SSC Result 2024: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

SSC Result 2024 (All Education Board): ২০২৪ সালের এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রেজাল্ট অনলাইনে দেখার নিয়ম জানুন।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার রেজাল্ট ১২ মে তারিখ রবিবার সকাল ১১টার সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

All Board SSC Result 2024: অনলাইনে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

দেশের সকল শিক্ষা বোর্ডের ২০২৪ সালের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারেরও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়। সেশন জট এড়াতে রেজাল্ট খুব অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ১২ মে তারিখে এসএসসি সমমানের রেজাল্ট প্রকাশ করা হবে।

২০২৪ সালের এসএসসি সমমান রেজাল্ট প্রকাশের পর, অনলাইনে ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে সহজে ঘরে বসে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।

নিচের অনুচ্ছেদ থেকে অনলাইনে ও মোবাইল এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার বিস্তারিত নিয়ম জানা যাবে।

আরো জানুন:

এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট ১২ মে ২০২৪ তারিখে

লক্ষ্য করুন: পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড ও প্রতিটি বিষয়/পত্রের নাম্বার সহ এসএসসি রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

মার্কশীট (নাম্বার) সহ এসএসসি দাখিল রেজাল্ট ২০২৪ (সকল শিক্ষা বোর্ড)

সকল বোর্ডের অনলাইনে এসএসসি-দাখিল ও সমমান রেজাল্ট দেখার নিয়ম

দেশের সাধারণ ৯ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের ভোকেশনাল(এসএসসি-দাখিল) পরীক্ষার রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে।

Education Board Bangladesh নামের ওয়েবসাইট থেকে, শুধুমাত্র পরীক্ষার্থীর রোল ও রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।

শুধু তাই নয়, এখানে দেশের সকল শিক্ষা বোর্ডের ১৯৯৬ সাল হতে ২০২৩ সালের এসএসসি, এইচএসসি সমমান পরীক্ষার সমূদয় রেজাল্ট সংরক্ষিত আছে।এখান থেকে যে কোন বোর্ড ও সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

২০২৪ সালের এসএসসি-দাখিল ও সমমানের রেজাল্ট জানতে, নিচের ঠিকানাটি ব্রাউজারের লিখে তা ব্রাউজ করুন।

http://www.educationboardresults.gov.bd/

আশা করি বোর্ড রেজাল্ট সার্চ পাতার ঠিকানাটি লিখে ব্রাউজ করে, নিচের ছবির মত Intermediate and Secondary Education Boards Bangladesh নামক ওয়েবসাইটে অবস্থান করছেন।

এই রেজাল্ট সার্চ পাতাটিতে পরীক্ষার্থীর কিছু তথ্য নির্বাচন ও লিখে, সবশেষে Submit বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন।

All Board Online SSC Result 2024

২০২৪ সালের এসএসসি রেজাল্ট দেখতে, পরীক্ষার্থীর কোন কোন তথ্য নির্বাচন ও লিখতে হবে তার বিস্তারিত জানুন।

  • Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করুন। যেমন- SSC/dakhil, এসএসসি ভোকেশনাল হলে SSC(Vocational) নির্বাচন করুন।
  • Year: এখানে পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন- 2024।
  • Board: পরীক্ষার্থীর নিজ বোর্ড নির্বাচন করুন। যেমন- Dhaka।
  • Roll: এখানে পরীক্ষার্থীর নিজের রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
  • Reg: No: পরীক্ষার্থীর নিজ রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন।
  • 6+9: এখানে যে দুটি দুটি সংখ্যা থাকবে, তাদের যোগফল ডানের ঘরে ইংরেজী সংখ্যায় লিখতে হবে।
  • Submit: সবশেষে Submit বাটনে ক্লিক করে কিছু মুহূর্ত অপেক্ষা করলে, নতুন পাতায় শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট সহ রেজাল্ট দেখা যাবে।

২০২৪ সালের সকল বোর্ডের এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষার রেজাল্ট দেখতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

SSC-Dakhil Result 2024 By SMS: মোবাইলে এসএসসি-দাখিল রেজাল্ট

BTEB Result 2024: HSC (Voc-BM) Diploma SSC (Vocational)

তথ্যসূত্র-

Education Board Bangladesh

“SSC Result 2024: অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম”-এ 4-টি মন্তব্য

  1. I am waiting for SSC exam

    জবাব
  2. কত সাল পর্যন্ত রেজাল্ট অনলাইনে দেখা যায়??

    জবাব
    • খুব সম্ভবত ১৯৯৬ সাল থেকে বর্তমান প্রকাশিত রেজাল্ট পর্যন্ত।

  3. Sarkar Bazar High school

    জবাব

মন্তব্য করুন