IAU Recent Notice: Islamic Arabic University: iau.edu.bd

IAU Recent Notice (Islamic Arabic University): ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রকাশিত সাম্প্রতিক নোটিশ দেখুন www.iau.edu.bd ওয়েবসাইটে।

এই প্রতিবেদন থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের দপ্তরিক ওয়েবসাইটে প্রকাশিত নোটিশ দেখার সহজ নিয়ম জানতে পারবেন।

সদ্য সংবাদ: ২০২১ সালের ফাজিল পাস ১ম ২য় ও ৩য় বর্ষের পরীক্ষার রেজাল্ট ১৬ অক্টোবর তারিখে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত রেজাল্ট দেখতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

IAU Recent Notice (Islamic Arabic University) Office Order Examiner List

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর দাপ্তরিক ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রতিষ্ঠানটির সকল তথ্য পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, নিবন্ধন, পরীক্ষা, ফলাফল, অফিস অর্ডার, পরীক্ষক তালিকা সহ সকল কার্যক্রমের তথ্য ও নোটিশ অনলাইনে প্রকাশ করে।

মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে অনলাইনে যুক্ত হয়ে, দেশের যে কোন প্রাপ্ত থেকে এ সকল তথ্য দেখা ও ভবিষ্যৎ প্রয়োজনের জন্য তা সংরক্ষণ করা যায়।

বিশ্ববিদ্যালয়টির সম্প্রতি প্রকাশিত নোটিশ ও প্রশাসনিক কার্যাবলীর তথ্য সহজে খুঁজে পেতে, প্রতিবেদনটি সহায়ক হতে পারে। তাই মনোযোগ সহকারে লেখাটি কয়েকবার পড়ে, কাঙ্খিত নোটিশ ও তথ্য খোঁজার চেষ্ঠা করুন।

প্রথমে প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কিছু তথ্য, যেমন- ওয়েবসাইটের ঠিকানা, ফোন নম্বর ও ইমেইল আইডি জেনে রাখুন।

Islamic Arabic University (IAU): সংক্ষিপ্ত পরিচিতি

বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হওয়ায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম। দেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও যুগোপযোগী করতে ২০১৩ খ্রিষ্টাব্দে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। উচ্চতর মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এটি একটি সরকারি পাবলিক বিশ্ববিদ্যালয়।

ভৌগলিক অবস্থান: বাড়ি নম্বর: ১২৪/৯০/০৩, ব্লক-বি, সড়ক নম্বর: ০২, পশ্চিম ধানমন্ডি মেইন রোড, বছিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২৩১।

ওয়েবসাইট: https://iau.edu.bd

ইমেইল: iaudhaka@gmail.com

ফোন: বিশ্ববিদ্যালয় এর সকল কর্মকর্তার যোগাযোগের ফোন নম্বর পাওয়া যাবে নিচের যোগাযোগ পাতায়: https://iau.edu.bd/contact/

IAU Recent Notice: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) নোটিশ দেখার নির্দেশনা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অফিসিয়াল ওয়েবসাইট নোটিশ বোর্ড হতে নোটিশ দেখতে, ইন্টারনেট যুক্ত মোবাইল/কম্পিউটারের একটি ব্রাউজার ওপেন করুন।

ব্রাউজারের অ্যাড্রেসবারে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের হোমপেজের ঠিকানা লিখুন।

ঠিকানা- https://iau.edu.bd

এবার কী-বোর্ডের Enter অথবা Go বাটনে ক্লিক করে এর হোমপেজ ব্রাউজ করুন।

হোমপেজে পৌঁছে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন, হোমপেজের প্রথম দিকে সর্বশেষ লেখা অংশে কতকগুলো নোটিশ শিরোনাম ডান থেকে বাম দিকে ক্রল করছে।

কিছুক্ষণ মনোযোগ সহকারে নোটিশ শিরোনামের দিকে চোখ রাখুন। প্রয়োজনীয় নোটিশ শিরোনাম দেখা মাত্রই শিরোনামের উপর ক্লিক করুন।

