এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ২০২২ সালের মে মাসের বেতনের চেক ছাড় ও এমপিও আপডেট করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে-২০২২ মাসের বেতনের চেক ছাড় ও এমপিও প্রকাশ

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে ছাড় করা হয়েছে।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মে মাসের চেক হস্তান্তরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

৩১ মে ২০২২ খ্রি. তারিখে মে মাসের বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি ও এমপিও সীটের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

মাদ্রাসার মে মাসের বেতন-ভাতা অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ০৭/০৬/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

আরো জানুন:

MEMIS Madrasah MPO Sheet: মাদ্রাসা এমপিও শীট দেখার নিয়ম

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

নিচের বিজ্ঞপ্তিতে মে মাসের বেতনের স্মারক নং ও নিচের অনুচ্ছেদে এমপিও শিট ডাউনলোডের ঠিকানা দেখুন।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মে-২০২২ মাসের বেতন

 Madrasah May MPO Sheet 2022: মাদ্রাসা মে এমপিও শিট ২০২২

মাদ্রাসার শিক্ষকদের মে মাসের নতুন এমপিও আপডেট এর কপি অধিদপ্তরে আপলোড করা হয়েছে। নিচের লিংক থেকে মে’র এমপিও শিটের পিডিএফ কপি ডাউনলোড করা যাবে।

https://drive.google.com/drive/folders/1OzYIt5eupxX3dXS5UNeEKqW4P7BH4_KU?usp=sharing

উপরের লিংকটি কপি করে ব্রাউজারে  পেস্ট করে ব্রাউজ করুন। এখানে মে মাসের এমপিও শিটের সকল ব্যাংকের জেলা ও উপজেলার মাদ্রাসা এমপিও শিট পাওয়া যাবে।

মাদ্রাসার মে-২০২২ মাসের এমপিও শিটের কপি বা বেতন-ভাতা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

২০২৩ সালের দাখিল-আলিম পরীক্ষা সব বিষয় ও সংক্ষিপ্ত সিলেবাসে

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।