কারিগরি ছুটির তালিকা ২০২৩ (বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা)

কারিগরি ছুটির তালিকা ২০২৩: এইচএসসি সমমান বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

২০২৩ সালের কারিগরি বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের বর্ষপঞ্জি ও ছুটির তালিকা PDF

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ২০২৩ সালের এইচএসসি বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি প্রকাশ করেছে।

কারিগরি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌ. ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত ছুটির তালিকা ও শিক্ষা বর্ষপঞ্জি ৪ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখে প্রকাশ করা হয়।

কারিগরির এইচএসসি (বিএমটি, ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের ছুটির তালিকার পিডিএফ কপি বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া নিচের অনুচ্ছেদে ছুটির পিডিএফ তালিকার অনুলিপি প্রকাশ করা হয়েছে।

আরো জানুন:

ভোকেশনাল ছুটির তালিকা ২০২৩ (জেএসসি, এসএসসি ও দাখিল বর্ষপঞ্জি)

সরকারি ছুটির তালিকা ২০২৩ বাংলাদেশ সরকারের ক্যালেন্ডার pdf

(নিচের অনুচ্ছেদে ছুটির তালিকা যুক্ত করা আছে। প্রয়োজনে এই প্রতিবেদন থেকে সংগ্রহ করা যাবে)।

এইচএসসি (বিএমটি ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স ছুটির তালিকা (PDF download)

২০২৩ সালের ছুটির তালিকায় শুক্রবার ও শনিবার সহ মোট ১৮১ দিন প্রতিষ্ঠান ছুটি থাকবে বলে জানানো হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে ১৮৪ দিন।

২০২৩ সালের বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি তারিখে।

কারিগরি বোর্ড ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে।

বিঃ দ্রঃ তারকা চিহ্নিত ছুটিগুলো চাঁদ দেখার উপর নির্ভরশীল।

নিচে কারিগরি বোর্ডের ছুটির তালিকার পিডিএফ কপির অনুলিপি দেওয়া হলো।

কারিগরি ছুটির তালিকা ২০২৩

কারিগরি বোর্ড ছুটির ক্যালেন্ডার ২০২৩

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বোর্ডের বিশেষ নির্দেশনা

২০২৩ সালের শিক্ষাপঞ্জি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।

কোন সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেয়া যাবেনা

ছুটিকালীন অনুষ্ঠিতব্য ভর্তি/অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে।

এইচএসসি (বিএমটি/ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্র/ভেন্যুতে (যে প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়) পরীক্ষার দিন ব্যতীত অন্যান্য দিন যথারীতি শ্রেণি কার্যক্রম চালু থাকবে ।

সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবেনা । সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবেনা

জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা: ২১ ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস), ২৬ মার্চ (স্বাধীনতা ও জাতীয় দিবস), ১৪ এপ্রিল (বাংলা নববর্ষ), ১৫ আগস্ট (জাতীয় শোক দিবস) ও ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) ক্লাস বন্ধ থাকবে।

তবে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীগণ যথাযথ মর্যাদায় সংশ্লিষ্ট দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উদযাপন করতে হবে এবং দিবসে তাৎপর্য আলোকপাত করে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে।

প্রত্যেক প্রতিষ্ঠানে বার্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়ন করে শিক্ষার্থীদের নিকট বিতরণ করতে হবে।

প্রতিটি প্রতিষ্ঠানে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচি অনুযায়ী সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষা সপ্তাহ পালন করাতে হবে৷

সকল কারিগরি শিক প্রতিষ্ঠানে প্রতিদিন বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন করাতে হবে এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে ।

জঙ্গিবাদ, মাদকদ্রব্য ও বাল্যবিবাহের কুপ্রভাব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি এবং পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট [ছাত্রীদের জন্য পৃথক টয়লেট) এর ব্যাবস্থা গ্রহণ করতে হবে।

আরো দেখুন:

ব্যাংক ছুটির তালিকা ২০২৩ (সরকারি-বেসরকারি ব্যাংকের বন্ধের দিন)

ব্যাংক লেনদেনের সময়সূচি ২০২৩ (সকল ব্যাংকের অফিস খোলার সময়)

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা বোর্ড

মন্তব্য করুন