প্রকাশের পর মোবাইল এসএমএস ও অনলাইনে পরীক্ষার রেজাল্ট সহজে ঘরে বসে দেখা যাবে। ইন্টারনেট সংযোগ আছে এমন মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে, অনলাইনে এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট সরাসরি দেখা যায়।
নিচের অনুচ্ছেদে অনলাইনে সহজে এইচএসসি রেজাল্ট দেখার সচিত্র নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশীত পদ্ধতি অনুসরণ করে সবার আগে নিজ রেজাল্ট জানুন।
উল্লেখ্য, এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ১৫ অক্টোবর ২০২৪ খ্রি. তারিখে প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টার কিছু সময় পর হতে অনলাইন ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানা যাবে।
আরো জানুন:
এইচএসসি রেজাল্ট ২০২৪: নম্বর সহ HSC মার্কশিট ডাউনলোড করুন
Dhaka Board HSC Result 2024: ঢাকা বোর্ড এইচএসসি রেজাল্ট ২০২৪
HSC Result 2024: অনলাইনে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সহজ নিয়ম
বাংলাদেশ শিক্ষা বোর্ড রেজাল্ট আর্কাইভ থেকে প্রকাশিত এইচএসসি রেজাল্ট মুহূর্তের মধ্যে জানা যাবে। পরীক্ষার্থীর নিজ রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার দিয়ে অথবা শুধু পরীক্ষার্থীর রোল নাম্বার দিয়ে প্রতিটি বিষয়ের প্রাপ্ত নাম্বার ও গ্রেড পয়েন্ট জানা যাবে।
এছাড়া মোবাইল এসএমএস-এর মাধ্যমে এইচএসসি সমমানের রেজাল্ট পাওয়া যাবে। যে কোন অপারেটরের মোবাইল সংযোগ ব্যবহার করে মেসেজের মধ্যমে এই রেজাল্ট জানা যায়।
নিচের অনুচ্ছেদে অনলাইনে এইচএসসি রেজাল্ট (পূর্ণ জিপিএ ও গ্রেড পয়েন্ট সহ মার্কশিট) দেখার সহজ পদ্ধতির সচিত্র বর্ণনা দেওয়া হয়েছে।
এইচএসসি সমমান পরীক্ষা ২০২৪: এক নজরে
২০২৪ সালের এইচএসসি সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়। কিন্তু বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সকল বিষয়ের পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সেসব বিষয়ের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং-এর মাধ্যমে দেওয়া হবে।
সব বোর্ড মিলিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ১৪ লাখের মত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। পরীক্ষা রেজাল্ট ১৫ অক্টোবর তারিখে প্রকাশ করা হবে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম (জিপিএ গ্রেড পয়েন্ট সহ)
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান রেজাল্ট, বোর্ডের রেজাল্ট আর্কাইভ থেকে সহজে অনলাইনে দেখা যাবে।
নিচের দুই বোর্ড রেজাল্ট সরবরাহকারী ওয়েবসাইট থেকে এই রেজাল্ট পাওয়া যাবে।
এক. http://www.educationboardresults.gov.bd
এখানে রেজাল্ট দেখতে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন হবে। এখানে পরীক্ষার্থীর প্রাপ্ত মোট জিপিএ ও প্রতিটি বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্ট জানা যাবে।
দুই. https://eboardresults.com
এই ওয়েবসাইটে শুধু রোল নম্বর দিয়ে পরীক্ষার্থীর রেজাল্ট জানা যাবে। তবে রেজিস্ট্রেশন নম্বর দিলে গ্রেড পয়েন্টের পাশাপাশি পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ে প্রাপ্ত নাম্বার দেখা যাবে।
অনলাইনে এইচএসসি/আলিম সমমান রেজাল্ট (নাম্বার সহ মার্কশিট) দেখতে চাইলে নিচের প্রতিবেদনটি পড়ুন।
এখানে শুধু পরীক্ষার্থীর রোল নাম্বার জানা থাকলে রেজাল্ট পাওয়া যাবে।
