গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২২ (রুয়েট কুয়েট চুয়েট)
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভর্তি (রুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন পত্রের মানবন্টন সম্পর্কে জানুন।
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ভর্তি সার্কুলার ২০২২ (রুয়েট কুয়েট চুয়েট ইঞ্জিনিয়ারিং)
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভুক্ত তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন ৬-১৯ জুন পর্যন্ত। আর ভর্তি পরীক্ষা আগামী ৬ আগস্ট অনুষ্ঠিত হবে।
গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে এবারের আসন ৩০ টি বাড়িয়ে থাকবে ৩ হাজার ২৩১ টি করা হয়েছে। এসব আসনে মধ্যে ২১ টি আসন সংরক্ষিত থাকবে।
৩১ মে ২০২২ খ্রি. তারিখে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি ওয়েবসাইটে (admissionckruet.ac.bd) ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করা হয়েছে।
গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ড. কে. এম আজহারুল হাসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে, গুচ্ছে তিন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিশ্চিত করা হয়েছে।
আরো জানুন:
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ২০২১-২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষার মানবন্টন (এ, বি, সি ইউনিট)
জিএসটি ভর্তি বিজ্ঞপ্তি 2022: গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নতুন নিয়ম
রুয়েট, কুয়েট ও চুয়েট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার তারিখ (সময়সূচি) ২০২২
গুচ্ছের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। ভর্তির অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় ৬ জুন সকাল ১০টা থেকে, আবেদন করা গেছে ১৯ জুন বিকাল ৫টা পর্যন্ত।
অনলাইনে ভর্তি তথ্য পাওয়ার ঠিকানা: https://admissionckruet.ac.bd
ভর্তি আবেদন ফি পরিশোধ করতে হয়েছে ২০ জুন বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে। ভর্তি ফি ক-গ্রুপের জন্য ১২০০/- টাকা আর খ-গ্রুপের জন্য ১৩০০/- টাকা অনলাইনে প্রদান করতে হয়েছে।
৬ আগস্ট ২০২২ খ্রি. তারিখ শনিবার সকাল ১০:০০ ঘটিকা হতে গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে ২৩ আগস্ট ২০২২ খ্রি. তারিখে।
৩১ মে তারিখে প্রকাশিত গুচ্ছের ভর্তি সার্কুলারে, তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্যতা, পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের মানবন্টন সহ ভর্তির সকল বিষয়ের তথ্য প্রকাশ করা হয়েছে।
ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের যোগ্যতা, সিলেবাস ও মানবন্টন
২০২২ সালে অনুষ্ঠিত গুচ্ছ ইঞ্জিনিয়ারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২১ সালের বোর্ড কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে।
গুচ্ছের প্রকৌশল ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়ার বিষয়টি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
ক ও খ-গ্রুপের ভর্তি পরীক্ষায় গণিত, রসায়ন, পদার্থ ও ইংরেজী বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করা হবে।
ইংরেজী বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে এবং খ-গ্রুপের জন্য অতিরিক্ত মুক্ত হস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ভুল উত্তরের জন্য প্রশ্নের ২৫% নম্বর কাটা যাবে।
৬ আগস্ট সকাল ১০:০০ ঘটিকায় পরীক্ষা আরম্ভ হবে। ক-গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত। আর খ-গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ০১:৪৫ ঘটিকা পর্যন্ত।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা ২০২২
২০২২ সালের গুচ্ছ প্রকৌশল ভর্তিতে ২০১৮/২০১৯ সালের এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে।
এইচএসসি সমমান পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গণিত, রসায়ন ও পদার্থ বিষয়ে পৃথক পৃথক ভাবে জিপিএ ৫:০০ পেতে হবে। ইংরেজী বিষয়ে গ্রেড পয়েন্ট ৪:০০ থাকতে হবে।
এছাড়া ইংরেজী মাধ্যম ও বিদেশী সনদধারীদের ভর্তি বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভর্তি যোগ্যতা প্রকাশ করা হয়েছে। নিচের যুক্ত বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত গ্রেড পয়েন্ট ও নম্বরের ভিত্তিতে প্রথম ৩৩ হাজার প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।
গুচ্ছ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সার্কুলার ২০২২
৩১ মে তারিখে প্রকাশিত গুচ্ছের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার হতে ভর্তি যাবতীয় বিষয় সম্পর্কে জানা যাবে। নিচের যুক্ত ভর্তি সার্কুলার ভালোভাবে পড়ে ভর্তি আবেদন ও পরীক্ষার প্রস্তুতি নিন।
উপরে যুক্ত ভর্তি বিজ্ঞপ্তি দেখতে না পেলে admissionckruet.ac.bd ওয়েবসাইট থেকে গুচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দেখুন এখান থেকে।
২০২২ সালের গুচ্ছ প্রকৌশল বিশ্ববিদ্যলয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আমাদের লিখে জানাতে পারেন।
তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।
আরো দেখুন:
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ২০২২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ও পরীক্ষার তারিখ ২০২২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তি তথ্য ২০২১-২০২২ (CU Admission)
তথ্যসূত্র-
সার্কুলার কবে প্রকাশিত হবে?
গুচ্ছ প্রকৌশলের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। তবে বুয়েটের হয়েছে।
পরীক্ষার সেন্টার কি শুধু ঐ তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ই হবে?
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
exam time koto?
ক গ্রুপের সময় ২.৩০ ঘন্টা। আর খ-গ্রুপের ৩.৪৫ ঘন্টা। সকাল ১০:০০ টা হতে পরীক্ষা শুরু হবে।
আর্কিটেকচার এর সিলেবাস কি?
মেধাক্রম ৩৩২০ পছন্দের বিষয় কি কি দিলে ভালো হবে।
আসলে এ বিষয়ে পরামর্শ দেওয়া সম্ভব নয়। আপনি আপনার পছন্দের বিষয়গুলো আগে দিন। তারপর কম পছন্দের বিষয়গুলি পরপর সাজান। এ বিষয়ে বড় ভাইদের পরামর্শ নিন।