Home » গুচ্ছ ভর্তি পরীক্ষা সিট প্ল্যান ২০২২ (GST Admission Seat Plan)

গুচ্ছ ভর্তি পরীক্ষা সিট প্ল্যান ২০২২ (GST Admission Seat Plan)

গুচ্ছ ভর্তি পরীক্ষা সিট প্ল্যান ২০২২

২০২২ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের C-ইউনিটের ভর্তি পরীক্ষা এর কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান প্রকাশ করা হয়েছে। (GST Admission Seat Plan 2022)

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এর কেন্দ্র তালিকা ও সিট প্ল্যান প্রকাশ ২০২২

গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার C-ইউনিটের (বাণিজ্য) কেন্দ্র তালিকা ও সিট প্লান প্রকাশ করা হয়েছে। ১৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখ থেকে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষার সিট প্লান জানা যাচ্ছে।

ভর্তিচ্ছৃ শিক্ষার্থীদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে নিজ স্টুডেন্ট প্যানেলে প্রবেশ করে কেন্দ্রের নাম ও সিট প্লান জানতে হবে। শিক্ষার্থীদের ভতি আবেদনের সময় দেওয়া মোবাইলে ভর্তি পরীক্ষার সিট প্লান জানার জন্য মেসেজ দেওয়া হয়েছে।

বাণিজ্য অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট বেলা ১২ ঘটিকা হতে। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ১ টা পর্যন্ত। নিচের অনুচ্ছেদ হতে গুচ্ছের সিট প্লান জানার নির্দেশনা দেখুন।

আরো জানুন:

গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২১-২০২২ (CU Admission)

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সিট প্লান জানার নির্দেশনা

একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর সিট প্লান জানতে জিএসটি ভর্তি ওয়েবসাইটে স্টুডেন্ট প্যানেলে লগইন করতে হবে। নিচের ঠিকানায় গিয়ে Applicant ID ও Password দিয়ে শিক্ষার্থীর স্টুডেন্ট প্যানেলে প্রবেশ করে ভর্তি পরীক্ষার সিট প্লানের বিস্তারিত জানা যাবে।

গুচ্ছের সিট প্লান জানতে যে ঠিকানায় লগইন করতে হবে: https://gstadmission.ac.bd/login-id

উপরের ঠিকানাটি কপি করে ব্রাউজারের অ্যাড্রেসবারে পেস্ট করে ব্রাউজ করুন। Applicant Login নামক একটি লগইন পেজ দেখতে পাবেন।

এখানে শিক্ষার্থীর ভর্তির সময় পাওয়া এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে স্টুডেন্ট প্যানেলে ঢুকে সিট প্লানের বিস্তারিত জানা যাবে।

২০২২ সালের গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সিট প্লান ও কেন্দ্র তালিকা সম্পর্কে আর জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের মানবন্টন ২০২২ (২২ বিশ্ববিদ্যালয়)

কৃষি গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২: প্রশ্নপত্রের মানবন্টন

তথ্যসূত্র-

জিএসটি ভর্তি ওয়েবসাইট

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।