২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

২০২২ সালের এসএসসি-দাখিল সমমান পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়ছে। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে স্থগিত এসএসসি সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে।

এসএসসির সাথে কারিগরি বোর্ডের স্থগিত এসএসসি-দাখিল (ভোকেশনাল) স্থগিত পরীক্ষাও একই সাথে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে।

২০২২ সালের এসএসসি-দাখিল সমমান পরীক্ষার নতুন তারিখ ১৫ সেপ্টেম্বর

২০২২ সালের সকল বোর্ডের স্থগিত এসএসসি-দাখিল সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

১৭ জুলাই তারিখে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্থগিত এসএসসি পরীক্ষা নতুন তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, “আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায়। তাই এ সময়ে পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।”

এসএসসি ও সমমান পরীক্ষাগুলো অনুষ্ঠানের রুটিন এখনো প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই পরীক্ষার সময়সূচি (রুটিন) নতুন করে প্রকাশ করা হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড কমিটির সমন্বয়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত এক নোটিশে, এসএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ডুবে যাওয়ায়, ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়।

১৭ জুন ২০২২ খ্রি. তারিখে ঢাকা বোর্ডে প্রকাশিত এক নোটিশে, এসএসসি সমমান পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছিলো।

আরো জানুন: এসএসসি-এইচএসসি ২০২২ পরীক্ষা অনুষ্ঠানের হালনাগাদ খবর

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত নিচের বিজ্ঞপ্তি হতে এসএসসি পরীক্ষা স্থগিত সম্পর্কিত আপডেট খবর জানুন।

এসএসসি পরীক্ষা স্থগিতের নোটিশ ২০২২

২০২২ সালের স্থগিত এসএসসি-দাখিল সমমান পরীক্ষার রুটিন প্রকাশ শীঘ্রই

স্থগিতকৃত সকল বোর্ডের এসএসসি-দাখিল সমমান পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী।

১৭ জুলাই অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন।

এসএসসি সমমান পরীক্ষার নতুন রুটিন খুব শীঘ্রই প্রকাশ করার কথা জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। শিক্ষামন্ত্রী কর্তৃক এসএসসি সমমান পরীক্ষা অনুষ্ঠানের তারিখ নির্ধারণের পর দ্রুতই পরীক্ষাটির নতুন সময়সূচি সম্বলিত রুটিন প্রকাশ করা হবে।

২০২২ সালের স্থগিত হওয়া এসএসসি সমমান পরীক্ষাটি নির্ধারিত সকল বিষয়ে, সম্পূর্ণ নতুন সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠানের আপডেট খবর বিষয়ে কোন তথ্য জানার থাকলে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

এসএসসি পরীক্ষার রুটিন ২০২২: SSC Routine 2022 PDF Download

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ (সংশোধিত পাঠ্যসূচি)

তথ্যসূত্র:

ঢাকা শিক্ষা বোর্ড

“২০২২ সালের এসএসসি-দাখিল পরীক্ষার নতুন তারিখ ঘোষণা”-এ 14-টি মন্তব্য

  1. shuvo das

    এসএসসি পরীক্ষার নতুন রুটিন লাগবে

    জবাব
    • স্থগিত হওয়া এসএসসি পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি। প্রকাশিত হলে আমরা জানাবো।

    • Md Jahidul Islam

      লাগবে

  2. এরফানুল ইসলাম

    রুটিনটা আমাদের দ্রুত দিয়ে দিলে ভালো হবে

    জবাব
  3. মোঃ আনিছুর রহমান

    রুটিনটা আমাদের দ্রুত দিয়ে দিলে ভালো হবে

    জবাব
    • স্থগিত এসএসসি পরীক্ষার নতুন রুটিন এখনো প্রকাশ করা হয়নি।

    • Md Jahidul Islam

      ভালো হবে

  4. Arfanul Islam

    2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের কে ঈদের পরে কোন খবর জানানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। কিন্তু ঈদের এক সপ্তাহ পরেও কোন খবর পাইনি আমরা।

    জবাব
    • ১৭ জুলাই সংবাদ সম্মেলন করার কথা আছে।

    • Md Jahidul Islam

      দ্রুত পরিক্ষা চাই। তা না হলে আমরা সব বিষয় ভুলে জাবো

  5. নাবিলা

    PDF এ সাধারণ বিজ্ঞান এর সূচীপত্র নেই।

    জবাব
    • প্রশ্নটি বুঝলাম না।

  6. MD.RAKIB HOSSAN

    আমাদের দ্রুত রুটিং টি দিলে ভালো হতো দাখিল পরীক্ষার

    জবাব
    • নতুন রুটির এখনো প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন