Home » মার্চ এমপিও ২০২৩: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর

মার্চ এমপিও ২০২৩: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরির বেতনের খবর

শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিও বেতন ২০২৩

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন-ভাতার চেক হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে।

এই প্রতিবেদন থেকে, ২০২৩ সালের মার্চ মাসের নতুন এমপিওভুক্তি ও বেতনের চেক ছাড়ের আপডেট খবর জানা যাবে।

মার্চ এমপিও ২০২৩: স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেতনের খবর

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মার্চ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে। ৩ এপ্রিল তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মার্চ মাসের বেতন ভাতার চেক স্থানান্তর করেছে।

মাদ্রাসার শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা ব্যাংক হতে উত্তোলন করতে পারবেন ১০ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত।

এমপিওর স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৮৯ তারিখ ৩-৪-২০২৩ খ্রিষ্টাব্দ।

নিচের লিংক থেকে মাদ্রাসার এমপিও শিট সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1dsKFeYRuzdM6n2pyiZxZ9Llub6OLNxQb?usp=share_link

স্কুল কলেজের বেতন ভাতার চেক ছাড়

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, স্কুল কলেজের মার্চ মাসের বেতন ভাতার চেক ছাড় করেছে। ৩ এপ্রিল তারিখে অধিদপ্তরের ওয়েবসাইটে মার্চ মাসের বেতন ভাতার চেক ছাড়ের নোটিশ প্রকাশ করা হয়েছে।

স্কুল কলেজের শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ৯ এপ্রিল তারিখ পর্যন্ত।

এমপিওর স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৬.২০২২.৮২১/৪ তারিখ : ০২-০৪-২০২৩।

নিচের লিঙ্ক থেকে স্কুল কলেজের এমপিও কপি সংগ্রহ করা যাবে।

https://drive.google.com/drive/folders/1KQ6LT_uOYE-9WwR5KhIakbCrMc0unbVG?usp=share_link

আরো জানুন:

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

২০২৩ সালের সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকা pdf

কারিগরি শিক্ষকদের মার্চ মাসের বেতন ভাতার চেক হস্তান্তর

দেশের এমপিভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের মার্চ মাসের বেতন ভাতার চেক ছাড় করা হয়েছে।

কারিগরি শিক্ষক কর্মচারীগণ মার্চ মাসের বেতন ভাতা উত্তোলন করতে পারবেন ৬ এপ্রিল তারিখ পর্যন্ত।

কারিগরির এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৫.২৩-৪৭১,৪৭২,৪৭৩,৪৭৪ তারিখ : ২-৪-২০২৩।

নিচের লিংক থেকে কারিগরির মার্চ মাসের এমপিও সিট সংগ্রহ করা যাবে।

http://service.dte.gov.bd/notice_mpo_order/uploads/1411_File_MPO_Sheet.html

আরো জানুন:

মাদ্রাসার ছুটির তালিকা ২০২৩ pdf [সরকারি-বেসরকারি মাদ্রাসা]

কারিগরি ছুটির তালিকা ২০২৩ (বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।