প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক/ফাজিল (পাস) প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২০২১-২০২২ অর্থবছরের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট উপবৃত্তি (স্নাতক/ফাজিল পাস শিক্ষার্থী)
শিক্ষা সহায়তা ট্রাস্ট-এর উপবৃত্তি শাখার ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আফরোজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপবৃত্তি প্রদানের তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২১-২২ অর্থবছরের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
৬ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ এর দাপ্তরিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০১৯-২০ (৩য় বর্ষ, ২য় বর্ষ এবং ১ম বর্ষ) শিক্ষাবর্ষে অধ্যায়নরত স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত স্নাতক (পাস) শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবে।
উপরোক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত স্নাতক (পাস) ও সমমান ফাজিল পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে।
উপবৃত্তি আবেদনের ঠিকানা: https://estipend.pmeat.gov.bd/
শিক্ষার্থীরা ০৯/০১/২০২২ থেকে ১০/০২/২০২২ খ্রি.তারিখ পর্যন্ত সিস্টেম ব্যবহার করে অনলাইনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
আর উপবৃত্তির সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে ২৮/০২/২০২২ খ্রি. তারিখের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা অনলাইনে প্রেরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উপবৃত্তি আবেদন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা, আবেদনের ওয়েবসাইটে নির্দেশনা পাওয়া যাবে।
এবিষয়ে বিস্তারিত জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।
এবিষয়ে আরো জানুন নিচের যুক্ত বিজ্ঞপ্তি থেকে।
আরো জানুন: শিক্ষা মন্ত্রণালয় অনুদান আবেদন ২০২২ (শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, প্রতিষ্ঠান)
ঢাকা, জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস)/মাদ্রাসার ফাজিল উপবৃত্তি পাওয়ার শর্তাবলী
নিচের শর্তসাপেক্ষে ডিগ্রি/ফাজিল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।
উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রী (পাস)/ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণিকক্ষে (ক্লাস) কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে (বাংলা/ইংরেজি) গণনা করা যেতে পারে।
উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার কম হতে হবে। অভিভাবক/পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০.০৫ (পাঁচ) শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ (পঁচাত্তর) শতাংশের কম জমি থাকতে হবে।
আরো দেখুন:
কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)
তথ্যসূত্র-
Application ta kothay krb?
প্রতিবেদনে আবেদনের ঠিকানা দেওয়া আছে। একজন অভিজ্ঞ লোকের সাহায্য নিয়ে সঠিক তথ্য ও ডকুমেন্টস দিয়ে এই আবেদন করুন। ধন্যবাদ।
প্রধানমন্ত্রীর শিক্ষা বৃত্তি ২০২২ এর ফলাফল এখনো প্রকাশ করা হয় না?
প্রধানমন্ত্রীর শিক্ষা বৃত্তি ২০২২ এর ফলাফল এখনো প্রকাশ করা হয় নি। কবে প্রকাশ করা হবে?
শিক্ষা বৃত্তি ২০২২ এর বাচাইকৃত শিক্ষার্থীদের তালিকা কী প্রকাশ হয়? আর সেটা কী শিক্ষার্থীরা দেখতে পারবে? যদি দেখা যায় তাহলে কিভাবে দেখতে পারবে?
প্রকাশ করা হলে এই প্রতিবেদনে তার ফলাফল প্রকশ করা হবে।
এই ফলাফল টা কি প্রকাশ হয়েছে? তালিকা টা কিভাবে দেখব?