BTEB Result 2022: HSC (Voc-BM) SSC (Vocational) Diploma
BTEB Result 2022: HSC (Voc-BM), Vocational (SSC-Dakhil), Diploma-in-Commerce and Business Studies. কারিগরি ভোকেশনাল বিএম ডিপ্লোমা রেজাল্ট।
BTEB Vocational HSC (Voc-BM), (SSC-Dakhil), Diploma (Commerce and Business Studies) Result 2022
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড দেশের সকল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, পরীক্ষা গ্রহণ ও রেজাল্ট প্রকাশ করে।
এসএসসসি-দাখিল ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) এবং ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস স্টাডিজ কোর্সের পরীক্ষা পরিচালনা করে কারিগরি বোর্ড।
এছাড়া কারিগরি বোর্ডের অধিভুক্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সহ, স্বল্পমেয়াদি বিভিন্ন কোর্স পরিচালনা করে।
কারিগরি বোর্ডের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোর, যে কোন পাবলিক পরীক্ষার প্রকাশিত রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যায়।
অনলাইনে বা মোবাইল এসএমএস-এর মাধ্যমে বিশ্বের যে কোন প্রান্ত থেকে এসব পরীক্ষার রেজাল্ট সহজে জানা যায়।
এই প্রতিবেদনে বোর্ড ওয়েবসাইট হতে কিভাবে সহজে রেজাল্ট জানা যাবে, তার প্রক্রিয়া নিয়ে সচিত্র আলোচনা করা হবে।
আরো পড়ুন:
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম ও মেরিন ট্রেড পরীক্ষার রেজাল্ট
BTEB Notice (Technical Board Admission Exam Result) bteb.gov.bd
কারিগরি বোর্ড এইচএসসি (ভোকেশনাল-বিএম), ভোকেশনাল (এসএসসি-দাখিল) ও ডিল্পোমা রেজাল্ট ২০২২ জানার উপায়
কারিগরি বোর্ড পরিচালিত এই সব এসএসসি-এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট, অন্য সব শিক্ষা বোর্ডের রেজাল্টের মতই এক জায়গায় পাওয়া যায়। শুধু তাই নয় এসব রেজাল্ট একই দিনে সাধারণ শিক্ষা বোর্ডের সাথে একযোগে প্রকাশ করা হয়।
তবে কারিগরি বোর্ডের অধিভুক্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর ৪ বছর মেয়াদি ডিল্পোমা কোর্স ও স্বল্প মেয়াদি কোর্সের রেজাল্ট কেবলমাত্র বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
ডিপ্লোমা পলিটেকনিক রেজাল্ট দেখার নির্দেশনা পাওয়া যাবে প্রতিবেদনটির নিচের অনুচ্ছেদে।
এইচএসসি (ভোক-বিএম), ভোকেশনাল (এসএসসি-দাখিল) ও ডিল্পোমা রেজাল্ট জানার নির্দেশনা
রেজাল্ট প্রকাশের পর অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজে পরীক্ষার রেজাল্ট জানা যাবে।
নিচের অনুচ্ছেদে ২০২১ সালের এইচএসসি বিএম/ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট জানার সহজ পদ্ধতি দুটির সচিত্র বর্ণনা করা হলো-
অনলাইনে Education Board Bangladesh ওয়েবসাইটের রেজাল্ট আর্কাইভ থেকে, রেজাল্ট জানতে নিচের পদক্ষেপ অনুসরণ করুন।
ব্রাউজারের অ্যাড্রেসবারে এডুকেশন বোর্ড বাংলাদেশ রেজাল্ট আর্কাইভ ওয়েবসাইটে নিচের ঠিকানাটি লিখে ব্রাউজ করুন।
http://www.educationboardresults.gov.bd
আশা করি নিচের ছবির মত বোর্ড রেজাল্ট আর্কাইভ সার্চ পাতায় অবস্থান করছেন।
উপরের ছবির মত রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হলে সেখানে পরীক্ষার কিছু তথ্য নির্বাচন করতে হবে। আর পরীক্ষার্থীর রোল ও রেজিঃ নম্বর লিখে সবশেষে Submit বাটনে ক্লিক করতে হবে। যেমন-
Examination: এই অংশে পরীক্ষার নাম নির্বাচন করুন। যেমন: HSC(Vocational) অথবা HSC BM নির্বাচন করতে হবে।
Year: পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন: 2021.