কিছু সময়ের মধ্যে নতুন পাতায় পিডিএফ ফরম্যাটে প্রকাশিত নোটিশ দেখতে পাবেন। নোটিশটি সংরক্ষণ করে রাখতে চাইলে, নোটিশের উপরে ডান দিকে প্রিন্টার বাটনের পাশে Download আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইল/কম্পিউটারে তা সংরক্ষিত হবে।

হোমপেজের নিচের দিকে সকল নোটিশ লেখা আরেকটি অংশে, সম্প্রতি প্রকাশিত নোটিশ পাওয়া যাবে। এখানে পাঁচটির মত নোটিশ দেখা যায়। কাঙ্খিত নোটিশ দেখতে শুধুমাত্র নোটিশ শিরোনামের উপর ক্লিক করতে হবে।

এছাড়া পাশের ডাউনলোডমুজিব শতবর্ষ লেখা অপশনেও নোটিশ বা অফিস আদেশ প্রকাশিত হয়।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় নোটিশ বোর্ড হতে সহজে সকল নোটিশ দেখার নির্দেশনা

আরো সহজে নোটিশ পাতা হতে সম্প্রতি প্রকাশিত নোটিশ, আফিস আদেশ, পরীক্ষক তালিকা সহ সকল তথ্য একসাথে পাওয়া যাবে।

নোটিশ পাতার ঠিকানা: https://iau.edu.bd/notice

ব্রাউজারে ঠিকানাটি লিখে তা ব্রাউজ করুন। নিচের ছবির মত বিজ্ঞপ্তি লেখা পাতাটি দেখা যাবে।
IAU Recent Notice Board Office Order

আশা করি উপরোক্ত ছবির মত বিজ্ঞপ্তি লেখা পাতাটি ব্রাউজারে দেখতে পাচ্ছেন। এখানে বিশ্ববিদ্যালয় এর সকল কার্যক্রমের তথ্য প্রকাশ করা হয়। শুধু এই পাতাটি প্রত্যেকদিন ব্রাউজ করলে, প্রতিদিনকার আপডেট তথ্য পাওয়া যাবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের বিজ্ঞপ্তি পাতায় দিন ও তারিখের সময়ানুক্রমে সকল নোটিশ দেখা যাবে।

নোটিশ দেখতে এখানেও নোটিশ শিরোনামের উপর ক্লিক করতে হবে। কিছু সময়ের মধ্যে নতুন পাতায় নোটিশটি দেখা যাবে।

বিঃ দ্রঃ- বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশিত সকল নোটিশ পিডিএফ (PDF) ফরম্যাটে প্রকাশিত হয়। তাই এগুলো দেখতে আপনার মোবাইল/কম্পিউটারে অ্যাডবি রিডার বা অনুরূপ সফটওয়ার বা অ্যাপস এর প্রয়োজন হবে। অনলাইনে এই সফটওয়ার বিনামূল্যে পাওয়া যায়।

IAU Recent Notice: Islamic Arabic University এর ওয়েবসাইট হতে সম্প্রতি প্রত্যাশিত নোটিশ খুঁজে পেতে সমস্যা হলে আমাদের জানান।

লেখাটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

“IAU Recent Notice: Islamic Arabic University: iau.edu.bd”-এ 16-টি মন্তব্য

    • আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন। শিক্ষা প্রতিষ্ঠানের পরামর্শ নিয়ে দ্রুত ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ও প্রবেশ পত্রের আবেদন করুন। ধন্যবাদ।

  1. ২০১৮-১৯ সেশনের কামিল ২য় বর্ষের ফাইনাল পরীক্ষার রুটিন সংক্রান্ত বা পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ জানালে উপকৃত হবো।

    জবাব
    • আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এর ক্যাম্পাস রয়েছে অধিভুক্ত দেশের বিভিন্ন মাদ্রাসায়।

    • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশবোর্ডে নিয়মিত চোখ রাখুন। এখান থেকে পরীক্ষার রেজাল্টের সংবাদ জানতে পারবেন।

মন্তব্য করুন