Home » NTRCA Recent Result Update (MCQ, Written, Final Exam)

NTRCA Recent Result Update (MCQ, Written, Final Exam)

NTRCA Recent Result Update

NTRCA Recent Preliminary MCQ, Written and Final Exam Result Update. সাম্প্রতিক এনটিআরসিএ প্রিলিমিনারি, লিখিত ও ফাইনাল পরীক্ষার ফলাফল দেখুন। এই প্রতিবেদন থেকে প্রকাশিত শিক্ষক নিবন্ধন রেজাল্ট জানার নির্দেশনা পাবেন।

সদ্য সংবাদ: ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

Non-Government Teachers’ Registration & Certificatuion Authority (NTRCA) Recent MCQ, Written Final Result

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), দেশের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ ও পদায়নের একমাত্র নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।

যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগের লক্ষ্যে কর্তৃপক্ষ শিক্ষক নিবন্ধন পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে করে। এতে শিক্ষকতার পেশায় আগ্রহী ব্যক্তি, প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এনটিআরসিএ তার দাপ্তরিক ওয়েবসাইটে প্রতিটি পরীক্ষার পর ফলাফল প্রকাশ করে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে জাতীয় মেধা তালিকা প্রস্তুত করে। আর এই ফলাফল ও প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে, সর্বোচ্চ নম্বর প্রাপ্তরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্ত হন।

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণের কিছুদিনের মধ্যে কর্তৃপক্ষ অনলাইনে ফলাফল প্রকাশ করে। আবার উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়।

মোবাইলে বার্তায় ফলাফল পেতে নিবন্ধনের সময় দেওয়া মোবাইল নম্বর সচল রাখুন। তাহলেই খুব সহজে তাৎক্ষনিক নিবন্ধনের ফলাফল জানা যাবে।

আর অনলাইনে যে কোন পরীক্ষার ফলাফল জানতে, প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

আরো দেখুন:

Shikkhok Batayon Registration & Login: শিক্ষক বাতায়ন নিবন্ধন

NTRCA Recent Notice, News, Circular: এনটিআরসিএ সংবাদ

এনটিআরসিএ (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) প্রিলিমিনারি, লিখিত ও ফাইনাল পরীক্ষার ফলাফল

শিক্ষক নিবন্ধন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া অনলাইনে সম্পাদিত হয়। যেমন- আবেদন গ্রহণ, প্রবেশপত্র বিতরণ, পরীক্ষার সময়সূচী, ফলাফল প্রকাশ ইত্যাদি। এসব কাজে প্রযুক্তিগত সহায়তা করে, বাংলাদেশের একমাত্র সরকারী মোবাইল অপারেটর টেলিটক।

Teletalk ওয়েবসাইট এর http://ntrca.teletalk.com.bd/result পাতায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। তাই ফলাফল প্রকাশ মাত্রই অনলাইনে যুক্ত হোন।

শিক্ষক নিবন্ধন এর প্রিলিমিনারি এমসিকিউ, লিখিত ও ফাইনাল পরীক্ষার রেজাল্ট জানতে নিচের পদক্ষেপ অনুসরণ করুন।

প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজারের অ্যাড্রেসবারে NTRCA Result Page এর উপরোক্ত ঠিকানাটি লিখুন।

এবার তা ব্রাউজ করুন। নিচের ছবির মত পাতাটি ওপেন হবে।

NTRCA Teletalk Recent Result Form

উপরোক্ত ছবির মত এনটিআরসিএ রেজাল্ট সার্চ পাতাটি ওপেন হলে প্রয়োজনীয় তথ্য দিন।

তীর নির্দেশীত প্রথম Roll No লেখা ডানদিকে টেক্স বক্সে, রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখুন। এক্ষেত্রে নিশ্চিত হওয়ার জন্য, নিবন্ধন পরীক্ষার প্রবেশপত্র বের করে সঠিক রোল জেনে নিন।

Exam লেখা ডান দিকের সিলেক্ট বক্সের, Select One লেখার উপর ক্লিক করুন। এখানে বিগত পরীক্ষা সহ সম্প্রতি প্রকাশিত পরীক্ষার নাম সম্বলিত কতকগুলো লিংক দেখা যাবে। এখানে কাঙ্খিত পরীক্ষার নাম সিলেক্ট করুন।

সবশেষে Submit বাটনে ক্লিক করে, পরীক্ষা সংক্রান্ত তথ্য জমা দিন। কিছু সময়ের মধ্যে নতুন পাতায় প্রাপ্ত ফলাফল দেখতে পারেন।

এখানে উল্লেখ্য যে, কখনো ফলাফল প্রকাশের দিন টেলিটক সার্ভার অনেক ব্যাস্ত থাকে। তাই ফলাফল পেতে কিছুটা সমস্যা হতে পারে। এক্ষেত্রে ধৈর্য না হারিয়ে বারবার চেষ্টা করতে থাকুন।

এছাড়া আগেই উল্লেখ করেছি, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে বার্তায় ফলাফল জানানো হয়।

মোবাইলে ফলাফল পেতে, নিবন্ধন আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরটি সচল রাখুন।

আরো পড়ুন:

শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৬তম)

NTRCA Noice, Circular, Exam Result, Merit list NTRCA News

শিক্ষক নিবন্ধন পরীক্ষার সম্প্রতি প্রকাশিত যে কোন তথ্যের জন্য আমাদের লিখে জানান।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

এনটিআরসিএ অফিসিয়াল ওয়েবসাইট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

One Comment