Board: এখানে বোর্ড নির্বাচন করে দিতে হবে। যেমন Technical.
Roll: রোল লিখা অংশে টেক্স বক্সে পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
Reg: No: রেজিঃ নম্বর লেখা টেক্স বক্সে পরীক্ষার্থীর নিজ রেজিষ্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
6 + 4: এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলা হবে। সার্চ ফরমে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করে, ডান পাশের বক্সে ইংরেজী সংখ্যায় লিখুন।
Submit: উপরের সকল তথ্য সঠিকভাবে নির্বাচন ও লিখে দেওয়া হলে সবশেষে Submit বাটনে ক্লিক করুন।
অল্প কিছু সময়ের মধ্যে নতুন পাতায় গ্রেড পয়েন্ট সহ শিক্ষার্থীর এইচএসসি (বিএম-ভোকেশনাল) রেজাল্ট দেখা যাবে।
লক্ষ্য করুন: ২০২১ সালের এইচএসসি বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু হয়েছে। এবিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
ফলাফল পুনঃনিরীক্ষণ নিয়ম (বোর্ড চ্যালেঞ্জ এইচএসসি আলিম কারিগরি)
মোবাইল এসএমএস (SMS)-এর মাধ্যমে এইচএসসি সমমান (ভোকেশনাল/বিএম) পরীক্ষার রেজাল্ট
মোবাইলে এইচএসসি সমমান কারিগরি এইচএসসি ভোকেশনাল-বিএম পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখার নির্দেশনা-
প্রথমত মোবাইলের মেসেজ অপশনে যান, এরপর লিখুন-
ইংরেজী অক্ষরে পরীক্ষার নাম লিখুন। য়েমন- HSC। তারপর একটি স্পেস দিন।
পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের তিন অক্ষর ইংরেজীতে লিখুন। যেমন-কারিগরি বোর্ডের TEC লিখুন। এরপর আবারও একটি স্পেস দিন।
পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন- 321243। এক্ষেত্রে রোল নম্বর প্রবেশপত্র দেখে লিখুন, যাতে ভুল না হয়। এরপর আরেকটি স্পেস দিন।
সবশেষ লিখুন ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন 2021। এবার মেসেজ লেখা শেষ।
এখন মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। যে কোন অপারেটরের সিম থেকে এই মেসেজ পাঠানো যাবে।
নিচে কারিগরি বোর্ডের এসএসসি সমমান ভোকেশনাল রেজাল্ট দেখার এসএমএস ফরম্যাট দেখুন।
HSC<স্পেস>TEC<স্পেস>321245<স্পেস>2021 Send to 16222
আরো জানুন:
HSC Result 2021 (All Board): এইচএসসি সমমানস রেজাল্ট দেখার নিয়ম
মার্কশীট (নাম্বার) সহ এইচএসসি-আলিম রেজাল্ট ২০২১ দেখুন (সকল বোর্ড)
২০২১ সালে প্রকাশিত কারিগরি বোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট পাওয়ার লিংক
এসএসসি সমমান কারিগরি বোর্ডের ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখে প্রকাশ করা হয়েছে। নিচের লিংক থেকে সরাসরি রেজাল্ট পাওয়া যাবে।
http://www.bteb.gov.bd
http://www.educationboardresults.gov.bd
https://sites.google.com/site/resultbteb/published-result/sscvocanddakhilvoc
