কারিগরি শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড়

এমপিওভুক্ত বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

কারিগরি মে এমপিও ২০২২: শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড়

দেশের বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও ও বেতনের চেক অনুদান বন্টনকারী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে।

৮ জুন ২০২২ খ্রি. তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে, কারিগরির মে মাসের  বেতনের চেক হস্তান্তরের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও শাখা) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মে মাসের বেতন ছাড়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।

কারিগরি শিক্ষক-কর্মচারীগণ মে/২০২২ এর বেতন-ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন ১২/০৬/২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

নিচের বিজ্ঞপ্তিতে মে মাসের বেতনের স্মারক নং ও নিচের অনুচ্ছেদে এমপিও শীট সংগ্রহের লিংক পাওয়া যাবে।

কারিগরি মে মাসের বেতনের চেক ছাড়ের নোটিশ ২০২২

আরো জানুন:

কারিগরি এইচএসসি সিলেবাস ২০২২ (বিএম, ভোকেশনাল ও ডিপ্লোমা-ইন-কমার্স)

কারিগরি ছুটির তালিকা ২০২২ (বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা শিক্ষাপঞ্জি)

Technical May MPO Sheet 2022: কারিগরি মে এমপিও শীট ২০২২

নিচের লিংক থেকে কারিগরির মে মাসের এমপিও শিট সংগ্রহ করা যাবে।

২০২২ সালের কারিগরি শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের বেতন-ভাতা সংক্রান্ত আরো তথ্য জানতে আমাদের কাছে লিখুন।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

আরো দেখুন:

DTE MPO Notice: কারিগরি চেক ছাড়ের নোটিশ, এমপিও শীট দেখার নিয়ম

এমপিও নীতিমালা (সংশোধিত): স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান

স্কুল-কলেজের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় ও এমপিও প্রকাশ

তথ্যসূত্র-

কারিগরি শিক্ষা অধিদপ্তর।

মন্তব্য করুন