মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড় ও এমপিও আপডেট করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ মে মাসর বেতন-ভাতা ৬ জুন তারিখের পর থেকে উত্তোলন করতে পারবেন।
এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়
বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে।
মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোঃ আবুল বাসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মে মাসের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।
০৫ জুন ২০২৪ খ্রি. তারিখে মে মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
মাদ্রাসার মে মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে ০৬/০৬/২০২৪ তারিখের পর থেকে উত্তোলন করা যাবে।
মে মাসের এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৩৫৩; তারিখ: ০৫/০৬/২০২৪খ্রি.।
আরো জানুন:
MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম
এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান
নিচের বিজ্ঞপ্তিতে মে মাসের বেতনের স্মারক নং ও নিচের অনুচ্ছেদে এমপিও শিট ডাউনলোডের ঠিকানা দেখুন।
Madrasah May MPO Sheet 2024: মাদ্রাসা মে এমপিও শিট ২০২৪
মাদ্রাসার শিক্ষকদের মে মাসের নতুন এমপিও আপডেট এর কপি অধিদপ্তরে এখনো আপলোড করা হয়নি। আমরা এমপিও শিটের ডাউনলোড লিংক পেলে এখানে যুক্ত করবো।
মাদ্রাসার মে-২০২৪ মাসের এমপিও বেতন-ভাতা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
ইবতেদায়ী মাদ্রাসার বেতন ভাতা হস্তান্তর (এপ্রিল-২০২৪)
মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
তথ্যসূত্র-