শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি দুই দিন: শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন কারিকুলামে স্কুল-কলেজ শুক্রবার ও শনিবার ২ দিন বন্ধ থাকবে।
নতুন কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) সপ্তাহে দুই দিন ছুটি থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী
নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সপ্তাহে ছুটি দুই দিন কাটাতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বর্তমান কারিকুলাম অনুসারে কেবলমাত্র শুক্রবারে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকে। কিন্তু নতুন কারিকুলাম বাস্তবায়ন শুরু হলে শুক্রবারের সাথে শনিবারও ছুটি থাকবে।
নতুন কারিকুলামের পাইলটিং ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে ৬২ টি মাধ্যমিক স্কুলে নতুন কারিকুলামের পাইলটিং কার্যক্রম শুরু হবে।
১৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে অনুষ্ঠিত সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসব তথ্য জানান।
আরো জানুন:
প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি)
২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)
কবে থেকে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি ২ দিন?
২২ ফেরুয়ারি থেকে পাইলটিং কার্যক্রম শুরু হলেও, ২০২৩ খ্রি. থেকে পরিমার্জিত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। ২০২৫ খ্রিষ্টাব্দের মধ্যে মাধ্যমিক পর্যায়ের কারিকুলাম বাস্তবায়ন সম্পন্ন হবে।
২০২৬ ও ২০২৭ খ্রি. উচ্চ মাধ্যমিক পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। নতুন শিক্ষাক্রম অনুসারে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে।
এবিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “নতুন কারিকুলাম ট্রাইআউট (পাইলটিং) ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।”
সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২ দিন ছুটি এখনই কার্যকর হচ্ছে না। স্কুল-কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন করা হবে আগামী বছর।
শিক্ষামন্ত্রী দীপু মনি এবিষয়ে বলেছেন, ২০২৩ সাল থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার দুইদিন ছুটি থাকবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে এই সাপ্তাহিক ছুটি আগামী বছর থেকে কার্যকর হবে।
১৯ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
তবে এ বিষয়ে এখনো কোন দাপ্তরিক তথ্য প্রকাশ করা হয়নি।
আরো দেখুন:
স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি
কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)
২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ১৯/০২/২০২২ খ্রি. তারিখ ০৭:৪০ অপরাহ্ন।