Home » এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (সংশোধিত নতুন পাঠ্যসূচি)

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (সংশোধিত নতুন পাঠ্যসূচি)

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২২

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি) প্রকাশ করেছে শিক্ষা বোর্ড । ১৮ সেপ্টেম্বর তারিখে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এসএসসির সর্ট সিলেবাসের কপি পুনরায় প্রকাশ করা হয়েছে।

এই প্রতিবেদন থেকে সকল বোর্ডের এসএসসির সিলেবাসের পিডিএফ কপি সংগ্রহ করা যাবে। নিচের অনুচ্ছেদে সিলেবাস ডাউনলোডের লিংক দেওয়া আছে।

সদ্য সংবাদ: এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের পরীক্ষার রুটিন দেখতে নিচের প্রতিবেদনগুলো পড়ুন।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিন দেখুন [SSC Routine 2023]

দাখিল পরীক্ষার রুটিন ২০২৩ [Dakhil Routine PDF Download]

এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি)

২০২৩ সালে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের মাধ্যমিক পর্যায়ের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস (নতুন পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী) প্রকাশ করা হয়েছে।

১৮/০৯/২০২২ খ্রিষ্টাব্দ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে, এসএসসির সকল বিভাগ ও বিষয়ের সিলেবাসের কপি প্রকাশ করা হয়।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, সিলেবাস প্রকাশ ও বোর্ডের ওয়েবসাইটে আপলোডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০২৩ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা, প্রকাশিত নতুন পাঠ্যসূচী (সংক্ষিপ্ত সিলেবাস) অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

করোনা ভাইরাস জনিত কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায়, আগের পাঠ্যসূচীর বিষয়বস্তু ৩০% কমিয়ে নতুন করে পাঠ্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে।

আরো জানুন:

২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা অনুষ্ঠানের আপডেট খবর

এসএসসি-এইচএসসি ২০২৩ পরীক্ষা সব বিষয়ে ও সংক্ষিপ্ত সিলেবাসে

এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত নতুন পাঠ্যসূচি (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর অরিজিনাল পিডিএফ কপি পাওয়া যাবে ঢাকা সহ সকল সাধারণ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে।

এখানে এসএসসির সকল বিভাগ ও বিষয়ের সিলেবাস, জিপ (ZIP) ফোল্ডারের মধ্যে পিডিএফ ফাইলে সংরক্ষিত আছে।

নিচের লিংক থেকে ২০২৩ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণয়নকৃত শর্ট সিলেবাস সংগ্রহ করা যাবে।

  • এসএসসি সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করুন এখান থেকে। (১৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত সকল বিষয়ের হালনাগাদ সিলেবাস)

বিঃ দ্রঃ- জিপ ফোল্ডারে সংরক্ষিত সিলেবাস দেখতে অসুবিধা হলে, নিচের অনুচ্ছেদ থেকে পিডিএফ অথবা ইমেজ ভার্সনের এসএসসি সিলেবাস সংগ্রহ করুন।

SSC Short Syllabus 2023 PDF Download [এসএসসি পরীক্ষার সিলেবাস ২০২৩]

আমরা শিক্ষক-শিক্ষার্থীর সুবিধার জন্য নতুন প্রণীত পুনর্বিন্যাসকৃত শর্ট সিলেবাস, পিডিএফ ভার্সন ফাইল গুগল ড্রাইভে নিচের লিংকের ঠিকানায় সংরক্ষণ করেছি।

কোন সময় বোর্ডের সার্ভার ডাউন থাকলে বা জিপ ফোল্ডার খুলতে সমস্যা হলে, নিচের লিংক থেকে যে কোন সময় সিলেবাসের পিডিএফ সংগ্রহ করা যাবে।

মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার প্রশ্নের ধারা ও মানবণ্টন

২০২৩ সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সকল বিষয়ে প্রশ্নপত্রে পূর্ণ নম্বর ও সময়ে অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রের ধারা একই রূপ থাকবে বলে জানা গেছে।

২০২৩ সালের এসএসসি সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়ে অনুষ্ঠিত হবে।

এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘন্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সংগ্রহ করতে অসুবিধা হলে, আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো জানুন:

সংক্ষিপ্ত সিলেবাস ২০২৩ (এসএসসি-এইচএসসি দাখিল-আলিম পরীক্ষা)

স্কুল ছুটির তালিকা ২০২৩ pdf (সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

তথ্যসূত্র-

ঢাকা শিক্ষা বোর্ড।

সবশেষ আপডেট: ০৮/০৩/২০২৩ খ্রি. তারিখ ১২:১০ অপরাহ্ন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 Comments

  1. Sayad Hossain বলেছেন:

    এইচএসসি ২০২২

  2. মোঃ সাগর ইসলাম মাছুম বলেছেন:

    ‌এস‌এসি পরীক্ষার চাট২০২২

  3. Rashedul বলেছেন:

    প্লিজ ২০২৩ এর গণিত সিলেবাস শট