Home » কারিগরি সেপ্টেম্বর এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

কারিগরি সেপ্টেম্বর এমপিও ২০২১: শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক ছাড়

কারিগরি সেপ্টেম্বর মাসের এমপিও ২০২১

কারিগরি সেপ্টেম্বর এমপিও ২০২১: এমপিওভুক্ত বেসরকারি কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতনের চেক ব্যাংকে ছাড় করা হয়েছে।

কারিগরি এমপিও শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। এর সাথে সেপ্টেম্বরের এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

এর আগে এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসার সেপ্টেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধিদপ্তরের দাপ্তরিক ওয়েবসাইটে ৬ সেপ্টেম্বর তারিখে, বেতন-ভাতা হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের এমপিও শিট অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। (নিচের অনুচ্ছেদে দেখুন)।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ১২/১০/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের সংযুক্ত বিজ্ঞপ্তিতে বেতনের স্মারক নম্বর উল্লেখ করা আছে। আর এমপিও শিটের কপি সংগ্রহ করুন নিচের অনুচ্ছেদের লিংক থেকে।

কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার নোটিশ

আরো পড়ুন:

মাদ্রাসা-কারিগরি প্রতিষ্ঠানের এমপিও আবেদন শুরু ১০ অক্টোবর

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

Technical Teacher September MPO Sheet 2021: কারিগরি সেপ্টেম্বর এমপিও ২০২১

নিচের লিংক থেকে সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/3543_File_September_2021.html

উপরের লিংক থেকে কারিগরির শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের এমপিও শিট সংগ্রহ করুন।

আরো দেখুন:

নতুন এমপিও আবেদন করার আগে সতর্ক হোন

২০২১ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার রুটিন প্রকাশ

Non-Govt. Teacher MPO | Monthly Pay Order News Update

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।