Home » এমপিও সংবাদ » সেপ্টেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

সেপ্টেম্বর এমপিও ২০২২: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়

সেপ্টেম্বর মাসের এমপিও ২০২২

সেপ্টেম্বর এমপিও ২০২২: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়ের আপডেট খবর জানুন।

সেপ্টেম্বর মাসের এমপিও ২০২২: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির চেক ছাড়ের খবর

দেশের এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড় শুরু হয়েছে।

এরই মধ্যে ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতনের চেক ছাড় করা হয়েছে।

একই সাথে স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের বেতনের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)।

সবশেষ ৪ অক্টোবর, কারিগরির বেতনের চেক দ্রুত হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে। বেতনের চেক ছাড়ের সাথে সেপ্টেম্বরের এমপিও শিট প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, এমপিও শিক্ষক-কর্মচারীগণের প্রতি মাসের বেতন-ভাতা প্রাপ্তিতে, শিক্ষা মন্ত্রণালয় সহ অর্থ মন্ত্রনালয়ের অনুমোদন লাগে। মন্ত্রণালয়ের এই অনুমোদনকে এমপিও অর্ডার (Monthly Pay Order) বলে।

আরো জানুন:

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করুন (মুক্তপাঠ)

মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক ফার্স্ট এইড পার্ট ১ প্রশিক্ষণ গ্রহণের নিয়ম

মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের চেক হস্তান্তর

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর-২০২২ মাসের বেতন-ভাতা’র চেক হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে মাদ্রাসার সেপ্টেম্বরের এমপিও শিট প্রকাশ সহ বেতনের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ০৬/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

বেতনের আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-২২৩ তারিখ ২৯-৯-২০২২ খ্রিষ্টাব্দ।

মাদ্রাসা সেপ্টেম্বর এমপিও ২০২২

Madrasha September MPO Sheet 2022: মাদ্রাসা সেপ্টেম্বর এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে সেপ্টেম্বর মাসের মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1u9dnGMnMb4BXyiybITImG_GDNC5p2Pyd?usp=sharing

আরো পড়ুন:

এমপিও ভুক্তির খবর ২০২২: নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কোড প্রস্তুত

মাদ্রাসার এমপিও শীট সংশোধন (পদবী ও বিষয়) আবেদন প্রেরণ

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড় হয়েছে।

২৯ সেপ্টেম্বর তারিখে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে, স্কুল-কলেজের সেপ্টেম্বর চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীগণ আগামী ৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।

স্কুল-কলেজের এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২/৮০৮৪/৪ তারিখ : ২৯-০৯-২০২২।

স্কুল-কলেজের সেপ্টেম্বর এমপিও ২০২২

স্কুল-কলেজ সেপ্টেম্বর মাসের এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে স্কুল-কলেজের সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করুন।

https://drive.google.com/drive/folders/1lJyr6Yn-0nzcmRuwxlFhbW-IF_b92gpF?usp=sharing

কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়

৪ অক্টোবর ২০২২ খ্রি. তারিখে কারিগরি অধিদপ্তরের ওয়েবসাইটে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণ সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১১/১০/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

কারিগরির সেপ্টেম্বর এমপিও স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২২-১৬২৯,১৬৩০,১৬৩১,১৬৩২ তারিখ : ৩-১০-২০২২।

নিচের লিংক থেকে কারিগরির সেপ্টেম্বর মাসের এমপিও শিট সংগ্রহ করতে পারবেন।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/6835_File_september_2022.html

কারিগরির সেপ্টেম্বর মাসের বেতন ২০২২

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।