জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২১ (JSC Form Fill Up Notice 2021: সকল বোর্ড জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
JSC Form Fill Up Notice 2021: জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২১ (সকল শিক্ষা বোর্ড)
এক নজরে...
দেশের সকল সাধারণ ৯ শিক্ষা বোর্ডে জুনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ প্রকাশ করা হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড এর দাপ্তরিক ওয়েবসাইটে ১০ নভেম্বর তারিখের জেএসসির ফরম পূরণের প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এরপর ২০ ডিসেম্বর তারিখে, জেএসসি পরীক্ষার ফরম পূরণের আরেক বিজ্ঞপ্তিতে সময় পুনঃনির্ধারণ (বর্ধিত) করা হয়েছে।
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে, জেএসসি পরীক্ষার ফরমপূরণ বিষয়ের তথ্য নিশ্চিত করা হয়েছে।
২০২১ সালের ঢাকা বোর্ডের জেএসসি পরীক্ষার ফরমপূরণ শুরু হয় ১১ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ থেকে। ফরমপূরণ চলবে ৩০ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ পর্যন্ত। (বর্ধিত সময়)।
ঢাকা বোর্ড সহ অন্য সকল বোর্ডের ফরম পূরণের সময়সীমা সম্পর্কে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।
আরো জানুন: জেএসসি-জেডিসি পরীক্ষা ২০২১: বার্ষিক ও অ্যাসাইনমেন্ট নম্বর দিয়ে মূল্যায়ন
সকল বোর্ড জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ নোটিশ ২০২১
ঢাকা বোর্ড প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনার কারণে এবারের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। তবে পরীক্ষা না হলেও, শিক্ষার্থীদের জেএসসি পাশের সনদ পেতে ফরম ফিলাপ করতে হবে।
ঢাক বোর্ডের জেএসসি পরীক্ষার ফরম ফিলাপ শুরু হয় ১২/১২/২০২১ খ্রি. তারিখ হতে, চলবে ৩০/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত (সংশোধিত/বর্ধিত)।
ঢাকা বোর্ডের জেএসসি পরীক্ষার ফরম পূরণের বর্ধিত সময়সূচির নোটিশ দেখুন।
এবারে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা নম্বর ও অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে, জেএসসি রেজাল্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্কুলের জেএসসি ও মাদ্রাসার জেডিসি পরীক্ষা বাতিল করে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় দেশের সকল বোর্ডকে পরীক্ষা না নিতে অনুরোধ করেছে।
আর এই প্রেক্ষিতে ঢাকা বোর্ড সহ দেশের সকল বোর্ডের জেএসসি সমমান পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু সনদ পেতে শিক্ষার্থীদের ফরম ফিলাপ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি দেখুন নিচের অনুচ্ছেদে।
লক্ষ্য করুন: উপরোক্ত বিজ্ঞপ্তির পরের বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের অনলাইন ফরম পূরণের সময় পরিবর্তন করা হয়েছে। সাথে অনলাইন ফরম পূরণের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। (বিজ্ঞপ্তি নিচের অনুচ্ছেদে দেখুন)
আরো পড়ুন: ৬ষ্ঠ-৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট: মাউশি মাধ্যমিক স্কুল সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট
ঢাকার বোর্ডের জেএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সূচী
ঢাকা বোর্ডের ওয়েবসাইটে (https://dhakaeducationboard.gov.bd) ৭/১২/২০২১ খ্রি. তারিখে জেএসসি পরীক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের তালিকা হতে ১১/১২/২০২১ থেকে ৩০/১২/২০২১ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে ফরমপূরণ (eFF) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য যে, এবারের জেএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য কোন প্রকার ফি দিতে হবে না। ফরম পূরণে ব্যর্থ শিক্ষার্থীরা নবম শ্রেণিতে ভর্তি ও রেজিস্ট্রেশন করার সুবিধা পাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরো দেখুন:
এসএসসি-দাখিল পরীক্ষার রেজাল্ট ২০২১ প্রকাশের হালনাগাদ তথ্য
২০২২ সালের সরকারি ছুটির তালিকা (বাংলাদেশ ক্যালেন্ডার)
জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি প্রকাশ
২০২১ সালের অনুষ্ঠিতব্য জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না বলে দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে দেশের সকল বোর্ডকে সংশ্লিষ্ট পরীক্ষা না নিতে অনুরোধ করা হয়।
করোনা পরিস্থিতির কারণে বোর্ডগুলোকে জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে অনুরোধ করা হয়।
বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নম্বর যুক্ত করে শিক্ষার্থীদের সনদ প্রদানের জন্য বোর্ডগুলোকে অনুরোধ করা হয়েছে।
দেশের সকল শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জেএসএসি সমমান পরীক্ষা বাতিল করে। তবে যে সব শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে বা পরীক্ষার পাশের সনদ পেতে চায় তাদের পরীক্ষার ফরমপূরণ করতে হবে।
উল্লেখ্য, স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বার্ষিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৩১ নভেম্বর পর্যন্ত।
মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা অধিদপ্তর পরীক্ষার বিষয়, সময় ও তারিখ নির্ধারণ করে ইতোমধ্যে বার্ষিক পরীক্ষার রুটির প্রকাশ করেছে।
বাষিক পরীক্ষার রুটিন সম্পর্কে জানুন নিচের প্রতিবেদন থেকে।
স্কুলের বার্ষিক পরীক্ষা নিতে শিক্ষা অধিদপ্তরের রুটিন (সময়সূচি)
মাদ্রাসার বার্ষিক পরীক্ষার রুটিন ২০২১ (দাখিল স্তর ৬ষ্ঠ-১০ম শ্রেণি)
তথ্যসূত্র-
সবশেষ আপডেট: ২২/১২/২০২১ খ্রি. তারিখ ১১:৪৮ অপরাহ্ন।