Home » ভোকেশনাল ক্লাস রুটিন ২০২২ (কারিগরি বোর্ড জেএসসি-এসএসসি-দাখিল)

ভোকেশনাল ক্লাস রুটিন ২০২২ (কারিগরি বোর্ড জেএসসি-এসএসসি-দাখিল)

ভোকেশনাল ক্লাস রুটিন ২০২২ (কারিগরি বোর্ড জেএসসি, এসএসসি ও দাখিল)

ভোকেশনাল ক্লাস রুটিন ২০২২: কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত স্কুল ও মাদ্রাসার জেএসসি, এসএসসি ও দাখিল শ্রেণির নতুন ক্লাস রুটিন প্রকাশ করা হয়েছে।

২০২২ সালের কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল (স্কুল-মাদ্রাসার) জেএসসি, এসএসসি ও দাখিল শ্রেণির ক্লাস রুটিন (PDF)

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালের ভোকেশনাল জেএসসি, এসএসসি ও দাখিল শ্রেণির নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে।

কারিগরি বোর্ডের ওয়েবসাইটে ০৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে, মাধ্যমিক পর্যায়ের ভোকেশনালের ক্লাস রুটিন প্রকাশ করা হয়।

ভোকেশনাল ক্লাস রুটিনে ২০২২ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) পরীক্ষার্থীদের প্রতিদিনের শ্রেণি শিক্ষা-কার্যক্রম পরিচালনার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া নতুন ক্লাস রুটিনে জেএসসি শিক্ষাক্রমের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি ও এসএসসি-দাখিলের ৯ম শ্রেণির ক্লাস পরিচালনার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়।

আরো পড়ুন:

ভোকেশনাল ফরমপূরণের টাকা ফেরতের বিজ্ঞপ্তি (এসএসসি-দাখিল)

ভোকেশনাল ভর্তি (এসএসসি-দাখিল) ২০২২: সরকারি-বেসরকারি কারিগরি প্রতিষ্ঠান

স্কুল-কলেজের ক্লাস রুটিন ২০২২ (৬ষ্ঠ থেকে এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী)

ভোকেশনালের জেএসসি, এসএসসি ও দাখিল শ্রেণির নতুন ক্লাস রুটিন (পিডিএফ)

কারিগরি বোর্ডের নতুন নির্দেশনার আলোকে, প্রতিটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিনকার শ্রেণি কার্যক্রম পরিচালনা করতে হবে।

কোন শ্রেণিতে কয়দিন এবং কত বিষয়ের ক্লাস নিতে হবে তারও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনার আলোকে প্রতিটি প্রতিষ্ঠানকে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

২০২২ সালের ভোকেশনাল (এসএসসি-দাখিল) দশম শ্রেণির বোর্ড ফাইনাল পরীক্ষার্থীদের সপ্তাহের প্রতিদিন ৪টি বিষয়ে তত্ত্বীয় ও প্রয়োজনীয় ব্যবহারিক ক্লাস নিতে হবে।

২০২২ সালের এসএসসি-দাখিলের দশম শ্রেণির জন্য সপ্তাহে প্রতিদিন ৩টি করে ক্লাস নিতে হবে।

জেএসসি ভোকেশনালের ৮ম শ্রেণি, এসএসসি-দাখিলের সপ্তাহের দুই দিন প্রতিদিন ৩টি বিষয়ের ক্লাস পরিচালনা করতে হবে।

জেএসসি ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সপ্তাহে এক দিন ৩টি বিষয়ে তত্ত্বীয় ও প্রয়োজনীয় ব্যবহারিক ক্লাস নিতে হবে।

কারিগরি বোর্ডের ভোকেশনালের ক্লাস রুটিন প্রস্তুতের বিস্তারিত নির্দেশনা জানতে নিচের বিজ্ঞপ্তি পড়ুন।

ভোকেশনালের জেএসসি, এসএসসি ও দাখিল শ্রেণির নতুন ক্লাস রুটিন ২০২২

২০২২ সালের কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশিত স্কুল-মাদ্রাসার ভোকেশনাল শ্রেণির ক্লাস রুটিন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাতে পারেন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

Vocational Syllabus (SSC-Dakhil) 2022: দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস

BTEB Admission 2022 (HSC BM-Vocational, Polytechnic Diploma)

BTEB Result 2021: SSC (Vocational) HSC (Voc-BM) Diploma

BTEB Notice (Technical Board Admission Exam Result) bteb.gov.bd

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

2 Comments

  1. সাগর বলেছেন:

    ১৯/৫/২০২২ সালের এসএসএচী রুটীন প্রকাশ

    1. কারিগরি বোর্ডের এসএসসি-দাখিল রুটিন প্রকাশ করা হয়েছে।