মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে

মেডিকেল ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি কমিটির সভায় এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

১০ জানুয়ারি তারিখে অনলাইন ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা বাড়ছে ১ হাজার ৩০টি।

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২৪ (সরকারি-বেসরকারি)

সকল সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হবে।

১০ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তির আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ১ম বর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখের বিষয়টি নিশ্চিত করেছেন।

৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখে মেডিকেল কলেজের ভর্তি কমিটির সভায়, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

সাধারণত এইচএসসি সমমান পরীক্ষার এক মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর অনলাইনে আবেদন গ্রহণ সহ অন্য সব  প্রক্রিয়া শেষে প্রায় দেড় মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারে সরকারি মেডিকেল কলেজগুলোতে ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে করে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০ টি।

উল্লেখ্য, ২০২৩ সালের মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হয়েছিলো। ভর্তির অনলাইন আবেদন শুরু হয়েছিলো  ১৩ ফেব্রুয়ারি তারিখ থেকে। এবার কিছু সময় এগিয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আরো জানুন:

বিইউপি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪ [স্নাতক সম্মান]

ঢাবি ভর্তি পরীক্ষা ২০২৪: পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি-৯ মার্চ পর্যন্ত

তথ্যসূত্র-

স্বাস্থ্য অধিদপ্তর

মন্তব্য করুন