মার্কশীট (নাম্বার) সহ এইচএসসি-আলিম রেজাল্ট ২০২৪ দেখুন (সকল বোর্ড)
রোল নাম্বার দিয়ে আলিম-এইচএসসি রেজাল্ট ২০২৪ দেখার নিয়ম জানুন
নিচের অনুচ্ছেদে www.educationboardresults.gov.bd ওয়েবসাইট হতে, এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার সচিত্র নির্দেশনা জানুন
রোল ও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম (HSC Result 2024)
এইচএসসির রেজাল্ট জানতে মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করুন। এরপর নিচের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন।
www.educationboardresults.gov.bd
আশা করি নিচের ছবির মত, শিক্ষা মন্ত্রণালয়ের Intermediate and Secondary Education Boards Bangladesh ওয়েবসাইটের হোমপেজে অবস্থান করছেন।
উপরের বোর্ড রেজাল্ট সার্চ পাতাটি ভালোভাবে লক্ষ্য করুন। এখানে পরীক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত তথ্য লিখে ও নির্বাচন করে দিয়ে সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে।
সঠিক তথ্য দিয়ে রেজাল্ট সার্চ ফরমটি পূরণ করে Submit বাটনে ক্লিক করলে, কিছু সময়ের মধ্যে পরীক্ষার্থীর নিজ রেজাল্ট পরবর্তী পাতায় দেখা যাবে।
আসুন জেনে নিই এইচএসসি রেজাল্ট সার্চ ফরমে কোথায় কোন তথ্য নির্বাচন ও লিখতে হবে।
Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করতে হবে। যেমন- HSC/Alim।
Year: পরীক্ষার বছর নির্বাচন করতে হবে এখানে। যেমন- 2024.
Board: এখানে পরীক্ষার্থীর নিজ শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। যেমন- Dhaka. অন্য বোর্ড হলে সেটা নির্ধারণ করতে হবে।
Roll: পরীক্ষার্থীর নিজ রোল নাম্বার ইংরেজী সংখ্যায় লিখতে হবে। যেমন- 123456.
Reg: No: রেজিষ্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় এখানে লিখতে হবে। যেমন- 12345678.
3 + 4: এখানে যে দুটি সংখ্যা থাকবে তার যোগফল ডান পাশে টেক্সটবক্সে ইংরেজী সংখ্যায় লিখে দিতে হবে। এখানে যোগ করে লিখতে ভুল করা যাবে না।
Submit: সবশেষে উপরোক্ত তথ্যগুলো আবারো চেক করে নিয়ে, Submit বাটনে ক্লিক করুন।
কিছু সময় পর পরবর্তী নতুন পাতায় গ্রেড পয়েন্ট সহ পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখা যাবে।
বিঃ দ্রঃ- এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন অনেক ভিজিটরের চাপে, রেজাল্ট পেতে কিছুটা সমস্যা হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে কিছু পরপর চেষ্টা করতে থাকুন।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে সমস্যা হলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
BTEB Result 2024: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma
বাউবি রেজাল্ট ২০২৪: এইচএসসি ফাইনাল পরীক্ষার ফলাফল দেখুন
তথ্যসূত্র-
Result kobe dibe
ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশের কথা আছে। ধন্যবাদ।
১৩ তারিখ মানে আজকে দিবো
১৩ ফেব্রুয়ারি এইচএসসি সমমান রেজাল্ট প্রকাশ করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার রেজাল্ট
এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের নির্দেশনা অনুসারে আপনার নিজের ফলাফল দেখুন। ধন্যবাদ।
Antor chandra das
HSC 2022 এর রেজাল্ট
এইচএসসি রেজাল্ট ৮ ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশের পর হতে অনলাইন ও মেসেজে রেজাল্ট দেখা যাবে।
How to result