https://sites.google.com/view/resultdownload
বিঃ দ্রঃ– নিচের দুটি লিংক থেকে সরাসরি ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে। নিচের বিজ্ঞপ্তিতে এবিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
BTEB Polytechnic Diploma Result 2022: পলিটেকনিক ডিল্পোমা ও স্বল্পমেয়াদি রেজাল্ট
কারিগরি বোর্ডের অধিভুক্ত পলিটেকনিক ইন্সটিটিউট এর ডিল্পোমা ও স্বল্প মেয়াদি রেজাল্ট বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
রেজাল্ট প্রকাশের পর বোর্ডের ওয়েবসাইটের হোমপেজে চলমান ফলাফল অপশনে সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে।
পলিটেকনিক ডিপ্লোমা ও স্বল্প মেয়াদি কোর্সের রেজাল্ট পেতে বোর্ডের ওয়েবসাইটের হোমপেজ ব্রাউজ করুন।
হোমপেজের ঠিকানা- http://www.bteb.gov.bd
আশা করি কারিগরি বোর্ড হোমপেজে যেতে পেরেছেন। এবার হোমপেজে নিচের ছবির মত চলমান ফলাফল লেখা অংশটি খুজে বের করুন।
আশা করি উপরের ছবির মত চলমান ফলাফল লেখা অপশনটি খুঁজে পেয়েছেন। এখান থেকে ডিল্পোমা, এইচএসসি, এসএসসি ও স্বল্পমেয়াদি সকল পর্যায় ও কোর্সের রেজাল্ট দেখা যাবে।
পলিটেকনিক ডিল্পোমা পর্যায়ের সম্প্রতি প্রকাশিত রেজাল্ট পেতে এখানে ক্লিক করুন।
এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে এখানে।
এসএসসি পর্যায়ের রেজাল্ট দেখা যাবে এখানে।
স্বল্প মেয়াদি কোর্সের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন।
উপরের লিংকগুলোর যে কোন একটিতে ক্লিক করা হলে, ব্রাউজারের নতুন পাতায় বোর্ডের সংশ্লিষ্ট পরীক্ষার রেজাল্টে লিংক পাওয়া যাবে।
প্রয়োজনীয় লিংকের উপর ক্লিক করলে, গুগল ড্রাইভে পিডিএফ কপিতে সংরক্ষিত গোটা প্রতিষ্ঠানের রেজাল্ট পাওয়া যাবে।
কারিগরি শিক্ষা বোর্ড এর যে কোন কোর্স ও বর্ষের রেজাল্ট পেতে অসুবিধা হলে আমাদের লিখে জানান। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
SSC Result 2021 (All Board): অনলাইনে এসএসসি সমমান রেজাল্ট দেখার নিয়ম
মার্কশীট (নাম্বার) সহ এসএসসি দাখিল সমমান রেজাল্ট ২০২১ (সকল শিক্ষা বোর্ড)
SSC-Dakhil Result 2021 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল সমমান রেজাল্ট
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৫/০২/২০২২ খ্রি. তারিখ ১১:২০ অপরাহ্ন।
স্যার আসসালামু আলাইকুম, কারিগরি বোড বিএম এর বোড চেলেনজ এর রেজাল্ট কারিগরি বোড এর ওয়েবসাইট এ পরিবর্তন হয়েছে, কিন্তু নেটে তার দেয়নি তাই ফেল দেখাছে, নেটে কি রেজাল্ট দিবে না, এ-ই কারনে যারা বোড চেলেনজ করছে বোডে রেজাল্ট পরিবতন দেখাছে কিন্তু নেটে তার দেখাছে না তাই কোথাও সাকুলার দিতে ও পারছি না নেটে রেজাল্ট কবে দিবে জানলে বলবেন দয়া করে???
জরুরী হলে সরাসরি বোর্ডে গিয়ে বিষয়টি জানান।
I AM STUDENT.AND MY RAJALT SHOW