Home » দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)

দাখিল-আলিম সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (বাংলা-ইংরেজী)

২০২২ সালের মাদ্রাসার দাখিল-আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের অধিকতর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মাদ্রাসা বোর্ড দাখিল-আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী সংক্ষিপ্ত (শর্ট) সিলেবাস ২০২২ PDF

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২২ সালের দাখিল-আলিম পরীক্ষার বাংলা ও ইংরেজী বিষয়ের তিন পত্রের অধিকতর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।

মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে বাংলা-ইংরেজী বিষয়ের ৩ পত্রের অধিকতর পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করা হয়।

বোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক প্রফেসর ড. রিয়াদ চৌধুরী স্বাক্ষরিত শর্ট সিলেবাসের পিডিএফ কপি, ২৪ জানুয়ারি বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

উল্লেখ্য, সাধারণ বোর্ডের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একই বিষয়ের অধিকতর সংক্ষিপ্ত সিলেবাস ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। এসএসসি-এইচএসসির পরীক্ষার বাংলা ইংরেজী বিষয়ের সিলেবাস সংগ্রহ করতে নিচের প্রতিবেদন পড়ুন।

২০২২ সালের দাখিল-আলিম ও সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজী বিষয়ের পরীক্ষা এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে।

করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়, এই দুই বিষয়ের সিলেবাস আবারো বিষয়বস্তু কমিয়ে প্রকাশ করা হয়েছে। এর আগে দাখিল-আলিম সহ সমমানের পরীক্ষার সিলেবাস ৩০% কমিয়ে প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের দাবীর মুখে দাখিল-আলিম ও সমমান পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের সিলেবাসের বিষয়বস্তু আরো কমানো হয়েছে বলে জানা গেছে। তবে দাখিল-আলিমের অন্য বিষয়গুলোর সিলেবাস আর কমানো হয়নি।

মাদ্রাসা বোর্ডের দাখিল সংক্ষিপ্ত সিলেবাস (বাংলা-ইংরেজী) প্রকাশের বিজ্ঞপ্তি দেখুন

দাখিল সংক্ষিপ্ত সিলেবাস (বাংলা-ইংরেজী) প্রকাশের বিজ্ঞপ্তি ২০২২

মাদ্রাসার আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি (সংক্ষিপ্ত সিলেবাস) প্রকাশের বিজ্ঞপ্তি দেখুন

আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ২০২২ (সংক্ষিপ্ত সিলেবাস)

নিচের অনুচ্ছেদে প্রদত্ত লিংক থেকে, দাখিল-আলিমের নতুন করে পুনর্বিন্যাস করা সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করা যাবে।

আরো জানুন:

Dakhil Assignment 2022: দাখিল পরীক্ষার এসাইনমেন্ট ২০২২

Alim Assignment 2022: আলিম পরীক্ষার এসাইনমেন্ট ২০২২

দাখিল-আলিম পরীক্ষার বাংলা-ইংরেজী বিষয়ের নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ২০২২ (পিডিএফ)

মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইট প্রকাশিত বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাসের পিডিএফ কপি নিচের লিংক থেকে সরাসরি সংগ্রহ করা যাবে।

আমরা শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে পিডিএফ কপি পাশাপাশি ইমেজ ভার্সনের সিলেবাস কপি সংরক্ষণ করেছি। বোর্ডের ওয়েবসাইটে সিলেবাসের কপি না পেলে নিচের লিংক থেকে ইমেজ ভার্সনের কপি সংগ্রহ করুন।

মাদ্রাসা বোর্ড ওয়েবসাইটে প্রকাশিত দাখিলের বাংলা-ইংরেজী বিষয়ের সিলেবাসের পিডিএফ সংগ্রহ করুন এখান থেকে

আর আলিম সিলেবাসের পিডিএফ কপির সিলেবাস সংগ্রহ করা যাবে এখান থেকে

উপরের লিংক থেকে সিলেবাস সংগ্রহ করতে বা পিডিএফ কপি পড়তে অসুবিধা হলে, নিচের লিংক থেকে সিলেবাসের ইমেজ কপি সংগ্রহ করুন।

ইমেজ কপির দাখিল সিলেবাস সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

আর আলিম সিলেবাস পাওয়া যাবে এখান থেকে

২০২২ সালের দাখিল-আলিমের বাংলা-ইংরেজী বিষয়ের তিন পত্রের সিলেবাসের কপি সংগ্রহ করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

এসএসসি/দাখিল-এইচএসসি/আলিম ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের খবর

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

তথ্যসূত্র-

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 Comments

  1. saon বলেছেন:

    আমার দাখিলের ২০২২ এর সকল বিষয় এর সেলেবাস লাগবে

    1. অপেক্ষা করুন। দাখিলের নতুন প্রকাশিত সিলেবাস প্রকাশ করা হবে।

    2. Habib Hasan বলেছেন:

      আমার ২০২২ সালের দাখিল পরীক্ষার সব বিষয়ের শর্ট সিলেবাস লাগবে।

    3. এখানে দাখিল পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহের লিংক দেওয়া আছে। প্রয়োজনে সংগ্রহ করুন।

  2. Mst taziri বলেছেন:

    আমাকে সকল বিষয় এর সিলেবাস লাগবে

    1. খুব শীঘ্রই প্রকাশ করা হবে। অপেক্ষা করুন।

    2. সহেল বলেছেন:

      হুম

    3. Hm Ismail বলেছেন:

      হিম

  3. RS Hafijur Rahman বলেছেন:

    এইচএসসি পরীক্ষা কয়টি বিষয়ের উপর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে পরীক্ষা হবে। এবং কত তারিখ পরীক্ষা হবে?……

  4. Smrity বলেছেন:

    Alhamdulillah onk kicho jante parlam ekhan theke.dhonnobad kortipokkhoke.