শিক্ষক নিবন্ধন: এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৬তম)
শিক্ষক নিবন্ধন মেধাতালিকা ২০২১ (NTRCA Combined National Merit List) : এনটিআরসিএ কর্তৃপক্ষ সমন্বিত জাতীয় মেধাতালিকা রেজাল্ট (১ম-১৬তম) হালনাগাদ করেছে। এই প্রতিবেদনের নির্দেশনা অনুসারে আপনি আপনার নিবন্ধন মেধাতালিকা রেজাল্টের ক্রম দেখতে পারবেন।
NTRCA Combined National Merit List (1-16): এনটিআরসিএ শিক্ষক নিবন্ধন মেধাতালিকা রেজাল্ট ২০২১
এক নজরে...
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), ১ম হতে ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের জাতীয় সমন্বিত মেধা তালিকা রেজাল্ট হালনাগাদ করে প্রকাশ করেছে।
১ নভেম্বর তারিখ মধ্যরাতে, শিক্ষক নিবন্ধন মেধা তালিকা টেলিটক এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এনটিআরসিএ পরীক্ষায় উত্তীর্ণরা রোল নম্বর দ্বারা তারা নিজের মেধাক্রম দেখে নিতে পারবে।
পাশাপাশি সকল লেভেলের (স্কুল, মাদ্রাসা, কলেজ, টেকনিক্যাল, বিএম) মেধাক্রম, প্রথম স্থান থেকে পর্যায়ক্রমে সবার মেধাক্রম দেখা যাবে।
শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ মেধাক্রম জানার জন্য, নিচের অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুসরণ করুন।
আরো জানুন:
এনটিআরসিএ শিক্ষক নিয়োগ ৪র্থ গণবিজ্ঞপ্তি আপডেট খবর ২০২২
১৬ তম এনটিআরসিএ পরীক্ষার ফাইনাল রেজাল্ট প্রকাশ
এনটিআরসিএ হালনাগাদ মেধাতালিকা (১ম-১৬তম) জানার নির্দেশনা
প্রথমে ব্রাউজারের নতুন একটি ট্যাব ওপেন করে, টেলিটক ওয়েবসাইটের নিচের ঠিকানাটি ব্রাউজ করুন।
http://ngi.teletalk.com.bd/ntrca/merit/
নিচের ছবির মত শিক্ষক নিবন্ধনের মেরিট লিস্ট দেখার সার্চ ফরমটি দেখতে পাবেন। এখানে ১ থেকে ১৬তম নিবন্ধন ও ২০১০ সালের স্পেশাল নিবন্ধন উত্তীর্ণদের সবশেষ আপডেট মেধা তালিকা রয়েছে।
আশা করি উপরের ছবির মত মেধাতালিকা সার্চ পাতায় অবস্থান করছেন। এবার Choose Leavel লেখা সিলেক্ট বক্সে ক্লিক করুন।
এখানে তিন লেভেলের শিক্ষক নিবন্ধনের মেধাতালিকা রয়েছে। এখান থেকে আপনার জন্য প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন।
লেভেল নির্ধারণ করা হলে Choose Subject লেখা নতুন একটি সিলেক্ট বক্স আসবে। এইবার আপনার বিষয়টি সিলেক্ট করুন।
দেখবেন ১ নম্বর মেধাতালিকা থেকে প্রথম পাতায় ১০ জনের মেধাক্রম আসছে। মেধাক্রম পাতার নিচের দিকে Next বাটনে বা সংখ্যা বাটনে ক্লিক করলে পরবর্তী পাতার মেধাক্রম পাওয়া যাবে।
আর সহজে শুধু আপনার মেধাক্রম জানতে এই সার্চ পাতার উপরের দিকে ডান পাশে Search রেখা একটি সার্চ ফরম দেখতে পাবেন। এখানে আপনার নিবন্ধন পরীক্ষার রোল নম্বর দিয়ে সরাসরি আপনার মেধাক্রম দেখে নিতে পারবেন।
১-১৬তম পর্যন্ত শিক্ষক নিবন্ধন মেধাতালিকা দেখতে অসুবিধা হলে আমাদের জানাতে পারেন। আর তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
শিক্ষক নিবন্ধন সিলেবাস (১৭ তম স্কুল-কলেজ): NTRCA Syllabus 2022
NTRCA Recent Notice, News, Circular: এনটিআরসিএ সংবাদ
NTRCA Recent Result Update: MCQ, Written and Final Exam
তথ্যসূত্র-
Result
Kemon