Home » ঈদ উৎসব ভাতা এমপিও ২০২২: বেসরকারি শিক্ষকদের বোনাসের চেক ছাড়

ঈদ উৎসব ভাতা এমপিও ২০২২: বেসরকারি শিক্ষকদের বোনাসের চেক ছাড়

ঈদ উৎসব ভাতা এমপিও ২০২২ (শিক্ষা প্রতিষ্ঠান)

ঈদ-উল-ফিতর উৎসব ভাতা এমপিও ২০২২: বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের চেক ছাড়করণের প্রক্রিয়া শেষ হয়েছে।

সদ্য সংবাদ: এমপিওভুক্ত স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এপ্রিল মাসের বেতন-ভাতার চেক ছাড় শুরু হয়েছে। এবিষয়ে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

ঈদ উৎসব ভাতা এমপিও ২০২২: বেসরকারি স্কুল-কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বোনাসের চেক ছাড়ের খবর

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতার চেক ছাড় করার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে।

২১ এপ্রিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ইদ-উল-ফিতর-এর উৎসব ভাতার চেক হস্তান্তর করেছে।

স্কুল-কলেজের ঈদ বোনাসের চেক ২৪ এপ্রিল অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

সবশেষ কারিগরি প্রতিষ্ঠানের ঈদ বোনাসের চেক ২৫ এপ্রিল হস্তান্তরের খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

আশা করা যাচ্ছে, এমপিও প্রতিষ্ঠানের ঈদের আগেই ঈদুল ফিতরের বোনাস অনুদান বণ্টনকারী ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

উল্লেখ্য, এবারও শিক্ষকদের মূল বেতন স্কেলের ২৫% ও কর্মচারীদের ৫০% হিসাবে ঈদ বোনাস দেওয়া হচ্ছে। দীর্ঘ দিন থেকে বেসরকারি শিক্ষকদের পক্ষ থেকে শতভাগ উৎসব ভাতা করার দাবী করা হলেও, সরকার এখনো সে বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।

আরো পড়ুন:

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

কারিগরি এপ্রিল এমপিও ২০২২: নতুন এমপিও ভুক্তির তালিকা দেখুন

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উৎসব বোনাসের চেক হস্তান্তর

২০২২ সালের মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদ-উল-ফিতরের উৎসব বোনাসের চেক ব্যাংকে হস্তান্তর করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

২১ এপ্রিল বৃহস্পতিবার, ঈদ-উল-ফিতরের চেক অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে, মাদ্রাসার উৎসব বোনাসের চেক ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেসরকারি এমপিও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীগণ ২৬ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ঈদ বোনাসের টাকা তুলতে পারবেন।

আরো জানুন:

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা হস্তান্তর (জানু-মার্চ ২০২২)

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

নিচের সংযুক্ত বিজ্ঞপ্তিতে মাদ্রাসার উৎসব বোনাসের চেক ছাড়ের স্মারক নম্বর উল্লেখ আছে। এছাড়া নিচের অনুচ্ছেদ থেকে উৎসব ভাতার এমপিও শিট সংগ্রহের লিংক পাওয়া যাবে।

মাদ্রাসার উৎসব বোনাসের চেক ছাড়ের নোটিশ ২০২২

Madrasah Eid Bonus MPO Sheet 2022: মাদ্রাসার উৎসব ভাতার এমপিও শিট ২০২২

নিচের লিংক থেকে মাদ্রাসার ঈদুল-ফিতর এর উৎসব ভাতার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1PY43wEmjd040l-ggTGa7iV3zSSb1wOdx?usp=sharing

স্কুল-কলেজের ঈদ বোনাসের চেক ছাড়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধিন বেসরকারি স্কুল-কলেজের ঈদ বোনাসের চেক ছাড় করা হয়েছে।

২৪ এপ্রিল স্কুল-কলেজের ঈদ উৎসব ভাতার চেক অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তরের নিশ্চিত খবর পাওয়া গেছে।

২৪ এপ্রিল  অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত ঈদ বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্কুল-কলেজের ঈদ বোনাসের টাকা ব্যাংক থেকে তোলা যাবে ২৭ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০২০/৩৩৪৬ -হিসাব, তারিখ ২৪/০৪/২০২২ খ্রি.

স্কুল-কলেজের ঈদ বোনাসের নোটিশ ২০২২

নিচের লিংক থেকে স্কুল-কলেজের উৎসব বোনাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1Lp-uj3vz9kVery6mJBa7_63_NdMJwsP8?usp=sharing

কারিগরি প্রতিষ্ঠানের উৎসব বোনাস হস্তান্তরের খবর

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের উৎসব বোনাসের চেক ২৫ এপ্রিল অনুদান বণ্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

২৫ এপ্রিল কারিগরি প্রতিষ্ঠানের ঈদ বোনাসের চেক ছাড়ের বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রকাশ করা হয়েছে।

কারিগরি ঈদ উৎসব ভাতার অর্থ ব্যাংক থেকে উত্তোলন করা যাবে ২৮ এপ্রিল ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তি স্মারক নং উল্লেখ আছে।

কারিগরি ঈদ উৎসব ভাতার নোটিশ ২০২২

কারিগরি ঈদ বোনাসের এমপিও শিট সংগ্রহ করতে এখানে ক্লিক করুন

২০২২ সালের ঈদ উৎসব ভাতা ও এপ্রিল মাসের বেতনের চেক ছাড়ের আপডেট খবর জানতে প্রতিবেদনটিতে যুক্ত থাকুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।