Home » মাদ্রাসার সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মাদ্রাসার সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মাদ্রাসার সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণার প্রজ্ঞাপন

সরকারি-বেসরকারি মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এখন থেকে মাদ্রাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহের দুই দিন বন্ধ থাকবে।

মাদ্রাসার সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধিন সরকারি-বেসরকারি মাদ্রাসার সাপ্তাহিক ছুটি দুই দিন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ২৩ আগস্ট ২০২২ খি. তারিখে মাদ্রসার সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

মাদ্রাসা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে সপ্তাহের দুই দিন মাদ্রাসা বন্ধের ঘোষণা দেওয়া হয়। নতুন প্রজ্ঞাপন অনুসারে সপ্তাহে শুক্রবার ও শনিবার দেশের সকল মাদ্রাসা বন্ধ থাকবে। অবিলম্বে এই আদেশ কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো জানুন:

শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) সাপ্তাহিক ছুটি দুই দিন: প্রজ্ঞাপন

প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার: প্রজ্ঞাপন

সরকারি-বেসরকারি মাদ্রাসার সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন

মাদ্রাসা অধিদপ্তরের নতুন এই প্রজ্ঞাপন জারির আগে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে একদিন বন্ধ থাকতো। কিন্তু নতুন কারিকুলামে সাপ্তাহিক ছুটি দুই দিন থাকায় ও বর্তমানে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হয়।

মাদ্রাসা অধিদপ্তরে প্রকাশিত ছুটি সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখুন।

মাদ্রাসার সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন

২০২২ সালের ২৩ আগস্ট প্রকাশিত মাদ্রাসার সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন সম্পর্কে আরো জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

২০২২ সালের মাদ্রাসার ছুটির তালিকা (সরকারি-বেসরকারি মাদ্রাসা)

২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)

তথ্যসূত্র-

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।