SSC-Dakhil Result 2023 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

SSC-Dakhil Result 2023 By Mobile SMS (All Board): এসএসসি দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট ২৮ জুলাই তারিখে প্রকাশ করা হবে।

২০২৩ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট মোবাইল এসএমএস এর মাধ্যমে  জানা যাবে। SMS-এর মাধ্যমে ফল দেখার নিয়ম জানুন।

SSC-Dakhil Result 2023 By Mobile SMS: মোবাইলে (এসএমএস) এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২৩

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড এসএসসি-দাখিল রেজাল্ট প্রকাশের পর, বিভিন্ন উপায়ে পরীক্ষার্থীদের রেজাল্ট সরবরাহ করে। । মোবাইল মেসেজ (এসএমএস) এর মাধ্যমে সহজে এসএসসি-দাখিল ও সমমানের রেজাল্ট দেখা যায়।

অনেক সময় পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর সার্ভার ব্যস্ত থাকার কারণে, অনলাইনে রেজাল্ট পেতে সমস্যায় পড়তে হয়। তবে মোবাইল এসএমএস এর মাধ্যমে খুব সহজে, এসএসসি-দাখিল ও সমমানের রেজাল্ট পাওয়া যায়।

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পেতে মোবাইলে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। শুধুমাত্র মোবাইল মেসেজ এর ফি দিয়ে বোর্ডের যে কোন প্রকাশিত রেজাল্ট সহজে ঘরে বসে পাওয়া যায়।

উল্লেখ্য, এসএসসি সমমান পরীক্ষার রেজাল্ট ২৮ জুলাই প্রকাশ করা হবে। প্রকাশিত রেজাল্ট বেলা ১২টার পর হতে মোবাইল মেসেজ ও অনলাইনে দেখা যাবে।

অনলাইনে এসএসসি, দাখিল ও সমমানের রেজাল্ট মার্কশীট সহ দেখতে নিচের প্রতিবেদনটি সহায়ক হতে পারে।

মোবাইল এসএমএস এর মাধ্যমে এসএসসি-দাখিল রেজাল্ট দেখার নিয়ম ২০২৩

মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানতে, যে কোন অপারেটরের সক্রিয় সিম যুক্ত সচল মোবাইল ফোন থাকতে হবে।

মোবাইল এসএমএস প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যালেন্স থাকা জরুরী। আরো প্রয়োজন মোবাইলে মেসেজ লেখার দক্ষতা। আপনি নিজে মোবাইলে মেসেজ লিখতে না পারলে অন্যের সাহায্য নিন।

সাধারণত রেজাল্ট প্রকাশের কিছু পর মোবাইল এসএমএস এর মাধ্যমে মোবাইল কোম্পানীগুলো রেজাল্ট সরবরাহ করে। অনেক সময় প্রি-রেজিষ্ট্রেশন করেও এই রেজাল্ট দ্রুত পাওয়া যায়।

রেজাল্ট প্রি-রেজিস্ট্রেশন হলো, পূর্ব থেকে সবার আগে রেজাল্ট পেতে মোবাইল এসএমএস দিয়ে রাখা। এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের জন্য মোবাইল কোম্পানীগুলোর ওয়েবসাইটে চোখ রাখুন।

প্রতিটি বিষয় ও পত্রের নাম্বার সহ ২০২৩ সালের এসএসসি-দাখিল ও সমমানের রেজাল্ট জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

SSC-Dakhil Result 2023 By Mobile Message (SMS) With Marksheet

মোবাইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট ২০২৩ দেখার নির্দেশনা-

প্রথমত মোবাইলের মেসেজ অপশনে যান, এরপর লিখুন-

ইংরেজী অক্ষরে পরীক্ষার নাম নিখুন। য়েমন- SSC অথবা DAKHIL। তারপর একটি স্পেস দিন।

পরীক্ষার্থীর নিজ বোর্ডের নামের তিন অক্ষর ইংরেজীতে লিখুন। যেমন- ঢাকা বোর্ড হলে DHA আর মাদ্রাসা বোর্ড হলে MAD আর কারিগরি বোর্ড হলে TEC লিখুন। এরপর আবারও একটি স্পেস দিন।

পরীক্ষার্থীর নিজ রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। যেমন- 321243। এক্ষেত্রে রোল নম্বর প্রবেশপত্র দেখে লিখুন, যাতে ভুল না হয়। এরপর আরেকটি স্পেস দিন।

সবশেষ লিখুন ইংরেজী সংখ্যায় পরীক্ষার বছর। যেমন 2023। এবার মেসেজ লেখা শেষ।

এখন মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে। যে কোন অপারেটরের সিম থেকে এই মেসেজ পাঠানো যাবে।

কিছু সময়ের মধ্যে ফিরতি মেসেজে, পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড পয়েন্ট অথবা প্রতিটি বিষয়ের জিপিএ/নম্বর সহ রেজাল্ট পাওয়া যাবে।

বিঃ দ্রঃ- রেজাল্ট প্রকাশের দিন মোবাইল নেটওয়ার্ক ব্যস্ত থাকার কারণে ফিরতি মেসেজ আসতে সামান্য দেরী হতে পারে। তাই ধৈর্য্য না হারিয়ে অপেক্ষা করুন। অধবা ভিন্ন কোন মোবাইল থেকে থেকে একাধিক মেসেজ দিয়ে রাখতে পারেন।

নিচের দুটি উদাহরণে ঢাকা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের মেসেজের নমুনা দেওয়া হলো-

ঢাকা বোর্ডের কল্পিত একজন পরীক্ষার্থীর মেসেজের নমুনা।

SSC<স্পেস>DHA<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222

মাদ্রাসা বোর্ডের পরীক্ষার্থীদের নমুনা মেসেজ দেখুন।

DAKHIL<স্পেস>MAD<স্পেস>321245<স্পেস>2023 Send to 16222

লক্ষ্য করুন: পরীক্ষার্থীর নিজ রেজাল্ট দেখতে, বোর্ডের নাম ও রোল নম্বর পরিবর্তন করে নিজ বোর্ড ও রোল নম্বর সঠিকভাবে লিখতে হবে।

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের ইংরেজী নামের প্রথম তিন অক্ষর

এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার সুবিধার জন্য নিচের অনুচ্ছেদে দেশের সকল বোর্ডের নামের প্রথম তিন অক্ষর যুক্ত করা হলো।

ঢাকা শিক্ষা বোর্ড: DHA

চট্রগ্রাম শিক্ষা বোর্ড: CHI

রাজশাহী শিক্ষা বোর্ড: RAJ

যশোর শিক্ষা বোর্ড: JES

সিলেট শিক্ষা বোর্ড: SYL

কুমিল্লা শিক্ষা বোর্ড: COM

দিনাজপুর শিক্ষা বোর্ড: DIN

বরিশাল শিক্ষা বোর্ড: BAR

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: MYN

মাদ্রাসা শিক্ষা বোর্ড: MAD

কারিগরি শিক্ষা বোর্ড: TEC

মোবাইল এসএমএস এর মাধ্যমে ২০২৩ সালের এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট পেতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট প্রকাশ ২৮ জুলাই ২০২৩

ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৩ (Dhaka Board SSC Result 2023)

BTEB Result 2023: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড

“SSC-Dakhil Result 2023 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট”-এ 2-টি মন্তব্য

মন্তব্য করুন