মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রুটিন ২০২১: দাখিল স্তরের ৬ষ্ঠ-১০ম শ্রেণির বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা অধিদপ্তর।
মাদ্রাসার দাখিল স্তরের ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণির বার্ষিক ও ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষার রুটিন ২০২১
দেশের সরকারি-বেসরকারি মাদ্রাসার দাখিল স্তরের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির বাষিক পরীক্ষা ও দাখিলের প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের ওয়েবসাইটে ১৪ অক্টোবর তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোঃ জিয়াউল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার দাখিল স্তরের শ্রেণি সমূহের বার্ষিক পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
মাদ্রাসার ৬ষ্ঠ-১০ম শ্রেণির বাষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষা ২৪/১১/২০২১ থেকে ৩০/১১/২০২১ খ্রি. তারিখের মধ্যে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার বিষয়, পূর্ণমান, সময় সহ এর সিলেবাস সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।
আরো পড়ুন: ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন), পরীক্ষা শুরু ১৪ নভেম্বর
মাদ্রাসার বার্ষিক পরীক্ষার বিষয়, পূর্ণমান ও সময়
বার্ষিক পরীক্ষার বিষয়: কুরআন মাজিদ ও তাজভীদ, বাংলা, ইংরেজী ও সাধারণ গণিত।
প্রতিটি বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্রের পূর্ণমান হবে ৫০ নম্বর।
০১ ঘন্টা ৩০ মিনিট সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার বাষিক পরীক্ষার সিলেবাস
উপরোক্ত বিষয়সমূহের যে সব অধ্যায় থেকে এসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং মাদ্রাসা খোলার পর যেসব অধ্যায়ের পাঠদান হয়েছে, সেসব অধ্যায় থেকে প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে।
পরীক্ষার প্রশ্নপত্রের নম্বর বিন্যাস
কুরআন মাজিদ ও তাজভীদ বিষয়ের মোট নম্বর ৫০। লিখিত ৩৫ আর এমসিকিউ ১৫ নম্বরের পরীক্ষা নিতে হবে।
বাংলা ১ম ও ২য় পত্রের মোট নম্বর ৫০। এর মধ্যে লিখিত ৩৫ আর এমসিকিউ পরীক্ষা হবে ১৫ নম্বরের।
ইংরেজী ১ম ও ২য় পত্রের পরীক্ষা হবে মোট ৫০ নম্বরের। এর মধ্যে ১ম পত্রের ৩০ নম্বর আর ২য় পত্রের নম্বর হবে ২০।
সাধারণ গণিত বিষয়ে পরীক্ষা হবে ৫০ নম্বরের। লিখিত ৩৫ আর এমসিকিউ পরীক্ষা হবে ১৫ নম্বরের।
উপরোক্ত পরীক্ষা নম্বরের সাথে চলমান এসাইনমেন্ট ৪০ নম্বর যুক্ত করতে হবে। এছাড়া আরো ১০ নম্বর যুক্ত হবে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর।
এবিষয়ে বিস্তারিত জানুন নিচে যুক্ত মাদ্রাসা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে
২০২১ সালের মাদ্রাসার বার্ষিক পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুসরণ করে গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ের বাইরে আর কোন বিষয়ের পরীক্ষা নেওয়া যাবে না বলে জানানো হয়েছে।
আরো দেখুন:
দাখিল পরীক্ষার মানবন্টন (নম্বর বন্টন) নির্দেশিকা ২০২১
তথ্যসূত্র-