Home » দাখিল পরীক্ষার রুটিন ২০২২: Dakhil Routine 2022 PDF Download

দাখিল পরীক্ষার রুটিন ২০২২: Dakhil Routine 2022 PDF Download

দাখিল পরীক্ষার রুটিন ২০২২ (Dakhil Routine 2022)

২০২২ সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। Madrasah Board Dakhil Exam Routine 2022 PDF Download. স্থগিত দাখিল পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ থেকে।

লক্ষ্য করুন: ২০২৩ সালের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন ২০ ফেব্রুয়ারি তারিখে প্রকাশ করা হয়েছে। নিচের প্রতিবেদন থেকে দাখিলের রুটিন সংগ্রহ করা যাবে।

মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন (সময়সূচি) ২০২২: Dakhil Exam Routine 2022 PDF Download

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ২০২২ সালের মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার রুটিন (সময়সূচি) প্রকাশ করেছে।

৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখে বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে (www.bmeb.gov.bd), দাখিল পরীক্ষার সময়সূচি সম্বলিত রুটিন প্রকাশ করা হয়। (নিচের অনুচ্ছেদে দাখিল পরীক্ষার পরিবর্তনকৃত সময়সূচি দেখুন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত দাখিলের রুটিনের পিডিএফ কপি, বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

এছাড়া এই প্রতিবেদনের নিচের অনুচ্ছেদে দাখিল পরীক্ষার রুটিনের অনুলিপি যুক্ত করা আছে। এখান থেকে সহজে পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

2022 সালের দাখিল পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এছাড়া প্রশ্নের সংখ্যা ও পূর্ণমান কমিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দাখিলের সংক্ষিপ্ত সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন অনেক আগেই প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

দাখিল পরীক্ষা ২০২২: সংক্ষিপ্ত সিলেবাস ও পরীক্ষার নম্বর বিভাজন

Alim Exam Form Fill-up 2022: আলিম পরীক্ষার ফরম পূরণ ২০২২

মাদ্রাসা বোর্ড দাখিল পরীক্ষার সংশোধিত সময়সূচি ২০২২

বোর্ডের তথ্য অনুসারে, মাদ্রাসার দাখিল ও সাধারণ ৯ বোর্ডের এসএসসি পরীক্ষা একই দিনে শুরু হবে। দাখিল ও সাধারণ বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হবে ১৫/০৯/ ২০২২ খ্রি. তারিখ বৃহস্পতিবার থেকে।

দাখিলের ব্যবহারিক বিষয় ছাড়া তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ০৩/১০/২০২২ খ্রি. তারিখ সোমবারে।

ব্যবহারিক বিষয়ের পরীক্ষা চলবে ১০/১০/২০২২ সোমবার থেকে ১৫/১০/২০২২ খ্রি. তারিখ শনিবার পর্যন্ত।

দাখিলের প্রতি দিনের পরীক্ষা শুরু হবে বেলা ১১টা হতে। পরীক্ষা একটানা চলবে দুপুর ১ টা পর্যন্ত। মোট দুই ঘন্টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নৈর্ব্যক্তিক ও সৃজনশীল পরীক্ষার মধ্যে কোন প্রকার বিরতি থাকবে না।

৮ আগস্ট প্রকাশিত মাদ্রাসার সংশোধিত দাখিল পরীক্ষার সময়সূচি ও নির্দেশনাবলী সম্পর্কে আর জানুন মাদ্রাসা বোর্ডের প্রকাশিত রুটিন থেকে।

দাখিল পরীক্ষার রুটিন ২০২২

  • উপরে সংযুক্ত রুটিনের কপিতে কোন প্রকার অস্পষ্টতা দেখলে মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রকাশিত এর মূল পিডিএফ কপি সংগ্রহ করুন এখান থেকে

পরীক্ষার্থী ও কেন্দ্র সচিবদের প্রতি বোর্ডের জরুরী নির্দেশাবলী জানুন নিচের অনুচ্ছেদ থেকে।

মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষা সম্পর্কে বিশেষ পালনীয় নির্দেশাবলি

মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্য ১৩টি বিশেষ নির্দেশনা দিয়েছে। পরীক্ষা সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলতে হবে।

১. পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষণ গ্রহণ করতে হবে । সকল বিষয়ের পরীক্ষার সময় হবে ০২ (দুই) ঘন্টা । সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে MCQ বিষয়ের জন্য ২০ মিনিট, CQ এর জন্য ১ ঘন্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে ।

৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিনদিন পূর্বে সংগ্রহ করতে হবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা (১৪২) এবং ক্যারিয়ার শিক্ষা (১৪৫) বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়ণের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে।

৬. পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

৭. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয়/বিষয় সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে । কোন অবস্থাতেই ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

৯. পরীক্ষার্থীরা পরীক্ষায় নন-প্রোগ্রামেবল” সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

১০. কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেহ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিব যোগাযোগের স্বার্থে সাধারণ (নন-এন্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

১১. সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে।

১২. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রস্থিত মাদ্রাসায় বিজ্ঞান বিভাগ না থাকলে বিজ্ঞান বিভাগ আছে এমন মাদ্রাসায় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৩. পরীক্ষার ফল প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে পুন:নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

দাখিল পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের জরুরী নির্দেশনার বিস্তারিত জানুন নিচের বিজ্ঞপ্তি থেকে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন ২০২২

 

2022 সালের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার রুটিন সম্পর্কে আরো জানার থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

দাখিল পরীক্ষার মানবন্টন (নম্বর বন্টন) নির্দেশিকা ২০২২

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

44 Comments

  1. Md bayjid islam বলেছেন:

    পরীক্ষার রুটিন

    1. কামিল আহমেদ বলেছেন:

      দাখিল পরীক্ষার রুটিন ২০২২

    2. দাখিলের রুটিন এই প্রতিবেদনে ছবি আকারে যুক্ত করা আছে।

    3. owasif hassan বলেছেন:

      দাখিল ২০২২কত পেলে A+ আবার কত পেলে A গ্রেড।

    4. আগের নিয়মে ৮০% বা উপরে পেলে এ+।

    5. MD meshkat Ahmad বলেছেন:

      মাদ্রাসা বোর্ডের পার্সোনাল ওয়েব সাইট কিভাবে বের করব

    6. অনলাইনে করতে হবে। এই প্রতিবেদনে তার নির্দেশনা দেওয়া আছ।

    7. AL Mamun বলেছেন:

      স্কুলের পরীক্ষার রুটিন দিছে।
      মাদ্রাসার পরীক্ষার রুটিন কোথায়?

    8. এখনো স্থগিত দাখিল-এসএসসির রুটিন প্রকাশ করা হয়নি।

  2. MD Sojib Rana বলেছেন:

    আমি 2022 সালে একজন দাখিল পরীক্ষার্থী আমি 2022 সালের দাখিল পরীক্ষার রুটিন চাই

    1. এই প্রতিবেদনে দাখিলের রুটিনের ছবি সংযুক্ত করা আছে। রুটিনটি দেখতে না পেলে পাতাটি পুনরায় লোড করুন।

    2. Md. Sakib hasan বলেছেন:

      আসসালামু আলাইকুম আমাদের পরিক্ষা কবে সার।

    3. দাখিল পরীক্ষা আগস্টে হতে পারে। এমনই কথা বলেছেন শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    4. Mishkat বলেছেন:

      এখনো মাদ্রাসা বোর্ডের রুটিন পাই নাই কেন।

  3. সিপন বলেছেন:

    বিঙগান বিভাগ বিষয় কিকি২০২২

    1. এই রুটিনে যে সব বিষয় আছ তার পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনি বিস্তারিত জানতে আপনার প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে যোগাযোগ করুন।

