Home » Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস

Vocational Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস

Vocational Short Syllabus SSC Dakhil 2022

Vocational Short Syllabus (SSC-Dakhil) 2022: কারিগরি শিক্ষা বোর্ড ২০২২ সালের ভোকেশনাল এসএসসি-দাখিল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে।

এই প্রতিবেদন থেকে মাধ্যমিক পর্যায়ের ভোকেশনাল ফাইনাল পরীক্ষার সিলেবাসের অরিজিনাল পিডিএফ কপি (PDF), সরাসরি সংগ্রহ করা যাবে।

লক্ষ্য করুন: ২৮ ফেব্রুয়ারি ভোকেশনাল এসএসসি-দাখিলের তিন বিষয় বাদ দিয়ে, পরীক্ষার চুড়ান্ত বিষয় তালিকা প্রকাশ করেছে কারিগরি বোর্ড। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদন পড়ুন।

Vocational Short Syllabus (SSC-Dakhil) 2022: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তার অধিদপ্তর প্রতিষ্ঠান সমূহের এসএসসি-দাখিল (ভোকেশনাল) দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষার সংক্ষিপ্ত (পুনর্বিন্যাসকৃত) সিলেবাস প্রকাশ করছে।

দেশের করোনা সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটির আওতায় বন্ধ থাকার কারণে, কারিগরির দশম শ্রেণীর পাঠ্যসূচি কিছুটা কমিয়ে এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

২০২২ সালের অনুষ্ঠিতব্য কারিগরি বোর্ডের ভোকেশনাল দশম শ্রেণীর বোর্ড ফাইনাল পরীক্ষা, বোর্ড প্রকাশিত পুনর্বিন্যস্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশের সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২২ সালের এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করেছে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর বোর্ড প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সিলেবাসের ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণি শিক্ষা-কার্যক্রম চলছে।

এসএসসি-দাখিলের (নবম-দশম শ্রেণির) ভোকেশনাল পরীক্ষা, এই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে বোর্ড নিশ্চিত করেছে।

আরো জানুন:

এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স)

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download

কারিগরি বোর্ড এসএসসি-দাখিল ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

ভোকেশনাল দশম শ্রেণির ৩১টি ট্রেড বিষয়, দাখিল-এসএসসির জেনারেল বিষয়ের সিলেবাস পুনর্বিন্যস্ত করা হয়েছে। কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে এই সকল বিষয়ের সিলেবাস সংগ্রহ করা যাবে।

বোর্ড শিক্ষক-শিক্ষার্থীদের সিলেবাস সংগ্রহের সুবিধার্থে সকল বিষয়ের সিলেবাস বোর্ডের গুগল ড্রাইভে সংরক্ষণ করে রেখেছে। এখান থেকে দেশের যে কোন প্রাপ্ত থেকে, যে কোন সময় এই সিলেবাস সংগ্রহ করা যাবে।

নিচের লিংকগুলো থেকে সরাসরি ভোকেশনাল দশম শ্রেণির সংক্ষিপ্ত সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন।

https://drive.google.com/drive/folders/1QQh0Egna7ovXe_o5Ek8JSsp98yScZ58_?usp=sharing

নির্দেশনা: ভোকেশনাল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে, উপরের লিংকটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে তা ব্রাউজ করুন।

গুগল ড্রাইভ পাতাটি ওপেন হলে 31 Trades Subjec, Dakhil Vocational Genaral Subjects ও SSC Vocational Genaral Subjects লেখা তিনটি ফোল্ডার দেখতে পাবেন।

এই তিন ফোল্ডারে সংশ্লিষ্ট বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস সংরক্ষিত আছে। যে বিষয়ের সিলেবাস প্রয়োজন এবার সে ফোন্ডারে ক্লিক করুন। কাঙ্খিত সিলেবাসের পিডিএফ কপি দেখতে পাবেন।

এখান থেকে সিলেবাসের কপি দেখা ও ভবিষ্যৎ প্রয়োজনে তা সংরক্ষণ করে রাখতে পারবেন।

২০২২ সালের কারিগরি বোর্ড ভোকেশনাল এসএসসি-দাখিল দশম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করতে অসুবিধা হলে আমাদের জানান।

তথ্যটি অন্যকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো পড়ুন:

এসএসসি-এইচএসসি ২০২২ সমমান পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

সবশেষ আপডেট: ০৫/০৫/২০২২ খ্রি. তারিখ ০৮:৩২ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

8 Comments

    1. Fahim বলেছেন:

      Bilding maintans

    2. সাইদুল হক বলেছেন:

      2022এসএসসি ভোকেশনাল পরীক্ষায় হবে।মে মাসে, নাকি জুন মাসে।

    3. রুটিন প্রকাশ হলে বিষয়টি স্পষ্ট জানা যাবে।

    1. Rajon বলেছেন:

      Ok

    1. Ishak বলেছেন:

      এপ্রিল 06-04-2020;10.10অপারাহ এ