মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf [সরকারি-বেসরকারি মাদ্রাসা]

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। প্রকাশিত ছুটির তালিকা অনুসারে দেশের সকল সরকারি-বেসরকারি স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা বন্ধ থাকবে।

এই প্রতিবেদন থেকে ২০২৩ সালের মাদ্রাসার ছুটির প্রজ্ঞাপন ও বাষিক শিক্ষা বর্ষপঞ্জির pdf তালিকা দেখা ও ডাউনলোড করা যাবে ।

২০২৩ সালের সরকারি-বেসরকারি মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ (PDF)

২০২৩ সালের দেশের সরকারি-বেসরকারি সকল মাদ্রাসার ছুটির তালিকা ও বার্ষিক শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মাদ্রাসা অধিদপ্তর প্রকাশিত ছুটির তালিকা, অধিদপ্তরের অধীন স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার জন্য প্রযোজ্য হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত ছুটির প্রজ্ঞাপনটি, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর অধিদপ্তরে প্রকাশ করা হয়েছে।

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা মাদ্রাসা অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে, ২৯ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে প্রকাশিত হয়।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাদ্রাসায় মোট ৬৩ দিনের ছুটি থাকবে। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানের হাতে সংরক্ষিত থাকবে ৩ দিনের ছুটি।

আরো জানুন:

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

ব্যাংক লেনদেনের সময়সূচি ২০২২ (সকল ব্যাংকের অফিস খোলার সময়)

এবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার ছুটির প্রজ্ঞাপন ২০২৩

২০২৩ সালের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রকাশিত ছুটির তালিকা পূর্বে প্রকাশিত সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসরণে করা হয়েছে।

সরকারি ছুটির সাথে এখানে জাতীয় ও ধর্মীয় দিবসের ছুটিগুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়াও যুক্ত রয়েছে শীত ও গ্রীষ্মকালীন ছুটি।

মাদ্রাসার মোট ৬৩ দিনের ছুটির মধ্যে একটানা কিছু ছুটির কারণে মাদ্রাসা দীর্ঘ দিন বন্ধ থাকবে। এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস সমূহে প্রতিষ্ঠান ১ দিন করে বন্ধ থাকবে।

যে সকল ছুটির কারণে একটানা দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকবে

পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, লাইলাতুল-কদর, জুমাতুল বিদা, ও ঈদ-উল_ফিতর উপলক্ষে মাদ্রাসা ২৭ দিন বন্ধ থাকবে। এই ছুটি চলবে ২২ মার্চ থেকে ২৭ এপ্রিল ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ-উল-আযহা উদযাপনের জন্য মাদ্রাসা ১০ দিন বন্ধ থাকবে। এই ছুটি থাকবে ২৫ জুন থেকে ৬ জুলাই ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও ইসা (আঃ) জন্মদিন উপলক্ষে ১২ দিন মাদ্রাসা বন্ধ থাকবে। এই ছুটি চলবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত।

এছাড়া বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবস সমূহে ১ দিন করে মাদ্রাসায় ছুটি থাকবে। ছুটির তালিকায় থাকা তারকা চিহ্নিত ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল। চাঁদ দেখা সাপেক্ষে এই সব ছুটির দিন-তারিখ পরিবর্তন হতে পারে।

নিচের অনুচ্ছেদে যুক্ত ছুটির তালিকা হতে বিস্তারিত জানুন।

আরো পড়ুন:

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

মাদ্রাসার পরীক্ষার সময়সূচি ও শিক্ষাপঞ্জি pdf download 2023

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকার পাশপাশি মাদ্রাসার অনুষ্ঠিতব্য অর্ধ-বার্ষিক, বার্ষিক ও দাখিল নির্বাচনী পরীক্ষা ও ফল প্রকাশের সময়সূচি বেঁধে দেওয়া হয়েছে।

মাদ্রাসার শিক্ষাপঞ্জিতে উল্লেখিত সময়ে মাদ্রাসার পরীক্ষাগুলো অনুষ্ঠানের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার খাতা ন্যূনতম ১ বছর প্রতিষ্ঠানে সংরক্ষণের কথা বলা হয়েছে।

মাদ্রাসার সকল শ্রেণির শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত। ১ জানুয়ারি বই উৎসব পালন করতে হবে।

মাদ্রাসার অর্ধবার্ষিক পরীক্ষা ৪ জুন থেকে ২৪ জুন ২০২৩ খ্রি. তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করতে হবে ১০ জুলাই ২০২৩ খ্রি. তারিখ।

মাদ্রাসার বার্ষিক পরীক্ষা ২৩ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। আর ফল প্রকাশ করতে হবে ২৮ ডিসেম্বর।

দাখিল নির্বাচনী পরীক্ষা মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে বলে ছুটির তালিকায় বলা হয়েছে।

মাদ্রাসার পাবলিক পরীক্ষার কেন্দ্র থাকলে বিকল্প ব্যবস্থায় ক্লাস পরিচালনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্র নেই এমন সব মাদ্রাসায় পরীক্ষার সময় যথারীতি মাদ্রাসার ক্লাস চালু রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসার নিজস্ব পরীক্ষার প্রশ্নপত্র নিজেদের প্রণয়নের কথা বলেছে মাদ্রাসা অধিদপ্তর।

এ বিষয়ে আরো বিস্তারিত জানুন মাদ্রাসা অধিদপ্তরের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি হতে।

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা

মাদ্রাসার ছুটির প্রজ্ঞাপন ২০২৩

২০২৩ সালের মাদ্রাসার ছুটির তালিকা সংরক্ষণ করতে চাইলে, আপনার ব্রাউজারের বুকমার্কে সেভ করে রাখুন। এ বিষয়ে কোন কিছু জানার থাকলে আমাদের লিখে জানান।

আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

এমপিও নীতিমালা ও জনবল কাঠামো (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

One Comment

  1. Sawon বলেছেন:

    আলহামদুলিল্লাহ ভালো

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।