মাউশি উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি)

মাউশি উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। স্কুল-কলেজ ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির উপবৃত্তির টাকা প্রেরণ করা হয়েছে।

মাউশি অধিদপ্তর উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ দিয়েছে (স্কুল-কলেজ ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি)

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ অ্যাকাউন্টে প্রেরণ করা শুরু করেছে।

২৩ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখে মাউশি অধিদপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে স্কুল-কলেজের উপবৃত্তি প্রেরণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক শরীফ মোর্তজা মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ দেওয়া হয়।

আরো জানুন:

মাউশি ছুটির নোটিশ ২০২২: চলবে অনলাইন ক্লাস, খোলা থাকবে অফিস

উপবৃত্তি নোটিশ ২০২২: ষষ্ঠ-একাদশে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ

মাউশি উপবৃত্তি নোটিশ ২০২২: স্কুল-কলেজের উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ উত্তোলনের নির্দেশ

মাউশির উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির তথ্য মতে, জুলাই/ডিসেম্বর-২০২১ কিস্তির টাকা উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী/অভিভাবকদের অ্যাকাউন্টে প্রেরণ করা হয়েছে।

স্কুল-কলেজের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির উপবৃত্তিপ্রাপ্তদের, উপবৃত্তির টাকা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে উত্তোলনের তাগিদ দিয়েছে মাউশি অধিদপ্তর।

উল্লেখ্য, উপবৃত্তির এই টাকা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে উত্তোলন করত কোন ক্যাশ আউট চার্জ লাগবে না।

এ বিষয়ে আরো জানুন মাউশি উপবৃত্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি থেকে।

মাউশি উপবৃত্তি নোটিশ ২০২২

মাউশি উপবৃত্তির অর্থ উত্তোলনে কোন প্রকার অসুবিধা হলে আমাদের জানান। তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

স্কুল ছুটির তালিকা ২০২২: সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাপঞ্জি

কলেজ ছুটির তালিকা ২০২২ (সরকারি-বেসরকারি কলেজের শিক্ষাপঞ্জি)

তথ্যসূত্র-

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

“মাউশি উপবৃত্তির অর্থ দ্রুত উত্তোলনের নির্দেশ (ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি)”-এ 15-টি মন্তব্য

  1. Mostakim

    আমি একবার উপবৃত্তির টাকা পেয়েছি নগদ একাউন্টে কিন্তু এবার আমি উপবৃত্তির টাকা পেলাম না এটার কারণ কি

    জবাব
    • শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ করুন। আপনার উপবৃত্তি তালিকাতে নাম আছে কীনা তা জানুন।

    • Ratan kumar

      আমি একবার উপবৃত্তির টাকা পেয়েছি বিকাশ একাউন্টে কিন্তু এবার আমি উপবৃত্তির টাকা পেলাম না এটার কারণ কি

      জবাব

    • প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  2. Md Tarakul islam

    আমি আগের বার আমার বাবার বিকাশ একাউন্টে টাকা পাইছি কিন্তু এবার টাকা আসে নি।

    জবাব
    • টাকা আসার সময় এখনো আছে। তবে আপনি আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হতে পারেন। ধন্যবাদ।

  3. Samad

    দ্বাদশ শ্রেণীতে এইবার কত টাকা উপবৃত্তি দিবে ?

    জবাব
    • এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে পূর্বের শিক্ষার্থীদের কাছ থেকে বিষয়টি জেনে নিতে পারেন।

    • Ovie

      আমিও গোবিন্দের কার্ড করব

  4. Rasel

    আমি এবার একাদশ শ্রেণিতে ভর্তি হবো তাহলে কি আমি পূর্বের প্রতিষ্ঠান থেকে উপবৃত্তির টাকা পাবো

    জবাব
    • আপনার নিজের উপবৃত্তি সংক্রান্ত তথ্য পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। ধন্যবাদ।

  5. mahin

    সবাই cashout charge পেয়েছে কিন্তু আমার টায় আসে নাই কেনো

    জবাব
    • একটু অপেক্ষা করুন অথবা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন।

  6. Alamin Sheikh

    আমার উপবৃত্তির টাকা যেই নম্বরে আসে সেই একাউন্ট টা বাদ হয়ে গিয়েছে এখোন আমি কি করতে পারি একটু যানাবেন পিলিজ

    জবাব
    • আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত যোগাযোগ করুন।

মন্তব্য করুন