  4. MD.RAKIB HOSSAN বলেছেন:

    চিন্তা করার কি আছে আগে যে নিয়মে হয়েছিল সেই রকম হবে।,,
    শিক্ষামন্ত্রী আদেশ কর্তৃপক্ষ,,

  5. রুটিন তো আগের টা ই নতুন রটিন দিবে কত তারিখে

    1. নতুন রুটিন এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হলে এখানে তা যুক্ত করা হবে।

  6. Md Aminul Islam বলেছেন:

    দাখিল এসএসসি পরীক্ষার বিষয়ে বর্তমানে কি সিদ্ধান্ত এসেছে কয় বিষয়ে পরীক্ষা হবে এবং এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত প্রশ্ন এবং রিটানে আলাদা আলাদা কি পাস করতে হবে পরীক্ষার রুটিন কখন প্রকাশ হবে আশা করি জানাবেন ।
    আপনাদের ওয়েবসাইটে নতুন কোন আপডেট দেয়া নেই কেন ভুয়া আপডেট দেন কেন সেটাও জানাবেন।

    1. এখনো নতুন রুটিন প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হলে এই প্রতিবেদনে যুক্ত করা হবে।

  7. মনির বলেছেন:

    নতুুন রুটিন কখন পেতে পারি ?

    1. এখনো স্থগিত দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি। বোর্ডে রুটিন প্রকাশ করা হলে আমরা এই প্রতিবেদনে তা যুক্ত করে দেব। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

  8. MD meshkat Ahmad বলেছেন:

    আমি,২০২২ সালের দাখিল পরীক্ষার্থী,,, অনেক খোঁজাখুঁজি করেও আমি আমাদের এক্সাম রুটিন খুঁজতে ব্যার্থ ,,, প্লিজ স্যার আপনারা দয়া করে জানাবেন মাদ্রাসার রুটিন কবে প্রকাশিত হবে

    1. মাদ্রাসার দাখিল পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হলে আমরা এই প্রতিবেদনে তা যুক্ত করবো। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

    1. স্থগিত পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশ করা হলে আমরা এই প্রতিবেদনে যুক্ত করবো।

  9. Masum billah বলেছেন:

    exam koi subject a hoba and manbonthon tao diban please

  10. মোঃরাকিব হোসেন বলেছেন:

    স্যার দাখিল স্থগিত পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে একটু জানাবেন প্লিজ

    1. এখনো প্রকাশ করা হয়নি। চলতি সপ্তাহে প্রকাশের সম্ভাবনা আছে।

  11. আলমগীর বলেছেন:

    মাদ্রাসা বোর্ডের রুটিনটা খুঁজে পাচ্ছি না.

    1. দাখিলের রুটিন এখনো প্রকাশ করা হয়নি।

  12. MD.RAKIB HOSSAN বলেছেন:

    আচকের মদ্যে দাখিল পরীক্ষার রুটিন চাই বিকাল ৫:০০ টার মদ্যে

  13. Mishkat বলেছেন:

    এখনো মাদ্রাসা বোর্ডের রুটিন পাই নাই কেন।

    1. এখনো বোর্ডের ওয়েবসাইটে রুটিন প্রকাশ করা হয়নি।

  14. SHAMIM AHMAD FAIYAAZ বলেছেন:

    আমাদের রুটিন কি এখনো প্রকাশিত হয় নাই?

    1. এখন পর্যন্ত দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি।

  15. Md Masum বলেছেন:

    দাখিল পরীক্ষার রুটিন চাই২০২২ সালের

    1. এখন পর্যন্ত দাখিলের রুটিন প্রকাশ করা হয়নি।

  16. Rafsan Mahmud বলেছেন:

    দাখিল পরিক্ষায় আমাদের এখন কত মার্কের উত্তর দিতে হবে? এবং আমাদের প্রশ্নে কোনো গ্রুপ আছে কি?

  17. Arif khan বলেছেন:

    রুটিন দাখিল ৮ম শ্রেণির চাই